Ajker Patrika

মমেকে করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১২: ১৭
মমেকে করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় করোনায় কেউ মারা যায়নি। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন। 

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের রাবেয়া বেগম (৭৫), মুক্তাগাছার হাজেরা বেগম (৭৫) ও গাজীপুর জেলার শ্রীপুরের রুমেনা (৭০)। । 

এ বিষয়ে ডা. মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। 

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৮০ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত