নওগাঁ প্রতিনিধি
বৃষ্টিস্নাত মাঠ, উচ্ছ্বসিত দর্শক আর জমজমাট উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁয় শুরু হলো প্রশাসন গোল্ড কাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট। আজ রোববার বেলা ৩টায় জেলা স্টেডিয়ামে ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতীক্ষিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
১৩ বছর পর এই আয়োজনে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়। উদ্বোধনী খেলায় পোরশা উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে পত্নীতলা উপজেলা একাদশ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘এই আয়োজন আমাদের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর একটি বড় সুযোগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত এমন আয়োজন করতে চাই, যাতে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসে জাতীয় মানের খেলোয়াড়।’
জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, ‘এই মাঠেই আমি একসময় খেলেছি। এখন দেখি নতুন প্রজন্ম মাঠে ছুটছে, এটা দেখে সত্যিই ভালো লাগছে। এমন আয়োজন নিয়মিত হলে জেলা থেকেই ভালো খেলোয়াড় উঠে আসবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানের কিছুক্ষণ আগে হঠাৎ শুরু হয় বৃষ্টি। মাঠ ভিজে যায়, কিন্তু থামে না আয়োজন। খেলার প্রতি ভালোবাসা আর উত্তেজনা নিয়ে মাঠে হাজির হন শত শত দর্শক। খেলা দেখতে দুপুরের পর মাঠে আসেন নওগাঁ সরকারি কলেজের ছাত্র মেহেদী হাসান। তিনি বলেন, ‘বৃষ্টি হলেও খেলাটা মিস করিনি। ডিসি কাপ শুরু হওয়ায় আমাদের মধ্যে নতুন করে উৎসাহ এসেছে।’ স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘বৃষ্টির মধ্যেও মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে। আর এটা প্রমাণ করে আমরা খেলাধুলা কতটা ভালোবাসি।’
আয়োজকেরা জানান, জেলার ১১ উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলাগুলো হচ্ছে নকআউট পদ্ধতিতে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। আগামীকাল সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে মাঠে নামবে সাপাহার ও আত্রাই। এরপর একে একে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।
বৃষ্টিস্নাত মাঠ, উচ্ছ্বসিত দর্শক আর জমজমাট উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁয় শুরু হলো প্রশাসন গোল্ড কাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট। আজ রোববার বেলা ৩টায় জেলা স্টেডিয়ামে ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতীক্ষিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
১৩ বছর পর এই আয়োজনে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়। উদ্বোধনী খেলায় পোরশা উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে পত্নীতলা উপজেলা একাদশ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘এই আয়োজন আমাদের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর একটি বড় সুযোগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত এমন আয়োজন করতে চাই, যাতে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসে জাতীয় মানের খেলোয়াড়।’
জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, ‘এই মাঠেই আমি একসময় খেলেছি। এখন দেখি নতুন প্রজন্ম মাঠে ছুটছে, এটা দেখে সত্যিই ভালো লাগছে। এমন আয়োজন নিয়মিত হলে জেলা থেকেই ভালো খেলোয়াড় উঠে আসবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানের কিছুক্ষণ আগে হঠাৎ শুরু হয় বৃষ্টি। মাঠ ভিজে যায়, কিন্তু থামে না আয়োজন। খেলার প্রতি ভালোবাসা আর উত্তেজনা নিয়ে মাঠে হাজির হন শত শত দর্শক। খেলা দেখতে দুপুরের পর মাঠে আসেন নওগাঁ সরকারি কলেজের ছাত্র মেহেদী হাসান। তিনি বলেন, ‘বৃষ্টি হলেও খেলাটা মিস করিনি। ডিসি কাপ শুরু হওয়ায় আমাদের মধ্যে নতুন করে উৎসাহ এসেছে।’ স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘বৃষ্টির মধ্যেও মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে। আর এটা প্রমাণ করে আমরা খেলাধুলা কতটা ভালোবাসি।’
আয়োজকেরা জানান, জেলার ১১ উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলাগুলো হচ্ছে নকআউট পদ্ধতিতে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। আগামীকাল সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে মাঠে নামবে সাপাহার ও আত্রাই। এরপর একে একে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে