ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। এবার ৬১ হাজার ৫১৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ৪০৬ জন।
এবার পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২৪ হাজার ২৯০ জন ছাত্র ও ২৫ হাজার ১১৬ জন ছাত্রী রয়েছে। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৮ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ২ হাজার ৩৯৭ জন এবং ছাত্রী ২ হাজার ৬৩১ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪ হাজার ২৮৯ শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিল। পরীক্ষায় ৮৯টি কেন্দ্রে ৬১ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। তবে, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেননি।
এ বিষয়ে শিক্ষার্থী মারিয়া জান্নাত বলেন, ‘বিজ্ঞান বিভাগ থেকে আমি গোল্ডেন জিপিএ পেয়েছি। এ জন্য সৃষ্টিকর্তা, বাবা-মাসহ কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে ভালো কিছু করতে পারব বলে আশা করছি।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সিনিয়র শিক্ষক মফিজুন নূর খোকা বলেন, ‘বরাবরের মতো এবারও ফলাফলের দিক দিয়ে বোর্ডের মধ্যে আমাদের কলেজ এগিয়ে রয়েছে। আমাদের কলেজ থেকে ১ হাজার ২৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাঁদের মধ্যে পাস করেছে ১ হাজার ২৭৪ জন। বিপরীতে জিপিএ-৫ পেয়েছে ৮৩৭ জন।’
শিক্ষক মফিজুন নূর খোকা আরও বলেন, ‘আমাদের কলেজ প্রথম হওয়ায় আমরা খুবই উল্লসিত। শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা চাচ্ছি।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল পাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। এবারও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে রয়েছে।
উল্লেখ্য, গত বছর ময়মনসিংহ বোর্ডে শিক্ষার্থী ও পাসের সংখ্যায় মেয়েরা এগিয়ে ছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ৩৫ হাজার ৫৪৯ ছাত্র ও ৩৩ হাজার ৬৬৮ ছাত্রী। তাঁদের মধ্যে ৩৪ হাজার ৪৬৫ ছাত্রী ও ৩১ হাজার ৭৮৫ ছাত্র পাস করেছেন। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১২৩ ছাত্রী ও ৩ হাজার ৫৬৪ জন ছাত্র।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। এবার ৬১ হাজার ৫১৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ৪০৬ জন।
এবার পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২৪ হাজার ২৯০ জন ছাত্র ও ২৫ হাজার ১১৬ জন ছাত্রী রয়েছে। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৮ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ২ হাজার ৩৯৭ জন এবং ছাত্রী ২ হাজার ৬৩১ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪ হাজার ২৮৯ শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিল। পরীক্ষায় ৮৯টি কেন্দ্রে ৬১ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। তবে, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেননি।
এ বিষয়ে শিক্ষার্থী মারিয়া জান্নাত বলেন, ‘বিজ্ঞান বিভাগ থেকে আমি গোল্ডেন জিপিএ পেয়েছি। এ জন্য সৃষ্টিকর্তা, বাবা-মাসহ কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে ভালো কিছু করতে পারব বলে আশা করছি।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সিনিয়র শিক্ষক মফিজুন নূর খোকা বলেন, ‘বরাবরের মতো এবারও ফলাফলের দিক দিয়ে বোর্ডের মধ্যে আমাদের কলেজ এগিয়ে রয়েছে। আমাদের কলেজ থেকে ১ হাজার ২৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাঁদের মধ্যে পাস করেছে ১ হাজার ২৭৪ জন। বিপরীতে জিপিএ-৫ পেয়েছে ৮৩৭ জন।’
শিক্ষক মফিজুন নূর খোকা আরও বলেন, ‘আমাদের কলেজ প্রথম হওয়ায় আমরা খুবই উল্লসিত। শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা চাচ্ছি।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল পাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। এবারও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে রয়েছে।
উল্লেখ্য, গত বছর ময়মনসিংহ বোর্ডে শিক্ষার্থী ও পাসের সংখ্যায় মেয়েরা এগিয়ে ছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ৩৫ হাজার ৫৪৯ ছাত্র ও ৩৩ হাজার ৬৬৮ ছাত্রী। তাঁদের মধ্যে ৩৪ হাজার ৪৬৫ ছাত্রী ও ৩১ হাজার ৭৮৫ ছাত্র পাস করেছেন। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১২৩ ছাত্রী ও ৩ হাজার ৫৬৪ জন ছাত্র।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে