নেত্রকোনা প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কে কী বলল তাতে আমাদের কিছু আসে যায় না।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগরে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই বলছে আমরা আর ক্ষমতায় থাকতে পারব না, স্যাংশন ট্যাংশন আরও কত কি। আমাদের কথা স্পষ্ট। একটা নিয়ম তান্ত্রিক প্রথায় আমরা চলছি। দেশে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। নির্বাচন কমিশন যেদিন নির্বাচন ঘোষণা করবে, দেশের সংবিধান অনুযায়ী সেদিনই নির্বাচন হবে।
উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. লতিফুর রহমান রতন সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল।
বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. শামছুর রহমান লিটনসহ অনেকে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্মিত আদর্শ নগর পর্যটন কেন্দ্র, আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্র ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপি) এখন রোর্ড মার্চ করছে, অবস্থান কর্মসূচি করছে। আরও কত কিছু করছে। এরআগে ২০১৪ সালে অগ্নিসংযোগ করেছে, জান মালের ক্ষতি করেছে। মানুষ পুড়িয়েছে, গাড়ি পুড়িয়েছে।
অন্যদিকে শেখ হাসিনা বার্ন ইউনিট খুলে সেইসব পোড়া রোগীদের চিকিৎসা দিয়েছেন। এটাই তাদের নেত্রী আর শেখ হাসিনার মধ্যে তফাৎ। কাজেই এদেশের মানুষ তাদের (বিএনপি) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশের মানুষ একটা কথাই বলছে-শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। নৌকার বিকল্প শুধু নৌকা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্রে বিশ্বাস করে না, পেশি শক্তিতে বিশ্বাস করে না, গান পাওয়ারে বিশ্বাস করে না। কখনো কোনো বিদেশি প্রভুর সাহায্যের প্রয়োজন হয়নি। আওয়ামী লীগ যেভাবে চলছে সেভাবেই চলছে। নির্বাচন যেদিন হওয়ার সেদিনই হবে।
ভিসা নিষেধাজ্ঞা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। কাকে যেতে দেবেন, কাকে দেবেন না এটা তারা নির্ধারণ করেন। আগেও সবাইকে তো আর ভিসা দিত না। আমরা মনে করি সেরকমই একটা প্রক্রিয়া। এখানে আমাদের কিছু বলার নেই।
তিনি বলেন, পুলিশ এখন স্মার্ট পুলিশে রূপান্তর হয়েছে। পুলিশ এরই মধ্যেই নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে নিজেদের প্রমাণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যে দায়িত্ব আছে তারা তা পালন করেছে। আজকে পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। যে কোনো সময় তাদের দক্ষতা তাদের অভিজ্ঞতা অনুযায়ী তারা কাজ করছেন। পুলিশের মনোবল সব সময় অটুট রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কে কী বলল তাতে আমাদের কিছু আসে যায় না।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগরে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই বলছে আমরা আর ক্ষমতায় থাকতে পারব না, স্যাংশন ট্যাংশন আরও কত কি। আমাদের কথা স্পষ্ট। একটা নিয়ম তান্ত্রিক প্রথায় আমরা চলছি। দেশে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। নির্বাচন কমিশন যেদিন নির্বাচন ঘোষণা করবে, দেশের সংবিধান অনুযায়ী সেদিনই নির্বাচন হবে।
উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. লতিফুর রহমান রতন সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল।
বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. শামছুর রহমান লিটনসহ অনেকে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্মিত আদর্শ নগর পর্যটন কেন্দ্র, আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্র ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপি) এখন রোর্ড মার্চ করছে, অবস্থান কর্মসূচি করছে। আরও কত কিছু করছে। এরআগে ২০১৪ সালে অগ্নিসংযোগ করেছে, জান মালের ক্ষতি করেছে। মানুষ পুড়িয়েছে, গাড়ি পুড়িয়েছে।
অন্যদিকে শেখ হাসিনা বার্ন ইউনিট খুলে সেইসব পোড়া রোগীদের চিকিৎসা দিয়েছেন। এটাই তাদের নেত্রী আর শেখ হাসিনার মধ্যে তফাৎ। কাজেই এদেশের মানুষ তাদের (বিএনপি) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশের মানুষ একটা কথাই বলছে-শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। নৌকার বিকল্প শুধু নৌকা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্রে বিশ্বাস করে না, পেশি শক্তিতে বিশ্বাস করে না, গান পাওয়ারে বিশ্বাস করে না। কখনো কোনো বিদেশি প্রভুর সাহায্যের প্রয়োজন হয়নি। আওয়ামী লীগ যেভাবে চলছে সেভাবেই চলছে। নির্বাচন যেদিন হওয়ার সেদিনই হবে।
ভিসা নিষেধাজ্ঞা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। কাকে যেতে দেবেন, কাকে দেবেন না এটা তারা নির্ধারণ করেন। আগেও সবাইকে তো আর ভিসা দিত না। আমরা মনে করি সেরকমই একটা প্রক্রিয়া। এখানে আমাদের কিছু বলার নেই।
তিনি বলেন, পুলিশ এখন স্মার্ট পুলিশে রূপান্তর হয়েছে। পুলিশ এরই মধ্যেই নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে নিজেদের প্রমাণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যে দায়িত্ব আছে তারা তা পালন করেছে। আজকে পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। যে কোনো সময় তাদের দক্ষতা তাদের অভিজ্ঞতা অনুযায়ী তারা কাজ করছেন। পুলিশের মনোবল সব সময় অটুট রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে