ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আঞ্চলিক মহাসড়কের দুই পাশ ঘেঁষে শাকসবজির পসরা সাজিয়ে বসেছেন শত শত বিক্রেতা। মহাসড়কের ওপর দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে পণ্য কিনছেন ক্রেতারা। তাতে যানবাহন চলতে না পারায় সড়কে তৈরি হচ্ছে তীব্র জট। এই পরিস্থিতিতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সাপ্তাহিক হাটের অন্যান্য দিনের মতো আজ শুক্রবারও একই দৃশ্যের দেখা মেলে।
স্থানীয়রা বলছেন, একদিকে সড়কে বেড়েছে তিন চাকার যানের সংখ্যা। অন্যদিকে যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে সড়কে এমনিতেই তীব্র যানজটের সৃষ্টি হয়। তার ওপর সাপ্তাহিক হাটের দিন শুক্র ও সোমবারসহ প্রতিদিনই মহাসড়ক ঘেঁষে দোকানপাট বসানো হচ্ছে। তাতে পথচারীদের নির্বিঘ্নে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে।
আজ শুক্রবার হাটে বাজার করতে আসেন ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলমগীর কবীর। বাজারের এমন চিত্র দেখে তিনি বলেন, ‘আঞ্চলিক একটি মহাসড়কের ওপর এভাবে বাজার বসানোয় ক্রেতা-বিক্রেতা উভয়েই দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। যেখানে-সেখানে বাস, সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে সড়কে তীব্র যানজট তৈরি হয়। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ করা জরুরি।’
আজ হাটে বাজার করতে আসা পৌর এলাকার দত্তপাড়া গ্রামের বাসিন্দা সত্তোর্ধ্ব সত্তর মিয়া নামে এক বৃদ্ধ। সড়ক ঘেঁষে শাক-সবজির দোকান এবং সড়কের ওপর যানের তীব্র জটের কারণে রাস্তা পার হতে পারছিলেন না তিনি। কথা হলে সত্তর বলেন-’ ব্যাক (সব) রাস্তা দহল (দখল) কইরা রাখছে তরিতরহারি দিয়া।
আর রাস্তার মধ্যে কিলাগাত গাড়ি বাড়ছে, হাইট্টা (হেঁটে) যাইয়াম এইডার বাও নাই’।
মধ্যবাজারে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোর সময় কথা হয় এমকে সুপার বাসের হেল্পার সুজন মিয়ার সঙ্গে। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর বিষয়ে জানতে চাইলে সুজন বলেন, ‘ভাই যাত্রীরা যেইখানে সিগনাল দেয়, আমগোরে তো ওইখানেই দাঁড়াইতে হইবো তাই না? আর আমরা একাই তো দাঁড় করাইনা সব গাড়িই এমনে খাঁড়ই’।
এদিকে মহাসড়ক ঘেঁষে গড়ে তোলা একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তাঁরা বলেন-’ আমরা যাব কোথায় বলেন? অন্য কোথাও জায়গা না পাইলে তো সড়ক ঘেঁষেই বসতে হবে। আর কপালে থাকলে দুর্ঘটনা এমনিতেই ঘটবে’।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া বলেন, ‘বিষয়টি সমাধানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা হয়েছে। অচিরেই সমস্যাটি সমাধান হবে’।
ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার বলেন, ‘শুধু পৌর হাটের দিনই নয়, এখন ব্যবসায়ীরা প্রতিদিনই মহাসড়ক ঘেঁষে দোকানপাট বসায়। সমস্যাটি দীর্ঘদিনের। আমি পৌর মেয়র হিসেবে একাধিকবার প্রশাসনের সহায়তায় এদের উচ্ছেদ করেছি। কিন্তু দুদিন না যেতেই ফের আগের চিত্র।’ দীর্ঘদিনের এই সমস্যাটি সমাধানে জনপ্রতিনিধিদের পাশাপাশি উপজেলা প্রশাসনের কঠোর হতে হবে বলে মনে করেন পৌর মেয়র।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছাব্বির আহমেদ আকুঞ্জি আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে দোকানপাট বসানোর কোনো সুযোগ নেই। আমি বিষয়টি অবগত আছি। বিষয়টি স্থায়ী সমাধানের জন্য পৌর মেয়রের সঙ্গে কথা বলেছি। তিনি এটা সমাধানে উদ্যোগ নিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিষয়ে উপজেলা প্রশাসন প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালকদের জরিমানা করে সতর্ক করে দিচ্ছে। আশা করি, এ বিষয়টিও দ্রুত সমাধান হবে।’
আঞ্চলিক মহাসড়কের দুই পাশ ঘেঁষে শাকসবজির পসরা সাজিয়ে বসেছেন শত শত বিক্রেতা। মহাসড়কের ওপর দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে পণ্য কিনছেন ক্রেতারা। তাতে যানবাহন চলতে না পারায় সড়কে তৈরি হচ্ছে তীব্র জট। এই পরিস্থিতিতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সাপ্তাহিক হাটের অন্যান্য দিনের মতো আজ শুক্রবারও একই দৃশ্যের দেখা মেলে।
স্থানীয়রা বলছেন, একদিকে সড়কে বেড়েছে তিন চাকার যানের সংখ্যা। অন্যদিকে যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে সড়কে এমনিতেই তীব্র যানজটের সৃষ্টি হয়। তার ওপর সাপ্তাহিক হাটের দিন শুক্র ও সোমবারসহ প্রতিদিনই মহাসড়ক ঘেঁষে দোকানপাট বসানো হচ্ছে। তাতে পথচারীদের নির্বিঘ্নে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে।
আজ শুক্রবার হাটে বাজার করতে আসেন ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলমগীর কবীর। বাজারের এমন চিত্র দেখে তিনি বলেন, ‘আঞ্চলিক একটি মহাসড়কের ওপর এভাবে বাজার বসানোয় ক্রেতা-বিক্রেতা উভয়েই দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। যেখানে-সেখানে বাস, সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে সড়কে তীব্র যানজট তৈরি হয়। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ করা জরুরি।’
আজ হাটে বাজার করতে আসা পৌর এলাকার দত্তপাড়া গ্রামের বাসিন্দা সত্তোর্ধ্ব সত্তর মিয়া নামে এক বৃদ্ধ। সড়ক ঘেঁষে শাক-সবজির দোকান এবং সড়কের ওপর যানের তীব্র জটের কারণে রাস্তা পার হতে পারছিলেন না তিনি। কথা হলে সত্তর বলেন-’ ব্যাক (সব) রাস্তা দহল (দখল) কইরা রাখছে তরিতরহারি দিয়া।
আর রাস্তার মধ্যে কিলাগাত গাড়ি বাড়ছে, হাইট্টা (হেঁটে) যাইয়াম এইডার বাও নাই’।
মধ্যবাজারে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোর সময় কথা হয় এমকে সুপার বাসের হেল্পার সুজন মিয়ার সঙ্গে। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর বিষয়ে জানতে চাইলে সুজন বলেন, ‘ভাই যাত্রীরা যেইখানে সিগনাল দেয়, আমগোরে তো ওইখানেই দাঁড়াইতে হইবো তাই না? আর আমরা একাই তো দাঁড় করাইনা সব গাড়িই এমনে খাঁড়ই’।
এদিকে মহাসড়ক ঘেঁষে গড়ে তোলা একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তাঁরা বলেন-’ আমরা যাব কোথায় বলেন? অন্য কোথাও জায়গা না পাইলে তো সড়ক ঘেঁষেই বসতে হবে। আর কপালে থাকলে দুর্ঘটনা এমনিতেই ঘটবে’।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া বলেন, ‘বিষয়টি সমাধানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা হয়েছে। অচিরেই সমস্যাটি সমাধান হবে’।
ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার বলেন, ‘শুধু পৌর হাটের দিনই নয়, এখন ব্যবসায়ীরা প্রতিদিনই মহাসড়ক ঘেঁষে দোকানপাট বসায়। সমস্যাটি দীর্ঘদিনের। আমি পৌর মেয়র হিসেবে একাধিকবার প্রশাসনের সহায়তায় এদের উচ্ছেদ করেছি। কিন্তু দুদিন না যেতেই ফের আগের চিত্র।’ দীর্ঘদিনের এই সমস্যাটি সমাধানে জনপ্রতিনিধিদের পাশাপাশি উপজেলা প্রশাসনের কঠোর হতে হবে বলে মনে করেন পৌর মেয়র।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছাব্বির আহমেদ আকুঞ্জি আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে দোকানপাট বসানোর কোনো সুযোগ নেই। আমি বিষয়টি অবগত আছি। বিষয়টি স্থায়ী সমাধানের জন্য পৌর মেয়রের সঙ্গে কথা বলেছি। তিনি এটা সমাধানে উদ্যোগ নিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিষয়ে উপজেলা প্রশাসন প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালকদের জরিমানা করে সতর্ক করে দিচ্ছে। আশা করি, এ বিষয়টিও দ্রুত সমাধান হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে