Ajker Patrika

ব্রহ্মপুত্রে শতাধিক কাগজের নৌকা ভাসিয়ে শান্তর প্রচারণা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২০: ২৫
ব্রহ্মপুত্রে শতাধিক কাগজের নৌকা ভাসিয়ে শান্তর প্রচারণা

প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত উর রহমান শান্ত। নদে শতাধিক নৌকা ভাসিয়ে প্রচারণা চালান তিনি।

ব্রহ্মপুত্রের শান্ত জলে ভাসা নৌকায় অতিথি হন কৃষক, জেলে, কুমার-কামার, মুক্তিযোদ্ধা, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, পুরোহিত, মসজিদের ইমাম। দেশাত্মবোধক, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে গান চলে নৌকায় স্থাপিত অস্থায়ী মঞ্চে। ‘সাহসী নৌকায় দিন বদলের গীত’ এই স্লোগানে করা হয় নান্দনিক আয়োজনের।

সদর আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। আয়োজনে যোগ দিয়ে আওয়ামী লীগ প্রার্থী মোহিত উর রহমান শান্ত কণ্ঠ মেলান গানে, চান নৌকায় ভোট।

ব্রহ্মপুত্র নদের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের ফুড পার্কের সামনে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। আজ সোমবার বেলা ২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ব্যতিক্রমী এই আয়োজনের। নদের পাড়ের হাজারো দর্শক অভিবাদন জানায় নৌকার প্রার্থী শান্তকে। নৌকার মঞ্চে গিয়ে নানা রঙে কাগজের শত নৌকা ভাসানো হয়।
 
এ সময় মোহিত উর রহমান শান্ত বলেন, এই শহরটি আজ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। শহরের যানজট নিয়ে কাজ করা হবে। এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ ও রেললাইন সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শান্ত বলেন, ‘আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা মার্কায় দাঁড়িয়েছি। এই মার্কার প্রতি বাঙালির আবেগ জড়িয়ে আছে।’ নির্বাচনের মাঠে বিএনপি না থাকায় আর কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত