হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদুল আজহা উপলক্ষে বিতরণের জন্য বরাদ্দকৃত ৯৫ বস্তা সরকারি চাল এক ব্যবসায়ীর বাড়ি ও দোকান থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আবদুর রশিদ (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকা থেকে প্রথমে ৬৮ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চাল উদ্ধার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাত ১২টার দিকে ভাট্টা বাজারে তাঁর একটি দোকান থেকে আরও ২৭ বস্তা চাল জব্দ করা হয়।
আটক আবদুর রশিদের দাবি, তিনি এসব চাল উপকারভোগীদের কাছ থেকে বস্তাপ্রতি ১ হাজার ১০০ টাকা দরে কিনেছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি জানতাম না এসব চাল কেনা বেআইনি। এটা আমার ভুল হয়েছে।’
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৩-২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় শাকুয়াই ইউনিয়নে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ চলমান। মঙ্গলবার দিনভর প্রতিজন উপকারভোগীকে তিন বস্তা চাল দেওয়া হয়।
শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান জানান, ‘কয়েক দিন আগে আমরা উপকারভোগীদের দুই বস্তা করে চাল দিয়েছি, আর মঙ্গলবার দেওয়া হয় তিন বস্তা করে। ধারণা করা হচ্ছে, কেউ কেউ ঈদের বাড়তি খরচ মেটাতে চাল বিক্রি করে দিয়েছেন। আমি সবাইকে নিষেধ করেছি।’
হালুয়াঘাট থানার উপপরিদর্শক শুভ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদুল আজহা উপলক্ষে বিতরণের জন্য বরাদ্দকৃত ৯৫ বস্তা সরকারি চাল এক ব্যবসায়ীর বাড়ি ও দোকান থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আবদুর রশিদ (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকা থেকে প্রথমে ৬৮ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চাল উদ্ধার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাত ১২টার দিকে ভাট্টা বাজারে তাঁর একটি দোকান থেকে আরও ২৭ বস্তা চাল জব্দ করা হয়।
আটক আবদুর রশিদের দাবি, তিনি এসব চাল উপকারভোগীদের কাছ থেকে বস্তাপ্রতি ১ হাজার ১০০ টাকা দরে কিনেছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি জানতাম না এসব চাল কেনা বেআইনি। এটা আমার ভুল হয়েছে।’
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৩-২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় শাকুয়াই ইউনিয়নে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ চলমান। মঙ্গলবার দিনভর প্রতিজন উপকারভোগীকে তিন বস্তা চাল দেওয়া হয়।
শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান জানান, ‘কয়েক দিন আগে আমরা উপকারভোগীদের দুই বস্তা করে চাল দিয়েছি, আর মঙ্গলবার দেওয়া হয় তিন বস্তা করে। ধারণা করা হচ্ছে, কেউ কেউ ঈদের বাড়তি খরচ মেটাতে চাল বিক্রি করে দিয়েছেন। আমি সবাইকে নিষেধ করেছি।’
হালুয়াঘাট থানার উপপরিদর্শক শুভ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে