নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল মডেল মসজিদে পেশ ইমামসহ চারজন জনবল নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন ওই মসজিদের বর্তমান খতিব ও ইমাম মাওলানা হামিদুজ্জামান ভূঁইয়া।
তবে নিয়োগ কমিটির সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, নিয়ম মেনেই সব কিছু হচ্ছে।
জানা গেছে, গত ১২ জানুয়ারি জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি মোতাবেক পেশ ইমাম পদে ৪১ জন, মুয়াজ্জিন ও খাদেম পদে ৪০ জনসহ ৮১ জনের আবেদন পড়ে। আবেদন যাচাই-বাছাই শেষে গত ২০ ফেব্রুয়ারি লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে নিয়োগ কমিটি।
পরীক্ষার ১১ দিন পরও ফল প্রকাশ না করায় এ নিয়ে আজ শুক্রবার জুমার নামাজ শেষে নান্দাইল মডেল মসজিদের খতিব মাওলানা হামিদুজ্জামান ভূঁইয়া মুসল্লিদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নিয়োগ কমিটির সভাপতি নান্দাইলের গুরুত্বপূর্ণ আলেম-উলামা বাদ দিয়ে তাঁর পছন্দের লোকজনকে নিয়ে প্যানেল করে অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।
অবিলম্বে এ নিয়োগ পরীক্ষা বাতিল করে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে স্থানীয় যোগ্য লোক নিয়োগের দাবি জানান মাওলানা হামিদুজ্জামান। অন্যথায় নিয়োগ কমিটির বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ডা. আসাদ উল্লাহ, হেলাল উদ্দিন, মাওলানা আব্দুল হাই, মসজিদের মুয়াজ্জিন নাজিম উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি দীর্ঘদিন মসজিদে ছিলেন, তাই হয়তো ক্ষোভ থাকতে পারে। রেজাল্ট শিটে সব প্রার্থীর স্বাক্ষর আছে। এখানে ধূম্রজাল সৃষ্টির কোনো অবকাশ নেই। এ বিষয়ে জেলা প্রশাসকও অবগত আছেন। প্রার্থীদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট পেলেই আমরা নিয়োগপত্র দিয়ে দেব।’
ময়মনসিংহের নান্দাইল মডেল মসজিদে পেশ ইমামসহ চারজন জনবল নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন ওই মসজিদের বর্তমান খতিব ও ইমাম মাওলানা হামিদুজ্জামান ভূঁইয়া।
তবে নিয়োগ কমিটির সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, নিয়ম মেনেই সব কিছু হচ্ছে।
জানা গেছে, গত ১২ জানুয়ারি জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি মোতাবেক পেশ ইমাম পদে ৪১ জন, মুয়াজ্জিন ও খাদেম পদে ৪০ জনসহ ৮১ জনের আবেদন পড়ে। আবেদন যাচাই-বাছাই শেষে গত ২০ ফেব্রুয়ারি লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে নিয়োগ কমিটি।
পরীক্ষার ১১ দিন পরও ফল প্রকাশ না করায় এ নিয়ে আজ শুক্রবার জুমার নামাজ শেষে নান্দাইল মডেল মসজিদের খতিব মাওলানা হামিদুজ্জামান ভূঁইয়া মুসল্লিদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নিয়োগ কমিটির সভাপতি নান্দাইলের গুরুত্বপূর্ণ আলেম-উলামা বাদ দিয়ে তাঁর পছন্দের লোকজনকে নিয়ে প্যানেল করে অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।
অবিলম্বে এ নিয়োগ পরীক্ষা বাতিল করে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে স্থানীয় যোগ্য লোক নিয়োগের দাবি জানান মাওলানা হামিদুজ্জামান। অন্যথায় নিয়োগ কমিটির বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ডা. আসাদ উল্লাহ, হেলাল উদ্দিন, মাওলানা আব্দুল হাই, মসজিদের মুয়াজ্জিন নাজিম উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি দীর্ঘদিন মসজিদে ছিলেন, তাই হয়তো ক্ষোভ থাকতে পারে। রেজাল্ট শিটে সব প্রার্থীর স্বাক্ষর আছে। এখানে ধূম্রজাল সৃষ্টির কোনো অবকাশ নেই। এ বিষয়ে জেলা প্রশাসকও অবগত আছেন। প্রার্থীদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট পেলেই আমরা নিয়োগপত্র দিয়ে দেব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে