বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হল ও শহীদ শামসুল হক হল ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামারি হয়।
তবে এতে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে বিষয়টি মীমাংসা করে দেন। মারামারিতে জড়ানোরা সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১টার দিকে শহীদ নাজমুল আহসান হল ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে শহীদ শামসুল হক হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। এ সময় হল গেটের সামনে নাজমুল আহসান হল ছাত্রলীগ ও শহীদ শামসুল হক ছাত্রলীগের নেতা কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে সংঘর্ষে আশরাফুল হক হল ও শহীদ জামাল হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন।
নাজমুল আহসান হলের এক শিক্ষার্থী বলেন, ‘আমি রাত ১টার দিকে ফসিলের মোড়ের উদ্দেশ্যে হল থেকে বের হই। ওই সময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে মারামারি দেখতে পাই।’
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন বাউ মিউজিক্যাল রেজিমেন্টের একজন সদস্য বলেন, ‘মিউজিকাল রেজিমেন্টের নতুন কমিটি গঠনের পর পদ না পেয়ে অনেকের মধ্য অসন্তোষ দেখা দেয়। দলীয়করণ করে কমিটিতে পদ দেওয়া হয়েছে। যারা মূলত গান নিয়ে কাজ করে তাদের অনেকের কমিটিতে নাম রাখা হয়নি। কমিটির পদ পাওয়া নিয়ে সমস্যার সূত্রাপাত হয়। সে ঘটনা দুটি হলের মধ্যে সংঘর্ষে মোড় নেয়। সংঘর্ষে জড়ানোরা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থক ’
এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুর রহমান শিশির বলেন, ‘রাতের বেলা ঘটনা ঘটায় আমরা তেমন কিছু জানতে পারিনি। তবে যতটুকু জানতে পেরেছি ব্যক্তিগত সমস্যার কারণে ঘটনা ঘটেছে। রাতের বেলা আমরা সহকারী প্রক্টররা কেউই ক্যাম্পাসে ছিলাম না। রাত ২টার সময়ে থাকার কথা না। আমরা সহকারী প্রক্টর যারা আছি কেউ বিশ্ববিদ্যালয়ের আবাসিকে থাকি না। আমরা সবাই ক্যাম্পাসের বাইরে থাকি। বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনা ঘটলে আমাদের আসতে সময় লাগে। বিষয়টির সমাধানে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করেন।’
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘দুই বন্ধুর ব্যক্তিগত সমস্যা ছিল এটি। দুই হলের মধ্যে কোনো মারামারির ঘটনা ঘটেনি। রাতের বেলায়ই আমি এবং সেক্রেটারি মেহেদি গিয়ে বিষয়টি সমাধান করে দিয়ে আসি।’
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেন নি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হল ও শহীদ শামসুল হক হল ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামারি হয়।
তবে এতে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে বিষয়টি মীমাংসা করে দেন। মারামারিতে জড়ানোরা সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১টার দিকে শহীদ নাজমুল আহসান হল ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে শহীদ শামসুল হক হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। এ সময় হল গেটের সামনে নাজমুল আহসান হল ছাত্রলীগ ও শহীদ শামসুল হক ছাত্রলীগের নেতা কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে সংঘর্ষে আশরাফুল হক হল ও শহীদ জামাল হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন।
নাজমুল আহসান হলের এক শিক্ষার্থী বলেন, ‘আমি রাত ১টার দিকে ফসিলের মোড়ের উদ্দেশ্যে হল থেকে বের হই। ওই সময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে মারামারি দেখতে পাই।’
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন বাউ মিউজিক্যাল রেজিমেন্টের একজন সদস্য বলেন, ‘মিউজিকাল রেজিমেন্টের নতুন কমিটি গঠনের পর পদ না পেয়ে অনেকের মধ্য অসন্তোষ দেখা দেয়। দলীয়করণ করে কমিটিতে পদ দেওয়া হয়েছে। যারা মূলত গান নিয়ে কাজ করে তাদের অনেকের কমিটিতে নাম রাখা হয়নি। কমিটির পদ পাওয়া নিয়ে সমস্যার সূত্রাপাত হয়। সে ঘটনা দুটি হলের মধ্যে সংঘর্ষে মোড় নেয়। সংঘর্ষে জড়ানোরা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থক ’
এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুর রহমান শিশির বলেন, ‘রাতের বেলা ঘটনা ঘটায় আমরা তেমন কিছু জানতে পারিনি। তবে যতটুকু জানতে পেরেছি ব্যক্তিগত সমস্যার কারণে ঘটনা ঘটেছে। রাতের বেলা আমরা সহকারী প্রক্টররা কেউই ক্যাম্পাসে ছিলাম না। রাত ২টার সময়ে থাকার কথা না। আমরা সহকারী প্রক্টর যারা আছি কেউ বিশ্ববিদ্যালয়ের আবাসিকে থাকি না। আমরা সবাই ক্যাম্পাসের বাইরে থাকি। বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনা ঘটলে আমাদের আসতে সময় লাগে। বিষয়টির সমাধানে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করেন।’
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘দুই বন্ধুর ব্যক্তিগত সমস্যা ছিল এটি। দুই হলের মধ্যে কোনো মারামারির ঘটনা ঘটেনি। রাতের বেলায়ই আমি এবং সেক্রেটারি মেহেদি গিয়ে বিষয়টি সমাধান করে দিয়ে আসি।’
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেন নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে