নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
‘আগে যাইতাম নৌকা দিয়া। এহন সেতু হইছে, তাতে উঠি মই দিয়া। নামি আবার সেই মই দিয়াই। অনেক টাহা খরচ কইরা কী লাভ হইল সেতু দিয়া?’ কথাগুলো বলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালীগঞ্জ বাজারের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল আজিদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের পাশে নরসুন্দা নদীতে ২০২০ সালের জুন মাসে সেতুর নির্মাণকাজ শুরু করে এলজিইডি। সেতুটি ৯৬ মিটার লম্বা। নির্মাণে ব্যয় হয় ৭ কোটি টাকা ৪১ লাখ ৭৮ হাজার টাকা। গত বছরের জুন মাসে মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়।
স্থানীয়রা জানান, সেতুটির পূর্ব পাশে রয়েছে ৮-১০টি গ্রাম। এসব গ্রামে কৃষিপণ্য উৎপাদিত হয় বেশি। পশ্চিম পাশে রয়েছে কালীগঞ্জ বাজার, অগ্রণী ব্যাংকের শাখা, মুশুল্লি রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সেতু নির্মাণের আগে স্থানীয় লোকজন বর্ষাকালে নৌকা ও অন্য সময়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতেন।
গতকাল রোববার সকালে সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের চলাচলের জন্য বাঁশের মই বানানো হয়েছে। বয়স্ক ব্যক্তিসহ বিভিন্ন বয়সের মানুষ ঝুঁকি নিয়ে এটি বেয়ে চলাচল করছে। সংযোগ সড়ক থেকে সেতুটি প্রায় ১২ ফুট উঁচু হওয়ায় যানবাহন চলাচলের উপায় নেই।
সেতু এলাকার বাসিন্দা আতিকুল ইসলাম পিতুল বলেন, ‘সেতুর সংযোগ সড়ক না থাকায় আমাদের কোনো উপকারে আসছে না। কর্তৃপক্ষের কাছে দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হোক।’
সেতুটি উঁচু করার বিষয়ে ঠিকাদার আব্দুল গণি ভূঁইয়া বলেন, ‘নরসুন্দা নদী দিয়ে সিলেটের তাহিরপুর থেকে পাথর আমদানি করেন নান্দাইলের তারেরঘাট বাজারের ব্যবসায়ীরা। এ কারণে সেতুটি ১০-১২ ফুট সংযোগ সড়ক থেকে উঁচু করা হয়েছে।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহবো রহমান সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘মূল সেতুর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সেতুর দুপাশে সংযোগ সড়ক নির্মাণ করা হলেই যানবাহন চলাচল করতে পারবে।’
ময়মনসিংহ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ‘সেতুর দুপাশে সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।’
‘আগে যাইতাম নৌকা দিয়া। এহন সেতু হইছে, তাতে উঠি মই দিয়া। নামি আবার সেই মই দিয়াই। অনেক টাহা খরচ কইরা কী লাভ হইল সেতু দিয়া?’ কথাগুলো বলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালীগঞ্জ বাজারের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল আজিদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের পাশে নরসুন্দা নদীতে ২০২০ সালের জুন মাসে সেতুর নির্মাণকাজ শুরু করে এলজিইডি। সেতুটি ৯৬ মিটার লম্বা। নির্মাণে ব্যয় হয় ৭ কোটি টাকা ৪১ লাখ ৭৮ হাজার টাকা। গত বছরের জুন মাসে মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়।
স্থানীয়রা জানান, সেতুটির পূর্ব পাশে রয়েছে ৮-১০টি গ্রাম। এসব গ্রামে কৃষিপণ্য উৎপাদিত হয় বেশি। পশ্চিম পাশে রয়েছে কালীগঞ্জ বাজার, অগ্রণী ব্যাংকের শাখা, মুশুল্লি রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সেতু নির্মাণের আগে স্থানীয় লোকজন বর্ষাকালে নৌকা ও অন্য সময়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতেন।
গতকাল রোববার সকালে সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের চলাচলের জন্য বাঁশের মই বানানো হয়েছে। বয়স্ক ব্যক্তিসহ বিভিন্ন বয়সের মানুষ ঝুঁকি নিয়ে এটি বেয়ে চলাচল করছে। সংযোগ সড়ক থেকে সেতুটি প্রায় ১২ ফুট উঁচু হওয়ায় যানবাহন চলাচলের উপায় নেই।
সেতু এলাকার বাসিন্দা আতিকুল ইসলাম পিতুল বলেন, ‘সেতুর সংযোগ সড়ক না থাকায় আমাদের কোনো উপকারে আসছে না। কর্তৃপক্ষের কাছে দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হোক।’
সেতুটি উঁচু করার বিষয়ে ঠিকাদার আব্দুল গণি ভূঁইয়া বলেন, ‘নরসুন্দা নদী দিয়ে সিলেটের তাহিরপুর থেকে পাথর আমদানি করেন নান্দাইলের তারেরঘাট বাজারের ব্যবসায়ীরা। এ কারণে সেতুটি ১০-১২ ফুট সংযোগ সড়ক থেকে উঁচু করা হয়েছে।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহবো রহমান সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘মূল সেতুর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সেতুর দুপাশে সংযোগ সড়ক নির্মাণ করা হলেই যানবাহন চলাচল করতে পারবে।’
ময়মনসিংহ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ‘সেতুর দুপাশে সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে