Ajker Patrika

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১: ২৫
ময়মনসিংহ মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। এ নিয়ে মেডিকেলে করোনায় ২৫৪ ও উপসর্গ নিয়ে ৮০৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার অপর্ণা গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০), নাসিরুদ্দিন (৬৫), তারা বালা সাহা (৮০), তারাকান্দার শাহিদা বেগম (৩৮), শেরপুর সদর উপজেলার গেন্দাফুল (৩৫), জামালপুরের বকশীগঞ্জের রোকেয়া (৬০), কিশোরগঞ্জের ভৈরবের আকলিমা (৪৯)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের জেসমিন রহমান (৬৩), আবদুর রশিদ (৬৫), মুক্তাগাছার মরিয়ম বেগম (৭০), সোহরাব উদ্দিন (৬৫), ফুলবাড়িয়ার পারভিন আক্তার (৩৫), আছিয়া বেগম (৪০), তারাকান্দার সুরুজ আলী (৪৮), সুনামগঞ্জের দিজেন্দ্র (৬৫), গাজীপুর শ্রীপুরের শিল্পী বেগম (৪০)।

মুন বলেন, আইসিইউর ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৩৯ জন রোগী ভর্তি আছেন ৷ নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে মোট ৪৩৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১০৮ জন করোনা শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো করোনা রোগী মারা যায়নি। এ পর্যন্ত মারা গেছে ১১৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত