লালমনিরহাট প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবসে লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে। তবে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ শনিবার বেলা ১১টায় লালমনিরহাট শহরের কলেজ রোডে বিজিবি ক্যাম্পের সামনে ‘মুক্তিযুদ্ধের স্মারক মঞ্চে’ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল এনসিপির। কিন্তু এর আগে সকাল ১০টায় একই ইস্যুতে সেখানে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের স্মারক মঞ্চে সংবাদ সম্মেলন করার সুযোগ না পেয়ে এনসিপির কর্মীরা বেলা দেড়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন। সেখানেও তাঁদের সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলাম। আমাদের প্রস্তুতিও ছিল। কিন্তু চিহ্নিত কিছু দুষ্কৃতকারীর কারণে তা করতে পারিনি।’
রাসেল অভিযোগ করেন, ‘আমাকে ও আমাদের দলের কর্মীদের অনেককে গলা ধাক্কা দেওয়া হয়েছে। আমাদের চরমভাবে অপমান করা হয়েছে।’ বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
এনসিপির এই নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার বিষয়ে এনসিপি কিছুই জানত না। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের। লালমনিরহাট জেলা প্রশাসন, লালমনিরহাটের এই ম্যুরালে বায়ান্নর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকালীন সরকার গঠন, চরমপত্র পাঠ, একাত্তরের গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিজয়ের উল্লাসে মুক্তিযোদ্ধারা, পতাকা হাতে হাতে বিজয়ে উচ্ছ্বসিত জনতা, সাত বীরশ্রেষ্ঠ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচিহ্ন ঢেকে দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে।’
রাসেল বলেন, ‘৭১ এবং ’২৪-কে মুখোমুখি দাঁড় করিয়ে জাতিকে বিভাজিত করে আওয়ামী অ্যাজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করা হয়েছে। ’৭১ কিংবা ’২৪ কখনো পরস্পরবিরোধী নয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার পক্ষে প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার বিষয়ে আমরা কিছুই জানতাম না। এ বিষয়ে আমরা দাবিও করিনি। প্রশাসনের পক্ষ থেকে ’৫২, ’৭১-এর সকল সত্য ইতিহাস অক্ষুণ্ন রেখে কিছু অংশ ঢেকে দেওয়ার কথা বলা হয়েছে। ম্যুরালটি স্বাধীন বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাস বহন করে না। স্বৈরাচারের সকল চিহ্ন ও ম্যুরাল অপসারণ ছাত্র-জনতার দাবি ও গণ-আকাঙ্ক্ষা।’
মহান স্বাধীনতা দিবসে লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে। তবে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ শনিবার বেলা ১১টায় লালমনিরহাট শহরের কলেজ রোডে বিজিবি ক্যাম্পের সামনে ‘মুক্তিযুদ্ধের স্মারক মঞ্চে’ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল এনসিপির। কিন্তু এর আগে সকাল ১০টায় একই ইস্যুতে সেখানে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের স্মারক মঞ্চে সংবাদ সম্মেলন করার সুযোগ না পেয়ে এনসিপির কর্মীরা বেলা দেড়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন। সেখানেও তাঁদের সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলাম। আমাদের প্রস্তুতিও ছিল। কিন্তু চিহ্নিত কিছু দুষ্কৃতকারীর কারণে তা করতে পারিনি।’
রাসেল অভিযোগ করেন, ‘আমাকে ও আমাদের দলের কর্মীদের অনেককে গলা ধাক্কা দেওয়া হয়েছে। আমাদের চরমভাবে অপমান করা হয়েছে।’ বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
এনসিপির এই নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার বিষয়ে এনসিপি কিছুই জানত না। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের। লালমনিরহাট জেলা প্রশাসন, লালমনিরহাটের এই ম্যুরালে বায়ান্নর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকালীন সরকার গঠন, চরমপত্র পাঠ, একাত্তরের গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিজয়ের উল্লাসে মুক্তিযোদ্ধারা, পতাকা হাতে হাতে বিজয়ে উচ্ছ্বসিত জনতা, সাত বীরশ্রেষ্ঠ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচিহ্ন ঢেকে দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে।’
রাসেল বলেন, ‘৭১ এবং ’২৪-কে মুখোমুখি দাঁড় করিয়ে জাতিকে বিভাজিত করে আওয়ামী অ্যাজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করা হয়েছে। ’৭১ কিংবা ’২৪ কখনো পরস্পরবিরোধী নয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার পক্ষে প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার বিষয়ে আমরা কিছুই জানতাম না। এ বিষয়ে আমরা দাবিও করিনি। প্রশাসনের পক্ষ থেকে ’৫২, ’৭১-এর সকল সত্য ইতিহাস অক্ষুণ্ন রেখে কিছু অংশ ঢেকে দেওয়ার কথা বলা হয়েছে। ম্যুরালটি স্বাধীন বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাস বহন করে না। স্বৈরাচারের সকল চিহ্ন ও ম্যুরাল অপসারণ ছাত্র-জনতার দাবি ও গণ-আকাঙ্ক্ষা।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে