মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট (ময়মনসিংহ)
গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ছোট-বড় নদ-নদী, খাল-বিল পানিতে টইটম্বুর থাকে। আর সেই সবের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে ছোট-বড় নানা ধরনের নৌকা। প্রতিবছর এ সময় নিজেদের নৌকা ঠিকঠাক করাসহ নতুন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করেন উপজেলার নৌকার কারিগরেরা। কাজের ফাঁকে ফাঁকে গুনগুন করে গাইছেন ভাটিয়ালি গান।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে আঁকাবাঁকা সড়ক পাড়ি দিয়ে গ্রামের পথ ধরে প্রায় ১২ কিলোমিটার ভেতরে বিলডোরা ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রাম। সেখানে ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন নৌকা কারিগরেরা। কেউ কাঠে খটখট শব্দের তালে পেরেক ঠুকছেন, আবার কেউ কাঠ কাটা বা চেরাই নিয়ে ব্যস্ত। কেউ আবার নৌকার তলা তৈরিতে কাঠ বিছিয়ে দিচ্ছন। গুনগুন করে ভাটিয়ালি গান ধরছেন কেউ, সঙ্গে সুর মেলাচ্ছেন বাকিরাও।
কারিগরেরা জানান, একটি মাঝারি আকারের নৌকা তৈরিতে তিন দিন সময় লেগে যায় তাঁদের। আগে নৌকা তৈরির গাছ অল্প টাকায় পাওয়া যাওয়ায় কম টাকায় বিক্রি করতেন তাঁরা। এখন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজনীয় কাঠও তেমন পাওয়া যায় না। এখন রেইনট্রি, জারুল, ইউক্যালিপটাস কাঠের নৌকা তৈরি করি।
শুধু বিলডোরা, দাড়িয়াকান্দা এলাকা নয়; এমন চিত্র দেখা যায় উপজেলার নড়াইল, ধুরাইল, আমতৈল, শাকুয়াই, স্বদেশি এলাকায়ও।
বিলডোরা এলাকার নৌকার কারিগর খাইরুল ইসলাম (৩৮)। আজকের পত্রিকার সঙ্গে কথা হয় তার। খাইরুল ইসলাম জানান, তাঁর বাবা হামিদ মিস্ত্রিও নৌকার কারিগর ছিলেন। এখনো এই এলাকায় হামিদ মিস্ত্রির বেশ নামডাক রয়েছে।
তিনি বলেন, ‘নৌকা তৈরি আমাগো বাপ-দাদার পেশা। আমরা পাঁচ ভাই এই পেশায়। সেই ছোট্টকাল থেকে নৌকা তৈরির কাজে আছি। বর্ষা মৌসুমে চাহিদা বাড়ে নতুন নৌকার, আবার মেরামতেরও। নৌকার আকার ও কাঠভেদে একেকটি নৌকা ৮ হাজার থেকে ১২ হাজার টাকায় বিক্রি করা যায়। এতে খরচ বাদ দিয়ে প্রায় ১-২ হাজার টাকা থাকে।’
খাইরুল ইসলাম আরও বলেন, ‘এই অঞ্চলে নৌকার অনেক চাহিদা। যাঁরা ধান ও পাট চাষ করেন, তাঁদের নৌকা ছাড়া চলে না। আর বিল, নদী-নালা থেকে মাছ ধরতে জেলেরাও নৌকার অর্ডার দিয়ে থাকেন। আমি বর্ষা মৌসুমে নৌকা বানাই আর বাকি সময় অন্য কাজ করি। এখানকার নৌকা ভালো বেচাবিক্রি হয়।’
সেখানে নৌকা কিনতে এসেছেন হৃদয় আহমেদ লিটন নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘এখন নৌকার দাম অনেক বেশি। ৮ হাজার টাকার নিচে নৌকা নাই। নৌকা ছাড়া আমাদের চলে না। আমরা ভাটি এলাকার মানুষ। আমার একটা ফিশারি আছে, ফিশারিতে নৌকা দিয়া যাইতে হয়।’
নৌকার কারিগর, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীবেষ্টিত এই হালুয়াঘাট উপজেলায় রয়েছে কংস, ভোগাই, দর্শা, গাংগিনা, শেওলা, মেনংছড়াসহ বেশ কয়েকটি ছোট-বড় নদী। এ ছাড়া জামবিল, কলমি বিলসহ বেশ কিছু বিল। বর্ষায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। তাই অনেক আগে থেকেই হালুয়াঘাটের মানুষের চলাচলের প্রধান বাহন ছিল নৌকা। আর নিজেদের প্রয়োজনেই এখানকার মানুষ নৌকা বানানো শিখে নিয়েছিলেন। তৈরির দক্ষতা ও সৌন্দর্যের কারণে এই এলাকার নৌকার আলাদা কদরও রয়েছে। পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে ক্রেতারা এখানকার বিভিন্ন হাটে আসতেন নৌকা কেনার জন্য। তবে আগের মতো সারা বছর পানি না থাকায় এবং বিভিন্ন নদ-নদী, খাল-বিল দখল করে ভরাট করে ফেলায় এখন শুধু বর্ষা মৌসুমেই নৌকার বিষয়গুলো চোখে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য হাবিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আগে রাস্তাঘাট ছিল না। বর্ষায় নৌকাতেই সবাই চলাচল করত। প্রতি বাড়িতেই একটা করে নৌকা রাখতে হতো। তখন থেকে এলাকায় নৌকা তৈরি হয়।’
বিলডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবজাল হোসেন খান বলেন, ‘বর্ষা মৌসুম এলে আমাদের এখানে বিলডোরা দাড়িয়াকান্দাসহ বেশ কয়েকটি জায়গায় নৌকা তৈরি শুরু করে কারিগরেরা। এখানকার নিচু অঞ্চলগুলোতে নৌকার খুব চাহিদা আছে। নৌকা তৈরির কারিগরদের কোনো ধরনের সাহায্যের দরকার হলে আমরা তাদের পাশে থাকব।’
গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ছোট-বড় নদ-নদী, খাল-বিল পানিতে টইটম্বুর থাকে। আর সেই সবের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে ছোট-বড় নানা ধরনের নৌকা। প্রতিবছর এ সময় নিজেদের নৌকা ঠিকঠাক করাসহ নতুন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করেন উপজেলার নৌকার কারিগরেরা। কাজের ফাঁকে ফাঁকে গুনগুন করে গাইছেন ভাটিয়ালি গান।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে আঁকাবাঁকা সড়ক পাড়ি দিয়ে গ্রামের পথ ধরে প্রায় ১২ কিলোমিটার ভেতরে বিলডোরা ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রাম। সেখানে ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন নৌকা কারিগরেরা। কেউ কাঠে খটখট শব্দের তালে পেরেক ঠুকছেন, আবার কেউ কাঠ কাটা বা চেরাই নিয়ে ব্যস্ত। কেউ আবার নৌকার তলা তৈরিতে কাঠ বিছিয়ে দিচ্ছন। গুনগুন করে ভাটিয়ালি গান ধরছেন কেউ, সঙ্গে সুর মেলাচ্ছেন বাকিরাও।
কারিগরেরা জানান, একটি মাঝারি আকারের নৌকা তৈরিতে তিন দিন সময় লেগে যায় তাঁদের। আগে নৌকা তৈরির গাছ অল্প টাকায় পাওয়া যাওয়ায় কম টাকায় বিক্রি করতেন তাঁরা। এখন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজনীয় কাঠও তেমন পাওয়া যায় না। এখন রেইনট্রি, জারুল, ইউক্যালিপটাস কাঠের নৌকা তৈরি করি।
শুধু বিলডোরা, দাড়িয়াকান্দা এলাকা নয়; এমন চিত্র দেখা যায় উপজেলার নড়াইল, ধুরাইল, আমতৈল, শাকুয়াই, স্বদেশি এলাকায়ও।
বিলডোরা এলাকার নৌকার কারিগর খাইরুল ইসলাম (৩৮)। আজকের পত্রিকার সঙ্গে কথা হয় তার। খাইরুল ইসলাম জানান, তাঁর বাবা হামিদ মিস্ত্রিও নৌকার কারিগর ছিলেন। এখনো এই এলাকায় হামিদ মিস্ত্রির বেশ নামডাক রয়েছে।
তিনি বলেন, ‘নৌকা তৈরি আমাগো বাপ-দাদার পেশা। আমরা পাঁচ ভাই এই পেশায়। সেই ছোট্টকাল থেকে নৌকা তৈরির কাজে আছি। বর্ষা মৌসুমে চাহিদা বাড়ে নতুন নৌকার, আবার মেরামতেরও। নৌকার আকার ও কাঠভেদে একেকটি নৌকা ৮ হাজার থেকে ১২ হাজার টাকায় বিক্রি করা যায়। এতে খরচ বাদ দিয়ে প্রায় ১-২ হাজার টাকা থাকে।’
খাইরুল ইসলাম আরও বলেন, ‘এই অঞ্চলে নৌকার অনেক চাহিদা। যাঁরা ধান ও পাট চাষ করেন, তাঁদের নৌকা ছাড়া চলে না। আর বিল, নদী-নালা থেকে মাছ ধরতে জেলেরাও নৌকার অর্ডার দিয়ে থাকেন। আমি বর্ষা মৌসুমে নৌকা বানাই আর বাকি সময় অন্য কাজ করি। এখানকার নৌকা ভালো বেচাবিক্রি হয়।’
সেখানে নৌকা কিনতে এসেছেন হৃদয় আহমেদ লিটন নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘এখন নৌকার দাম অনেক বেশি। ৮ হাজার টাকার নিচে নৌকা নাই। নৌকা ছাড়া আমাদের চলে না। আমরা ভাটি এলাকার মানুষ। আমার একটা ফিশারি আছে, ফিশারিতে নৌকা দিয়া যাইতে হয়।’
নৌকার কারিগর, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীবেষ্টিত এই হালুয়াঘাট উপজেলায় রয়েছে কংস, ভোগাই, দর্শা, গাংগিনা, শেওলা, মেনংছড়াসহ বেশ কয়েকটি ছোট-বড় নদী। এ ছাড়া জামবিল, কলমি বিলসহ বেশ কিছু বিল। বর্ষায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। তাই অনেক আগে থেকেই হালুয়াঘাটের মানুষের চলাচলের প্রধান বাহন ছিল নৌকা। আর নিজেদের প্রয়োজনেই এখানকার মানুষ নৌকা বানানো শিখে নিয়েছিলেন। তৈরির দক্ষতা ও সৌন্দর্যের কারণে এই এলাকার নৌকার আলাদা কদরও রয়েছে। পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে ক্রেতারা এখানকার বিভিন্ন হাটে আসতেন নৌকা কেনার জন্য। তবে আগের মতো সারা বছর পানি না থাকায় এবং বিভিন্ন নদ-নদী, খাল-বিল দখল করে ভরাট করে ফেলায় এখন শুধু বর্ষা মৌসুমেই নৌকার বিষয়গুলো চোখে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য হাবিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আগে রাস্তাঘাট ছিল না। বর্ষায় নৌকাতেই সবাই চলাচল করত। প্রতি বাড়িতেই একটা করে নৌকা রাখতে হতো। তখন থেকে এলাকায় নৌকা তৈরি হয়।’
বিলডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবজাল হোসেন খান বলেন, ‘বর্ষা মৌসুম এলে আমাদের এখানে বিলডোরা দাড়িয়াকান্দাসহ বেশ কয়েকটি জায়গায় নৌকা তৈরি শুরু করে কারিগরেরা। এখানকার নিচু অঞ্চলগুলোতে নৌকার খুব চাহিদা আছে। নৌকা তৈরির কারিগরদের কোনো ধরনের সাহায্যের দরকার হলে আমরা তাদের পাশে থাকব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে