কিশোরগঞ্জ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় সৌভাগ্যক্রমে বেঁচে যায় ৭ মাস বয়সী মেয়ে শিশু মুক্তা মনি। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের অরণ্যপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।
কর্তব্যরত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ সুবীর নন্দী বলেন, ‘মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে শিশুটির। দ্রুত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে নিয়ে অপারেশন করাতে হবে।’
শিশু মুক্তা মনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের অরণ্যপাশা চরপাড়া গ্রামের উজ্জ্বলের মেয়ে। নিহতেরা হলেন উজ্জলের স্ত্রী বৃষ্টি (২৫) ও উজ্জলের মা জহুরা খাতুন (৬০)।
শিশুটির নানা সোনা মিয়া বলেন, ‘মুক্তা মনির ঠান্ডাজনিত অসুখের কারণে সোমবার বিকেলে নান্দাইল চৌরাস্তায় চিকিৎসকের কাছে নিয়ে যায় আমার মেয়ে ও তাঁর শাশুড়ী। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আমার নাতনির মাথায় আঘাত লেগেছে। এতোক্ষণ যাবত হাসপাতালের বিছানায় অজ্ঞাত হিসেবে আমার নাতনি পড়েছিল। আমরা খবর পাই রাত ১১টার দিকে। একসাথে দুইটা তাজা প্রাণ আমাদের ছেড়ে চলে গেল। আমার নাতনি মুক্তা মনিকে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে রেফার্ড করেছেন। আমরা নিয়ে যাচ্ছি ঢাকা। আল্লাহ যেন আমার নাতনিকে রক্ষা দেন।’
হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত ওয়াসিম বলেন, ‘শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর আমরা সবার কাছ থেকে টাকা উঠিয়ে ওষুধ কিনেছি। ঢাকায় পাঠানোর জন্য এম্বুলেন্স ভাড়ার কিছু টাকা আমরা দিয়েছি। মেডিল্যাব হেলথ সেন্টার থেকে শিশুটির প্যাথলজিক্যাল রিপোর্ট ফ্রিতে করিয়েছি আমরা।’
নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের চেয়ারম্যান নয়নের ভাই বিজয় বলেন, শিশু মুক্তা মনির পরিবার হতদরিদ্র। শিশুটি যেন চিকিৎসা পায় সেই চিন্তা করছি। শিশুটির বাবা উজ্জ্বল কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। এখন আল্লাহই তাদের ভরসা। শিশু মুক্তা মনিকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ যেন শিশুটিকে বাঁচিয়ে রাখেন।
কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক কায়সার হামিদ বলেন, নিহত দুইজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি যেহেতু নান্দাইলের তাই নান্দাইল থানা ব্যবস্থা গ্রহণ করবে।
ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় সৌভাগ্যক্রমে বেঁচে যায় ৭ মাস বয়সী মেয়ে শিশু মুক্তা মনি। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের অরণ্যপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।
কর্তব্যরত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ সুবীর নন্দী বলেন, ‘মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে শিশুটির। দ্রুত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে নিয়ে অপারেশন করাতে হবে।’
শিশু মুক্তা মনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের অরণ্যপাশা চরপাড়া গ্রামের উজ্জ্বলের মেয়ে। নিহতেরা হলেন উজ্জলের স্ত্রী বৃষ্টি (২৫) ও উজ্জলের মা জহুরা খাতুন (৬০)।
শিশুটির নানা সোনা মিয়া বলেন, ‘মুক্তা মনির ঠান্ডাজনিত অসুখের কারণে সোমবার বিকেলে নান্দাইল চৌরাস্তায় চিকিৎসকের কাছে নিয়ে যায় আমার মেয়ে ও তাঁর শাশুড়ী। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আমার নাতনির মাথায় আঘাত লেগেছে। এতোক্ষণ যাবত হাসপাতালের বিছানায় অজ্ঞাত হিসেবে আমার নাতনি পড়েছিল। আমরা খবর পাই রাত ১১টার দিকে। একসাথে দুইটা তাজা প্রাণ আমাদের ছেড়ে চলে গেল। আমার নাতনি মুক্তা মনিকে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে রেফার্ড করেছেন। আমরা নিয়ে যাচ্ছি ঢাকা। আল্লাহ যেন আমার নাতনিকে রক্ষা দেন।’
হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত ওয়াসিম বলেন, ‘শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর আমরা সবার কাছ থেকে টাকা উঠিয়ে ওষুধ কিনেছি। ঢাকায় পাঠানোর জন্য এম্বুলেন্স ভাড়ার কিছু টাকা আমরা দিয়েছি। মেডিল্যাব হেলথ সেন্টার থেকে শিশুটির প্যাথলজিক্যাল রিপোর্ট ফ্রিতে করিয়েছি আমরা।’
নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের চেয়ারম্যান নয়নের ভাই বিজয় বলেন, শিশু মুক্তা মনির পরিবার হতদরিদ্র। শিশুটি যেন চিকিৎসা পায় সেই চিন্তা করছি। শিশুটির বাবা উজ্জ্বল কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। এখন আল্লাহই তাদের ভরসা। শিশু মুক্তা মনিকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ যেন শিশুটিকে বাঁচিয়ে রাখেন।
কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক কায়সার হামিদ বলেন, নিহত দুইজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি যেহেতু নান্দাইলের তাই নান্দাইল থানা ব্যবস্থা গ্রহণ করবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে