মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ
করোনা মহামারির স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে ঈশ্বরগঞ্জের ঈদের বাজার। গত দুই বছরে করোনার ধকল সামলে এ বছর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। সাধ্যমতো পুঁজি খাঁটিয়ে ছোট-বড় বিপণিবিতানগুলো সাজিয়েছেন তাঁরা।
ব্যবসায়ীরা বলেন, ‘ইতিমধ্যে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে শুরু হয়েছে কেনাকাটা। করোনার কারণে গত দুই বছর ঈদে তেমন বেচাকেনা হয়নি। তাই গত দুই বছরের ক্ষতি এই ঈদে পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। আশা করছি ২০ রোজার পর বেচাকেনা আরও বাড়বে।’
এ বিষয়ে বিক্রেতারা বলেন, ‘ঈদের দিন যতই ঘনিয়ে আসবে, ক্রেতাদের উপচেপড়া ভিড় ততই বাড়বে এবং বেচাকেনাও বেশি হবে।’
ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন জুতার দোকানসহ ছোট-বড় বিপণিবিতানগুলো আজ ঘুরে দেখা যায়, রমজানের ১৫ রোজায় সবখানেই রয়েছে ক্রেতাদের আশাব্যঞ্জক উপস্থিতি। তবে নারী ক্রেতাদের উপস্থিতি বেশি। দীর্ঘ দুই বছর পর চিরচেনা এই রূপে ফিরে আসায় খুশি ক্রেতা-বিক্রেতারা। এলাকার বিভিন্ন পোশাকের দোকানগুলো ঘুরে দেখা যায় নতুন পোশাকের সমাহার। প্রতিটি দোকানেই টাঙিয়ে রাখা হয়েছে বাহারি ডিজাইনের আকর্ষণীয় পাঞ্জাবি, থ্রিপিস, শার্ট, টি-শার্টসহ ছোট-বড়দের হরেক রকমের পোশাক।
ইয়াছিন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ জানান, রোজা শুরু হওয়ার আগে থেকেই ঈদের বেচাকেনা শুরু হয়ে গেছে। তাঁর দোকানে নারীদের জন্য বিভিন্ন ধরনের দেশি-বিদেশি থ্রিপিস, শাড়ি-কাপড়সহ থানকাপড় রয়েছে। এবারের ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ‘কাঁচা বাদাম’ থ্রিপিস ও জর্জেট জামা।
বাচ্চাদের জন্য জামাকাপড় কিনতে আসা মোছা বিউটি আক্তার বলেন, ‘ঈদ মানেই কেনাকাটা, কিন্তু করোনা থাকার কারণে গত দুই বছর ঈদে শিশুদের জন্য স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারিনি। এ বছর ঈদের কেনাকাটা করতে পেরে অনেক ভালো লাগছে।’
জিরো প্লাসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম নামে আরেক পোশাক বিক্রেতা বলেন, ‘ঈদের জন্য নতুন কালেকশন এসেছে। রোজার দিনে দুপুরের আগে নারীদের ভিড় এবং সন্ধ্যার পর পুরুষ ক্রেতার ভিড় থাকে। বেচাকেনার ওপর ভিত্তি করে ২৫ রোজা পর্যন্ত আরও ঈদ কালেকশন আসবে।’
নাটাইঘুড়ি প্রসাধনী নামের কসমেটিকস দোকানের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ বলেন, ‘সারা বছর বেচাকেনা যেমনই হোক না কেন, আমাদের টার্গেট থাকে ঈদ। কিন্তু করোনার কারণে গত দুই বছর ঈদে তেমন বেচাকেনা করতে পারিনি। তাই এই ঈদে আশা করছি গত দুই বছরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার অনেকটা পূরণ হয়ে যাবে।’
সপরিবারে কেনাকাটা করতে আসা মো. রফিকুল ইসলাম নামের এক যুবক বলেন, ‘কেনাকাটা যেহেতু করতে হবে, তাই আগেই স্ত্রীসহ ছেলেমেয়েদের নিয়ে চলে এসেছি। কেননা, রোজার শেষের দিকে ক্রেতাদের চাপ বেড়ে যায় এবং সেই সুযোগে বিক্রেতারা দামও বাড়িয়ে দেন।’
করোনা মহামারির স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে ঈশ্বরগঞ্জের ঈদের বাজার। গত দুই বছরে করোনার ধকল সামলে এ বছর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। সাধ্যমতো পুঁজি খাঁটিয়ে ছোট-বড় বিপণিবিতানগুলো সাজিয়েছেন তাঁরা।
ব্যবসায়ীরা বলেন, ‘ইতিমধ্যে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে শুরু হয়েছে কেনাকাটা। করোনার কারণে গত দুই বছর ঈদে তেমন বেচাকেনা হয়নি। তাই গত দুই বছরের ক্ষতি এই ঈদে পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। আশা করছি ২০ রোজার পর বেচাকেনা আরও বাড়বে।’
এ বিষয়ে বিক্রেতারা বলেন, ‘ঈদের দিন যতই ঘনিয়ে আসবে, ক্রেতাদের উপচেপড়া ভিড় ততই বাড়বে এবং বেচাকেনাও বেশি হবে।’
ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন জুতার দোকানসহ ছোট-বড় বিপণিবিতানগুলো আজ ঘুরে দেখা যায়, রমজানের ১৫ রোজায় সবখানেই রয়েছে ক্রেতাদের আশাব্যঞ্জক উপস্থিতি। তবে নারী ক্রেতাদের উপস্থিতি বেশি। দীর্ঘ দুই বছর পর চিরচেনা এই রূপে ফিরে আসায় খুশি ক্রেতা-বিক্রেতারা। এলাকার বিভিন্ন পোশাকের দোকানগুলো ঘুরে দেখা যায় নতুন পোশাকের সমাহার। প্রতিটি দোকানেই টাঙিয়ে রাখা হয়েছে বাহারি ডিজাইনের আকর্ষণীয় পাঞ্জাবি, থ্রিপিস, শার্ট, টি-শার্টসহ ছোট-বড়দের হরেক রকমের পোশাক।
ইয়াছিন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ জানান, রোজা শুরু হওয়ার আগে থেকেই ঈদের বেচাকেনা শুরু হয়ে গেছে। তাঁর দোকানে নারীদের জন্য বিভিন্ন ধরনের দেশি-বিদেশি থ্রিপিস, শাড়ি-কাপড়সহ থানকাপড় রয়েছে। এবারের ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ‘কাঁচা বাদাম’ থ্রিপিস ও জর্জেট জামা।
বাচ্চাদের জন্য জামাকাপড় কিনতে আসা মোছা বিউটি আক্তার বলেন, ‘ঈদ মানেই কেনাকাটা, কিন্তু করোনা থাকার কারণে গত দুই বছর ঈদে শিশুদের জন্য স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারিনি। এ বছর ঈদের কেনাকাটা করতে পেরে অনেক ভালো লাগছে।’
জিরো প্লাসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম নামে আরেক পোশাক বিক্রেতা বলেন, ‘ঈদের জন্য নতুন কালেকশন এসেছে। রোজার দিনে দুপুরের আগে নারীদের ভিড় এবং সন্ধ্যার পর পুরুষ ক্রেতার ভিড় থাকে। বেচাকেনার ওপর ভিত্তি করে ২৫ রোজা পর্যন্ত আরও ঈদ কালেকশন আসবে।’
নাটাইঘুড়ি প্রসাধনী নামের কসমেটিকস দোকানের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ বলেন, ‘সারা বছর বেচাকেনা যেমনই হোক না কেন, আমাদের টার্গেট থাকে ঈদ। কিন্তু করোনার কারণে গত দুই বছর ঈদে তেমন বেচাকেনা করতে পারিনি। তাই এই ঈদে আশা করছি গত দুই বছরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার অনেকটা পূরণ হয়ে যাবে।’
সপরিবারে কেনাকাটা করতে আসা মো. রফিকুল ইসলাম নামের এক যুবক বলেন, ‘কেনাকাটা যেহেতু করতে হবে, তাই আগেই স্ত্রীসহ ছেলেমেয়েদের নিয়ে চলে এসেছি। কেননা, রোজার শেষের দিকে ক্রেতাদের চাপ বেড়ে যায় এবং সেই সুযোগে বিক্রেতারা দামও বাড়িয়ে দেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে