ময়মনসিংহ প্রতিনিধি
চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা আটকে রাখেন। শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলছে চলবেই। পরে বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী তাইমুল হক বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। কোটাবিরোধী আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমি নিজেও চাই না কোটার দোহাই দিয়ে কেউ চাকরিতে আসুক। মুক্তিযুদ্ধের এত বছর পরেও কেন কোটা থাকবে। সেটা অবশ্যই সরকারকে বাতিল করতে হবে; না হয় আন্দোলন চলবেই।’
আরেক শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। কারণ, আদালত আমাদের বিষয়টি হেয়ালিপণার স্বরূপ দেখছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দুই ঘণ্টা ট্রেন অবরোধ রেখে ছেড়ে দেওয়া হয়েছে।’
ট্রেনের যাত্রী সাইদুল হক বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। সাধারণ যাত্রী হিসেবে আমাদের কেন এত ভোগান্তি পোহাতে হবে। আমার মনে হয় সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় সঠিক সিদ্ধান্ত হবে।’
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে বেলা ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আটকে বিক্ষোভ করেন। পরে ৩টা ১০ মিনিটের দিকে বিক্ষোভ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বেশ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকায় এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
এর আগে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন বাকৃবি। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন।
চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা আটকে রাখেন। শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলছে চলবেই। পরে বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী তাইমুল হক বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। কোটাবিরোধী আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমি নিজেও চাই না কোটার দোহাই দিয়ে কেউ চাকরিতে আসুক। মুক্তিযুদ্ধের এত বছর পরেও কেন কোটা থাকবে। সেটা অবশ্যই সরকারকে বাতিল করতে হবে; না হয় আন্দোলন চলবেই।’
আরেক শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। কারণ, আদালত আমাদের বিষয়টি হেয়ালিপণার স্বরূপ দেখছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দুই ঘণ্টা ট্রেন অবরোধ রেখে ছেড়ে দেওয়া হয়েছে।’
ট্রেনের যাত্রী সাইদুল হক বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। সাধারণ যাত্রী হিসেবে আমাদের কেন এত ভোগান্তি পোহাতে হবে। আমার মনে হয় সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় সঠিক সিদ্ধান্ত হবে।’
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে বেলা ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আটকে বিক্ষোভ করেন। পরে ৩টা ১০ মিনিটের দিকে বিক্ষোভ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বেশ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকায় এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
এর আগে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন বাকৃবি। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে