নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে পাঁচ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন নান্দাইলের সজীব সরকার। সেখানে গিয়ে দুই মাসের মধ্যে তিন দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরেছেন তিনি। এ ঘটনায় গতকাল শুক্রবার নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সজীব।
ভুক্তভোগী সজীব সরকার (২৩) নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গারুয়া গ্রামের শরীফ উদ্দিন সরকারের ছেলে। অভিযুক্ত ব্যক্তি হলেন পার্শ্ববর্তী গ্রাম আচারগাঁও উত্তরপাড়ার মৃত ঈসমাইল ফকিরের ছেলে আ. রশিদ ওরফে আবু মিয়া (৫০)।
নান্দাইল মডেল থানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আ. রশিদের ছেলে নাজমুল হক রনি সৌদি আরবে থাকেন। সেই সুবাদে আ. রশিদ তাঁর প্রতিবেশী গ্রামের সজীব সরকারকে বেশি টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন। পরে নগদ ও ব্যাংকের মাধ্যমে আ. রশিদকে ৪ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৬ অক্টোবর সৌদি আরবে পৌঁছান সজীব সরকার। সেখানে গিয়ে সজীব বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি বাড়ি থেকে ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে আকামা করেন। দুই মাস পর ১৭ ডিসেম্বর সজীবকে সৌদি আরবের পুলিশ গ্রেপ্তার করে তিন দিন জেল খাটার পরে সৌদি পুলিশ ২০ ডিসেম্বর দেশে পাঠিয়ে দেন।
ভুক্তভোগী সজীব সরকার বলেন, ‘সে আমার সাথে প্রতারণা করছে। এতে করে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত আ. রশিদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সজীব সরকার থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’
বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে পাঁচ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন নান্দাইলের সজীব সরকার। সেখানে গিয়ে দুই মাসের মধ্যে তিন দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরেছেন তিনি। এ ঘটনায় গতকাল শুক্রবার নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সজীব।
ভুক্তভোগী সজীব সরকার (২৩) নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গারুয়া গ্রামের শরীফ উদ্দিন সরকারের ছেলে। অভিযুক্ত ব্যক্তি হলেন পার্শ্ববর্তী গ্রাম আচারগাঁও উত্তরপাড়ার মৃত ঈসমাইল ফকিরের ছেলে আ. রশিদ ওরফে আবু মিয়া (৫০)।
নান্দাইল মডেল থানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আ. রশিদের ছেলে নাজমুল হক রনি সৌদি আরবে থাকেন। সেই সুবাদে আ. রশিদ তাঁর প্রতিবেশী গ্রামের সজীব সরকারকে বেশি টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন। পরে নগদ ও ব্যাংকের মাধ্যমে আ. রশিদকে ৪ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৬ অক্টোবর সৌদি আরবে পৌঁছান সজীব সরকার। সেখানে গিয়ে সজীব বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি বাড়ি থেকে ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে আকামা করেন। দুই মাস পর ১৭ ডিসেম্বর সজীবকে সৌদি আরবের পুলিশ গ্রেপ্তার করে তিন দিন জেল খাটার পরে সৌদি পুলিশ ২০ ডিসেম্বর দেশে পাঠিয়ে দেন।
ভুক্তভোগী সজীব সরকার বলেন, ‘সে আমার সাথে প্রতারণা করছে। এতে করে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত আ. রশিদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সজীব সরকার থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে