নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম। ৬৩ বছর বয়সের মধ্যে টানা ৩১ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছেন। ছয়বার নির্বাচনে অংশ নিয়ে ছয়বারই নির্বাচিত হয়ে ১৯৯১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি এই পদে রয়েছেন।
আবুল কালাম ১৯৯১ সালে প্রথম সাধারণ সদস্য পদে নির্বাচিত হন। পরে ১৯৯৫ সালে দ্বিতীয়বার, ২০০৩ সালে তৃতীয়বার, ২০১১ সালে চতুর্থবার, ২০১৬ সালে পঞ্চবার এবং ২০২২ সালের ৫ জানুয়ারি ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আফাজ উদ্দিন আকন্দ এবং ২০২২ সালে প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম রুবেলকে এক ভোটে পরাজিত করে তিনি বিজয়ী হন।
ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে চলতি বছরের ৫ জানুয়ারি মোয়াজ্জেমপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলে। এতে মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আবুল কালাম (টিউবওয়েল), আসাদুল ইসলাম রুবেল (মোরগ), আনোয়ার হোসেন সোহেল (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করেন।
৫ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেমপুর গ্রামে মোট ভোটার ২ হাজার ৫০৯ জন। এর মধ্যে ১ হাজার ৮২১ ভোট কাস্টিং হয়। বাতিল হয় ১৩২ ভোট। এইি নির্বাচনে আবুল কালাম ৬৫৪ ভোট, আসাদুল ইসলাম রুবেল ৬৫৩ ভোট এবং আনোয়ার হোসেন সোহেল ৩৮২ ভোট পান। এক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম রুবেলকে পরাজিত করে বিজয়ী হন আবুল কালাম।
আবুল কালামের পরিবারে ৩ মেয়ে ও ৬ ছেলে রয়েছে। দীর্ঘদিন ইউপি সদস্য থেকেও পরিবারের ভরণপোষণ ছাড়া কিছুই করতে পারেননি তিনি। বাস করেন একটি টিনের ঘরে। এক দুর্ঘটনায় হাত ভেঙে গেলে ভাঙা হাত নিয়েই ৩১ বছর ধরে সাধারণ সদস্য পদে দায়িত্ব পালন করছেন।
বারবার একই ব্যক্তিকে মেম্বার পদে জয়ী করার কারণ জানতে চাইলে স্থানীয় ভোটারেরা বলেন, মেম্বার তো মেম্বারি ছাড়া আর কিছু করতে পারে না। তাঁর পরিবারে তিনিই প্রধান। ছেলেমেয়ের পড়াশোনা ও ভরণপোষণ তাঁকেই করতে হয়। যোগ্য ব্যক্তি, শেষ বয়স বলে বারবার সুযোগ দিচ্ছি।
ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ৫ নম্বর ওয়ার্ডের মানুষের সেবায় নিয়োজিত আছি। শেষ বয়সে এসেও জনগণের ভালোবাসায় ১ ভোটের ব্যবধানে আবারও বিজয়ী হয়েছি। নির্বাচনটা আমার কাছে নেশা হয়ে গেছে। এটাই হয়তো আমার শেষ নির্বাচন; আগামীতে আমার বড় ছেলে নির্বাচন করতে পারে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম। ৬৩ বছর বয়সের মধ্যে টানা ৩১ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছেন। ছয়বার নির্বাচনে অংশ নিয়ে ছয়বারই নির্বাচিত হয়ে ১৯৯১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি এই পদে রয়েছেন।
আবুল কালাম ১৯৯১ সালে প্রথম সাধারণ সদস্য পদে নির্বাচিত হন। পরে ১৯৯৫ সালে দ্বিতীয়বার, ২০০৩ সালে তৃতীয়বার, ২০১১ সালে চতুর্থবার, ২০১৬ সালে পঞ্চবার এবং ২০২২ সালের ৫ জানুয়ারি ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আফাজ উদ্দিন আকন্দ এবং ২০২২ সালে প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম রুবেলকে এক ভোটে পরাজিত করে তিনি বিজয়ী হন।
ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে চলতি বছরের ৫ জানুয়ারি মোয়াজ্জেমপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলে। এতে মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আবুল কালাম (টিউবওয়েল), আসাদুল ইসলাম রুবেল (মোরগ), আনোয়ার হোসেন সোহেল (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করেন।
৫ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেমপুর গ্রামে মোট ভোটার ২ হাজার ৫০৯ জন। এর মধ্যে ১ হাজার ৮২১ ভোট কাস্টিং হয়। বাতিল হয় ১৩২ ভোট। এইি নির্বাচনে আবুল কালাম ৬৫৪ ভোট, আসাদুল ইসলাম রুবেল ৬৫৩ ভোট এবং আনোয়ার হোসেন সোহেল ৩৮২ ভোট পান। এক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম রুবেলকে পরাজিত করে বিজয়ী হন আবুল কালাম।
আবুল কালামের পরিবারে ৩ মেয়ে ও ৬ ছেলে রয়েছে। দীর্ঘদিন ইউপি সদস্য থেকেও পরিবারের ভরণপোষণ ছাড়া কিছুই করতে পারেননি তিনি। বাস করেন একটি টিনের ঘরে। এক দুর্ঘটনায় হাত ভেঙে গেলে ভাঙা হাত নিয়েই ৩১ বছর ধরে সাধারণ সদস্য পদে দায়িত্ব পালন করছেন।
বারবার একই ব্যক্তিকে মেম্বার পদে জয়ী করার কারণ জানতে চাইলে স্থানীয় ভোটারেরা বলেন, মেম্বার তো মেম্বারি ছাড়া আর কিছু করতে পারে না। তাঁর পরিবারে তিনিই প্রধান। ছেলেমেয়ের পড়াশোনা ও ভরণপোষণ তাঁকেই করতে হয়। যোগ্য ব্যক্তি, শেষ বয়স বলে বারবার সুযোগ দিচ্ছি।
ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ৫ নম্বর ওয়ার্ডের মানুষের সেবায় নিয়োজিত আছি। শেষ বয়সে এসেও জনগণের ভালোবাসায় ১ ভোটের ব্যবধানে আবারও বিজয়ী হয়েছি। নির্বাচনটা আমার কাছে নেশা হয়ে গেছে। এটাই হয়তো আমার শেষ নির্বাচন; আগামীতে আমার বড় ছেলে নির্বাচন করতে পারে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫