ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটির মেডিসিন বিভাগের তিনটি ওয়ার্ডে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২১। পর্যাপ্ত মশারির সুবিধা থাকলেও ২১ জনের কেউই ব্যবহার করছেন না। এতে করে অন্য রোগীরা ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা করছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়।
২৪ বছর বয়সী আব্দুল আউয়াল ঢাকায় ইন্টারনেট সেবায় কাজ করছেন। তিন দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বেডে মশারির ব্যবস্থা থাকলেও তিনি ব্যবহার করছেন না। এতে অন্য রোগীরা ডেঙ্গু সংক্রমণের আতঙ্কে রয়েছেন।
আব্দুল আউয়াল বলেন, ‘মশারি আছে ইচ্ছে করেই ব্যবহার করছি না। তবে ওয়ার্ডে মশা নেই। চিকিৎসক-নার্সরাও কিছু বলছেন না। কারও সমস্যা হলে মশারি ব্যবহার করা হবে।’
১৩ নম্বর ওয়ার্ডের বারান্দার মেঝেতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন জামালপুরের সরিষাবাড়ির বাসিন্দা উজ্জ্বল মিয়া। হাসপাতাল থেকে তাঁকে একটি মশারি দেওয়া হলেও ব্যবহার করছেন না।
উজ্জ্বল মিয়া বলেন, ‘গত রাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। ওয়ার্ডে জায়গা না থাকায় বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছি। কর্তৃপক্ষ একটি মশারি দিলেও টানানোর কোনো ব্যবস্থা নেই। তাই নিজের কাছেও খারাপ লাগছে।’
তাঁর পাশে চিকিৎসা নেওয়া নজরুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারির ভেতর থাকলেই ভালো হয়। আমরা আতঙ্কমুক্ত হয়ে সেবা নিতে পারি। হাসপাতাল কর্তৃপক্ষের এ বিষয়ে নজরদারি করা উচিত।’
রোগীর সঙ্গে আসা স্বজন আতিকুল ইসলাম বলেন, কে ডেঙ্গু আক্রান্ত হয়ে সেবা নিচ্ছে বোঝার উপায় নেই। সাধারণ রোগী যেভাবে সেবা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরাও মশারি না টানিয়ে সেভাবে সেবা নিচ্ছে। এটা হওয়া মোটেই উচিত নয়। তাদের জন্য একটি আলাদা ওয়ার্ড থাকলে ভালো হতো।
হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা বলেন, প্রতিদিনই ৮ থেকে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের মধ্যে বেশির ভাগই ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আক্রান্ত হয়ে আসা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৪ জন। মেডিসিন ওয়ার্ডে মোট ভর্তি রয়েছে ২১ জন। গত বছর এই সময়ে হাসপাতালে সেবা নিয়েছিল ১২ জন। এ বছর ১২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সেবা নিয়েছে। গত ২ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের মশারি টানাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আলাদা আইসোলেশন ওয়ার্ড গঠনে প্রস্তুতি নেওয়া হয়েছে। রোগী ভর্তি ৩০ জন পার হলেই চালু করা হবে আইসোলেশন ওয়ার্ডে।
এদিকে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় নগরীর ৩৩টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম চালুর কথা জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী। তিনি বলেন, ডেঙ্গু সংক্রমণ রোধে সিটি করপোরেশন তৎপর। তবে এ থেকে বাঁচতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটির মেডিসিন বিভাগের তিনটি ওয়ার্ডে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২১। পর্যাপ্ত মশারির সুবিধা থাকলেও ২১ জনের কেউই ব্যবহার করছেন না। এতে করে অন্য রোগীরা ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা করছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়।
২৪ বছর বয়সী আব্দুল আউয়াল ঢাকায় ইন্টারনেট সেবায় কাজ করছেন। তিন দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বেডে মশারির ব্যবস্থা থাকলেও তিনি ব্যবহার করছেন না। এতে অন্য রোগীরা ডেঙ্গু সংক্রমণের আতঙ্কে রয়েছেন।
আব্দুল আউয়াল বলেন, ‘মশারি আছে ইচ্ছে করেই ব্যবহার করছি না। তবে ওয়ার্ডে মশা নেই। চিকিৎসক-নার্সরাও কিছু বলছেন না। কারও সমস্যা হলে মশারি ব্যবহার করা হবে।’
১৩ নম্বর ওয়ার্ডের বারান্দার মেঝেতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন জামালপুরের সরিষাবাড়ির বাসিন্দা উজ্জ্বল মিয়া। হাসপাতাল থেকে তাঁকে একটি মশারি দেওয়া হলেও ব্যবহার করছেন না।
উজ্জ্বল মিয়া বলেন, ‘গত রাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। ওয়ার্ডে জায়গা না থাকায় বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছি। কর্তৃপক্ষ একটি মশারি দিলেও টানানোর কোনো ব্যবস্থা নেই। তাই নিজের কাছেও খারাপ লাগছে।’
তাঁর পাশে চিকিৎসা নেওয়া নজরুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারির ভেতর থাকলেই ভালো হয়। আমরা আতঙ্কমুক্ত হয়ে সেবা নিতে পারি। হাসপাতাল কর্তৃপক্ষের এ বিষয়ে নজরদারি করা উচিত।’
রোগীর সঙ্গে আসা স্বজন আতিকুল ইসলাম বলেন, কে ডেঙ্গু আক্রান্ত হয়ে সেবা নিচ্ছে বোঝার উপায় নেই। সাধারণ রোগী যেভাবে সেবা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরাও মশারি না টানিয়ে সেভাবে সেবা নিচ্ছে। এটা হওয়া মোটেই উচিত নয়। তাদের জন্য একটি আলাদা ওয়ার্ড থাকলে ভালো হতো।
হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা বলেন, প্রতিদিনই ৮ থেকে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের মধ্যে বেশির ভাগই ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আক্রান্ত হয়ে আসা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৪ জন। মেডিসিন ওয়ার্ডে মোট ভর্তি রয়েছে ২১ জন। গত বছর এই সময়ে হাসপাতালে সেবা নিয়েছিল ১২ জন। এ বছর ১২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সেবা নিয়েছে। গত ২ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের মশারি টানাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আলাদা আইসোলেশন ওয়ার্ড গঠনে প্রস্তুতি নেওয়া হয়েছে। রোগী ভর্তি ৩০ জন পার হলেই চালু করা হবে আইসোলেশন ওয়ার্ডে।
এদিকে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় নগরীর ৩৩টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম চালুর কথা জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী। তিনি বলেন, ডেঙ্গু সংক্রমণ রোধে সিটি করপোরেশন তৎপর। তবে এ থেকে বাঁচতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে