Ajker Patrika

নান্দাইলে ৯ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৬
নান্দাইলে ৯ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে লিজা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নান্দাইল মডেল থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

লিজা স্থানীয় বাকচান্দা আব্দুস ছামাদ একাডেমীর ৯ম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, লিজা আক্তারের মা ৮ বছর পূর্বে মারা মারা যায়। তার বাবা রহমত আলীর পরে দ্বিতীয় বিবাহ করেন। সৎ মা ফরিদা বেগমের সঙ্গে লিজা আক্তারের সম্পর্ক ভালো ছিল না। সে সৎ মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

 নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, পুলিশ উক্ত ছাত্রীর লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত