নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। গত সাত দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২৫-৩০ টাকা। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সাত দিন আগেও নওগাঁর পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা। যা খুচরা বাজারে ছিল ৪২-৪৫ টাকা। গত বুধবার-বৃহস্পতিবার থেকে হঠাৎ করেই নওগাঁর বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। সাত দিন পর আজ বুধবার জেলার বিভিন্ন বাজারে কেজিতে ২৫-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়।
সরেজমিনে গোস্তহাটির মোড় পাইকারি সবজি বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের আমদানি কম। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬২-৬৫ টাকায়। অন্যদিকে জেলার সাপাহার, পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুরসহ অন্য উপজেলার হাটবাজারেও পেঁয়াজের দাম একইভাবে বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে পাইকারি ব্যবসায়ীরা বলেন, আমদানি ঠিক থাকলেও পূজার কারণে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসছে কম। এ ছাড়া বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।
অপর পাইকারি ব্যবসায়ী মির্জা ফকরুল বলেন, আমদানি ঠিক থাকলেও পূজার কারণে ভারত থেকে বাংলাদেশে তুলনামূলক পেঁয়াজ আসছে কম। এ কারণে দাম বেড়েছে।
নওগাঁ পাইকারি বাজারের আরেক ব্যবসায়ী তাসলিমুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মঞ্জুর রহমান বলেন, মোকাম ও খোলা হাটে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। ফলে আমরাও বাজারে বেশি দামে বিক্রি করছি। বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম দেশি বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজারে পেঁয়াজ সিন্ডিকেটের কোন সুযোগ নেই। কারণ পেঁয়াজ বেশি দিন মজুত করা যায় না। মজুত করলে তা পচে নষ্ট হয়ে যায়।
খুচরা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ছে। আড়তদারদের কাছ থেকে গত কয়েক দিন আগে যে দামে পেঁয়াজ কিনেছি সেই পেঁয়াজ এখন দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শফিউল আলম নামের এক ক্রেতা বলেন, হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। প্রশাসনের বাজার মনিটরিং জোরদার করা উচিত। তা না হলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক কষ্ট হচ্ছে। কারণ পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য।
নওগাঁয় হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। গত সাত দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২৫-৩০ টাকা। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সাত দিন আগেও নওগাঁর পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা। যা খুচরা বাজারে ছিল ৪২-৪৫ টাকা। গত বুধবার-বৃহস্পতিবার থেকে হঠাৎ করেই নওগাঁর বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। সাত দিন পর আজ বুধবার জেলার বিভিন্ন বাজারে কেজিতে ২৫-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়।
সরেজমিনে গোস্তহাটির মোড় পাইকারি সবজি বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের আমদানি কম। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬২-৬৫ টাকায়। অন্যদিকে জেলার সাপাহার, পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুরসহ অন্য উপজেলার হাটবাজারেও পেঁয়াজের দাম একইভাবে বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে পাইকারি ব্যবসায়ীরা বলেন, আমদানি ঠিক থাকলেও পূজার কারণে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসছে কম। এ ছাড়া বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।
অপর পাইকারি ব্যবসায়ী মির্জা ফকরুল বলেন, আমদানি ঠিক থাকলেও পূজার কারণে ভারত থেকে বাংলাদেশে তুলনামূলক পেঁয়াজ আসছে কম। এ কারণে দাম বেড়েছে।
নওগাঁ পাইকারি বাজারের আরেক ব্যবসায়ী তাসলিমুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মঞ্জুর রহমান বলেন, মোকাম ও খোলা হাটে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। ফলে আমরাও বাজারে বেশি দামে বিক্রি করছি। বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম দেশি বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজারে পেঁয়াজ সিন্ডিকেটের কোন সুযোগ নেই। কারণ পেঁয়াজ বেশি দিন মজুত করা যায় না। মজুত করলে তা পচে নষ্ট হয়ে যায়।
খুচরা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ছে। আড়তদারদের কাছ থেকে গত কয়েক দিন আগে যে দামে পেঁয়াজ কিনেছি সেই পেঁয়াজ এখন দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শফিউল আলম নামের এক ক্রেতা বলেন, হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। প্রশাসনের বাজার মনিটরিং জোরদার করা উচিত। তা না হলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক কষ্ট হচ্ছে। কারণ পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫