নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী ষাঁড়—‘টাইগার বিষু’। ওজন ৩০ মণ, আকৃতিতে প্রায় হাতির মতো। গরুটিকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক মানুষ। স্থানীয়দের মাঝেও কৌতূহলের শেষ নেই।
টাইগার বিষুর মালিক খামারি আবু ইউসুফ। ছোটবেলা থেকেই গরু পালনে শৌখিন তিনি। তবে এমন গরু এবারই প্রথম। ফ্রিজিয়ান জাতের ষাঁড়টিকে বড় করেছেন অনেক যত্নে। তার সঙ্গে রয়েছে তোতাপুরি জাতের একটি ছাগল, যার ওজন প্রায় ৫০ কেজি। চমকপ্রদ বিষয় হলো বিষুকে কিনলেই ফ্রি দেওয়া হবে ওই ছাগল।
গতকাল শনিবার বিকেলে আবু ইউসুফের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে দাঁড়িয়ে রয়েছে বিশাল আকৃতির ষাঁড় টাইগার বিষু। তাকে ঘিরে স্থানীয়দের ভিড়। পাশে বাঁধা ছাগলটিও নজর কাড়ছে। গরুর শরীরে চকচকে লোম, নিয়মিত ব্রাশ করা হয়। রাখা হয়েছে বড় টবে খাবার ভুসি, খৈল ও সবজির মিশ্রণ। রয়েছে ফ্যানের ব্যবস্থাও।
বিষুর দেখভালে নিয়োজিত দুজন শ্রমিক পালা করে সেবা করছেন গরু ও ছাগলটির। আবু ইউসুফ বলেন, ‘বিষু যখন মায়ের পেটে ছিল, তখন এক খাসি জবাই করে ভোজের আয়োজন করি। তার জন্ম আমাদের জন্য সৌভাগ্যের প্রতীক। সন্তান স্নেহে বড় করেছি।’
রাজকীয় খাবারও পাচ্ছে টাইগার বিষু। প্রতিদিন খায় ২০-২৫ কেজি খাবার—ভুসি, খৈল, ঘাস, গাজর, কলা, গম ও ছোলা দিয়ে তৈরি হয় মিশ্রণ। মাঝেমধ্যে দেওয়া হয় দুধ-গুড় মেশানো পানীয়।
বিষুকে হাটে নিয়ে যেতে চান না ইউসুফ। বলেন, ‘ভিড় সামলানো যাবে না। আগ্রহীরা বাড়িতেই এসে দেখে কিনতে পারবেন। যারা গরুটির প্রকৃত দাম বুঝবেন, তাঁদের হাতেই তুলে দিতে চাই।’ তবে দাম সম্পর্কে আগাম কিছু বলতে রাজি হননি তিনি।
বিষুকে ঘিরে আবেগে ভাসছে ইউসুফের পরিবারও। ছোট ভাই মুরাদ হোসেন বলেন, ‘আমাদের এলাকায় এমন গরু কেউ পালন করে না। বিষু ও ছাগল আমাদের পরিবারের সদস্যের মতো। পরিষ্কার-পরিচ্ছন্নতা, গোসল—সবকিছু নিয়ম মেনেই হয়।’
গরম বাড়লেও বিষুর শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানান তিনি। নিয়মিত গোসল ও ঘরে বাতাস চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগও বিশেষ নজর রাখছে টাইগার বিষুর ওপর। জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, ‘এ বছর জেলার বিভিন্ন খামারে ব্যতিক্রমী পশু রয়েছে। টাইগার বিষু তাদের মধ্যে অন্যতম। তার স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। এ ধরনের গরু কোরবানির বাজারে বৈচিত্র্য আনে।’
নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী ষাঁড়—‘টাইগার বিষু’। ওজন ৩০ মণ, আকৃতিতে প্রায় হাতির মতো। গরুটিকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক মানুষ। স্থানীয়দের মাঝেও কৌতূহলের শেষ নেই।
টাইগার বিষুর মালিক খামারি আবু ইউসুফ। ছোটবেলা থেকেই গরু পালনে শৌখিন তিনি। তবে এমন গরু এবারই প্রথম। ফ্রিজিয়ান জাতের ষাঁড়টিকে বড় করেছেন অনেক যত্নে। তার সঙ্গে রয়েছে তোতাপুরি জাতের একটি ছাগল, যার ওজন প্রায় ৫০ কেজি। চমকপ্রদ বিষয় হলো বিষুকে কিনলেই ফ্রি দেওয়া হবে ওই ছাগল।
গতকাল শনিবার বিকেলে আবু ইউসুফের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে দাঁড়িয়ে রয়েছে বিশাল আকৃতির ষাঁড় টাইগার বিষু। তাকে ঘিরে স্থানীয়দের ভিড়। পাশে বাঁধা ছাগলটিও নজর কাড়ছে। গরুর শরীরে চকচকে লোম, নিয়মিত ব্রাশ করা হয়। রাখা হয়েছে বড় টবে খাবার ভুসি, খৈল ও সবজির মিশ্রণ। রয়েছে ফ্যানের ব্যবস্থাও।
বিষুর দেখভালে নিয়োজিত দুজন শ্রমিক পালা করে সেবা করছেন গরু ও ছাগলটির। আবু ইউসুফ বলেন, ‘বিষু যখন মায়ের পেটে ছিল, তখন এক খাসি জবাই করে ভোজের আয়োজন করি। তার জন্ম আমাদের জন্য সৌভাগ্যের প্রতীক। সন্তান স্নেহে বড় করেছি।’
রাজকীয় খাবারও পাচ্ছে টাইগার বিষু। প্রতিদিন খায় ২০-২৫ কেজি খাবার—ভুসি, খৈল, ঘাস, গাজর, কলা, গম ও ছোলা দিয়ে তৈরি হয় মিশ্রণ। মাঝেমধ্যে দেওয়া হয় দুধ-গুড় মেশানো পানীয়।
বিষুকে হাটে নিয়ে যেতে চান না ইউসুফ। বলেন, ‘ভিড় সামলানো যাবে না। আগ্রহীরা বাড়িতেই এসে দেখে কিনতে পারবেন। যারা গরুটির প্রকৃত দাম বুঝবেন, তাঁদের হাতেই তুলে দিতে চাই।’ তবে দাম সম্পর্কে আগাম কিছু বলতে রাজি হননি তিনি।
বিষুকে ঘিরে আবেগে ভাসছে ইউসুফের পরিবারও। ছোট ভাই মুরাদ হোসেন বলেন, ‘আমাদের এলাকায় এমন গরু কেউ পালন করে না। বিষু ও ছাগল আমাদের পরিবারের সদস্যের মতো। পরিষ্কার-পরিচ্ছন্নতা, গোসল—সবকিছু নিয়ম মেনেই হয়।’
গরম বাড়লেও বিষুর শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানান তিনি। নিয়মিত গোসল ও ঘরে বাতাস চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগও বিশেষ নজর রাখছে টাইগার বিষুর ওপর। জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, ‘এ বছর জেলার বিভিন্ন খামারে ব্যতিক্রমী পশু রয়েছে। টাইগার বিষু তাদের মধ্যে অন্যতম। তার স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। এ ধরনের গরু কোরবানির বাজারে বৈচিত্র্য আনে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে