মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
‘সারা বছরে দুই-চাইর দিনও গরু গুস্ত কিইন্ন্যা খাওনের সাঙ্গেস্তা (সামর্থ্য) অয়না। কোরবানি ঈদে এর-হের বাড়িততে যে গুস্ত দেয়, বউ-পুলাপান লইয়া আপিত্তি (তৃপ্তি) মিডাইয়া খাইতাম পারি। খালি কি গুস্ত অইলেই অইবো? গুস্ত রানলে মসলাপাতি লাগে না? বাজারে আইছিলাম মসলাপাতি কিনতাম, দাম হুইন্ন্যা মাথা চক্কর মারছে।’
আজ শুক্রবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার সাপ্তাহিক হাটের দিন। হাটবারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ঈদের জন্য মসলাপাতি কিনতে আসেন সত্তরোর্ধ্ব মো. দুলাল মিয়া। তিনিই আজকের পত্রিকাকে কথাগুলো বলছিলেন। দুলালের বাড়ি পৌর এলাকার দত্তপাড়া গ্রামে।
গরমে ঘেমে হাটের মানুষগুলোর হাঁসফাঁস অবস্থা। এক মুদি দোকানের সামনে দাঁড়িয়ে কাঁধের গামছা টেনে শরীরের ঘাম মুছছিলেন এক ব্যক্তি। একটু কাছে গিয়ে কথা বলতে জানা গেল, তাঁর নাম আবুল বাশার মিয়া। পেশায় রাজমিস্ত্রির সহকারী। তিনি বলেন, ‘আইছিলাম ঈদের লাইগ্যা দুইলা বাজার করতাম, কিন্তু জিনিসপাতির যে দাম, কিবা কিতা করবাম, বুঝতাছিনা’।
আক্ষেপের স্বরে বাশার আরও বললেন, ‘ব্যাক (সব) কিছুর দাম বাড়ে, খালি বাড়েনা আমরার মতো গরিব মাইনসের মুজুরি। দুই বছর আগেও কাম কইরা ৪০০ টেহা পাইতাম, অহনও হেইডাই পাই। বাজারে জিনিসপাতির যে দাম, সারা বছর এমনিতেই টাইন্ন্যা-টুইন্ন্যা (টেনেটুনে) চলি, তার মধ্যে ঈদের বাজার-সদাইডা মাথাত বাড়ি পড়ছে।’
এ দিন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মুদি দোকানসহ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা অস্থায়ী মসলা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার।
তারা জানালেন, কয়েক দিনের ব্যবধানে প্রকারভেদে আকাশ ছোঁয়া দাম বেড়েছে সব ধরনের মসলার। ক্রেতারা বলছেন-ঈদ আসায় ব্যবসায়ীরা মনগড়া দাম বাড়িয়ে দিয়েছে। বিক্রেতারা বলছেন-চাহিদার তুলনায় আমদানি কম থাকায় দাম বেড়েছে।
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, মাস দু-একের ব্যবধানে সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচি এবং দারুচিনির। প্রকারভেদে কেজি প্রতি এলাচির দাম ছিল ১ হাজার হাজার ৮০০ থেকে ২ হাজার, যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার টাকা। কেজিপ্রতি দারুচিনি ছিল ২০০ থেকে ২৫০ টাকা, দাম বেড়ে হয়েছে ৫০০ থেকে ৫৫০ টাকা।
শুধু তা-ই নয়, মাসখানেকের ব্যবধানে কেজি প্রতি ১০০ থেকে শুরু হয়ে ৩০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে লবঙ্গ, ধনে, তেজপাতা, শুকনা হলুদ-মরিচেও। এ ছাড়াও সপ্তাহখানেকের ব্যবধানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
ঈশ্বরগঞ্জ বাজারের একাধিক মুদি ব্যবসায়ী জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর মসলাপাতির দাম অনেক বেড়েছে। কারণ হিসেবে বলেন-আমদানি করা এসব মসলা কয়েক হাত বদলে তাঁদের কাছে আসে। ওই ধাপগুলো পার হতে হতেই দাম বেড়ে যায়। সে ক্ষেত্রে তাদের কিছু করার থাকে না।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্নবিত্তসহ সব পরিবারেই মসলার চাহিদা বেশি থাকে। সে ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে মনগড়া দাম বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে, সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তা ছাড়া কোনো মুদি দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকলে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
‘সারা বছরে দুই-চাইর দিনও গরু গুস্ত কিইন্ন্যা খাওনের সাঙ্গেস্তা (সামর্থ্য) অয়না। কোরবানি ঈদে এর-হের বাড়িততে যে গুস্ত দেয়, বউ-পুলাপান লইয়া আপিত্তি (তৃপ্তি) মিডাইয়া খাইতাম পারি। খালি কি গুস্ত অইলেই অইবো? গুস্ত রানলে মসলাপাতি লাগে না? বাজারে আইছিলাম মসলাপাতি কিনতাম, দাম হুইন্ন্যা মাথা চক্কর মারছে।’
আজ শুক্রবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার সাপ্তাহিক হাটের দিন। হাটবারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ঈদের জন্য মসলাপাতি কিনতে আসেন সত্তরোর্ধ্ব মো. দুলাল মিয়া। তিনিই আজকের পত্রিকাকে কথাগুলো বলছিলেন। দুলালের বাড়ি পৌর এলাকার দত্তপাড়া গ্রামে।
গরমে ঘেমে হাটের মানুষগুলোর হাঁসফাঁস অবস্থা। এক মুদি দোকানের সামনে দাঁড়িয়ে কাঁধের গামছা টেনে শরীরের ঘাম মুছছিলেন এক ব্যক্তি। একটু কাছে গিয়ে কথা বলতে জানা গেল, তাঁর নাম আবুল বাশার মিয়া। পেশায় রাজমিস্ত্রির সহকারী। তিনি বলেন, ‘আইছিলাম ঈদের লাইগ্যা দুইলা বাজার করতাম, কিন্তু জিনিসপাতির যে দাম, কিবা কিতা করবাম, বুঝতাছিনা’।
আক্ষেপের স্বরে বাশার আরও বললেন, ‘ব্যাক (সব) কিছুর দাম বাড়ে, খালি বাড়েনা আমরার মতো গরিব মাইনসের মুজুরি। দুই বছর আগেও কাম কইরা ৪০০ টেহা পাইতাম, অহনও হেইডাই পাই। বাজারে জিনিসপাতির যে দাম, সারা বছর এমনিতেই টাইন্ন্যা-টুইন্ন্যা (টেনেটুনে) চলি, তার মধ্যে ঈদের বাজার-সদাইডা মাথাত বাড়ি পড়ছে।’
এ দিন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মুদি দোকানসহ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা অস্থায়ী মসলা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার।
তারা জানালেন, কয়েক দিনের ব্যবধানে প্রকারভেদে আকাশ ছোঁয়া দাম বেড়েছে সব ধরনের মসলার। ক্রেতারা বলছেন-ঈদ আসায় ব্যবসায়ীরা মনগড়া দাম বাড়িয়ে দিয়েছে। বিক্রেতারা বলছেন-চাহিদার তুলনায় আমদানি কম থাকায় দাম বেড়েছে।
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, মাস দু-একের ব্যবধানে সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচি এবং দারুচিনির। প্রকারভেদে কেজি প্রতি এলাচির দাম ছিল ১ হাজার হাজার ৮০০ থেকে ২ হাজার, যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার টাকা। কেজিপ্রতি দারুচিনি ছিল ২০০ থেকে ২৫০ টাকা, দাম বেড়ে হয়েছে ৫০০ থেকে ৫৫০ টাকা।
শুধু তা-ই নয়, মাসখানেকের ব্যবধানে কেজি প্রতি ১০০ থেকে শুরু হয়ে ৩০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে লবঙ্গ, ধনে, তেজপাতা, শুকনা হলুদ-মরিচেও। এ ছাড়াও সপ্তাহখানেকের ব্যবধানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
ঈশ্বরগঞ্জ বাজারের একাধিক মুদি ব্যবসায়ী জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর মসলাপাতির দাম অনেক বেড়েছে। কারণ হিসেবে বলেন-আমদানি করা এসব মসলা কয়েক হাত বদলে তাঁদের কাছে আসে। ওই ধাপগুলো পার হতে হতেই দাম বেড়ে যায়। সে ক্ষেত্রে তাদের কিছু করার থাকে না।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্নবিত্তসহ সব পরিবারেই মসলার চাহিদা বেশি থাকে। সে ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে মনগড়া দাম বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে, সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তা ছাড়া কোনো মুদি দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকলে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে