Ajker Patrika

মমেকে সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ
মমেকে সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যু

ময়মনসিংহে গেল দুই দিনে করোনা সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু। স্বাস্থ্য বিভাগ বলছে, স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি শতভাগ ভ্যাকসিনেশনের আওতায় মানুষকে আনা গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে বয়স্কদের স্বাস্থ্যবিধি মানা ছাড়া বিকল্প দেখছেন না চিকিৎসকেরা। 

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ১০ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ১৫ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৮ জন, নেত্রকোনার ৩ জন, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ১ জন করে রয়েছে। 

এর আগের দিন করোনায় ২৩ জনের মৃত্যু নিয়ে গেল দুই দিনে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩২৫ জন। 

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৫৯ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫৯ জন। 

তিনি আরও বলেন, করোনার পাশাপাশি যারা অন্যান্য সমস্যায় ভুগছেন, তাঁদের মধ্যে মৃত্যুর হার বেশি লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়া যুবকরাও আক্রান্ত হচ্ছে, মারাও যাচ্ছে। তাই পরিবার এবং নিজের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৮৪টি নমুনা পরীক্ষায় আরও ১৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ১৮১ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৮৪ জন। 

তিনি আরও বলেন, দুই দিন আগে করোনা পরিস্থিতির লক্ষণ একটু ভালো দেখা গেলেও গত দুই দিন ধরে বাড়ছে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোন উপায় নেই। শতভাগ ভ্যাকসিনেশনের আওতায় মানুষকে আনার চেষ্টা রয়েছে সরকারের, সেটি হলে আমরা অনেকটাই ভালো থাকতে পারব। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহ আলম বলেন, কোন ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সহজ কথা নয়। ভাইরাস ক্ষেত্র বিশেষ আচরণ বদলায়। করোনাভাইরাসের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে প্রথমে সেটি উত্তরবঙ্গে ব্যাপক হানা দিয়েছে। পরে ময়মনসিংহ অঞ্চলে আক্রমণ শুরু করে। এখানে কখনো ভাইরাসের আক্রমণ বাড়ছে আবার কখনো কমছে। শতভাগ স্বাস্থ্যবিধির পাশাপাশি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত