Ajker Patrika

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুমকি

ময়মনসিংহ প্রতিনিধি
বিক্ষোভ সমাবেশ করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা । ছবি: আজকের পত্রিকা
বিক্ষোভ সমাবেশ করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা । ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্র কাঠামো নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুমকি দেন তাঁরা।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত নগরীর টাউন হলের জুলাই চত্বরে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ শেষে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং নানা স্লোগান দিতে থাকেন।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তাঁরা তাঁদের দাবিগুলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে স্মারকলিপি আকারে জমা দিয়েছেন।

বিক্ষোভ সমাবেশ করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা । ছবি: আজকের পত্রিকা
বিক্ষোভ সমাবেশ করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা । ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রবিন মোল্লা বলেন, ‘১০ জুলাই আমরা ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে সড়ক অবরোধ করেছিলাম। তখন জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেন যে, ঢাকায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে ছাত্রদের মিটিং করার ব্যবস্থা করে দেবেন।’

তিনি আরও বলেন, ‘আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে আমরা জানতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিটিংয়ের বিষয়ে জেলা প্রশাসক সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা তাঁকে জানিয়ে এসেছি, রোববার আমরা নিজেরাই মন্ত্রণালয়ে যাব।’

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট। আমরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চাই না। আমরা একটি স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা চাই, যা আমাদের মানসম্মত শিক্ষার সুযোগ করে দেবে এবং আমাদের ভবিষ্যতের জন্য আরও উপযুক্ত হবে।’

এ বিষয়ে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমানের বক্তব্য জানতে বারবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত