Ajker Patrika

মমেকে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ
মমেকে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। যা হাসপাতালটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। মৃতদের করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। এ পর্যন্ত করোনা ইউনিটে করোনায় ২৮৩ জন এবং উপসর্গ নিয়ে ৮৪৫ জনের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার সাগর (২৫), মোকসেদুল (২৮), হালুয়াঘাটের প্রদীপ সাগমা (৮৩), নেত্রকোনা কেন্দুয়ার সালেহা (৭০), পুর্বধলার আক্কাস আলী (৬৫), জামালপুর সদরের হেরালাল (৫৫), টাঙ্গাইল মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩)। 

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সালমা (২০), শহিদুল (৬০), নওশের আলী (৯০), গৌরীপুরের মোহাম্মদ আলী (৭০), মুক্তাগাছার হাজেরা (৭০), মোমেনা বেগম (২৫), নাসিমা (৪০), ফুলপুরের শরীফ উদ্দিন (৬০), জামালপুর সরিষাবাড়ির উমর আলি (৬৫), গাজীপুর সদরের দিপক সরকার (৪৫), শেরপুর নকলার মঞ্জুর (৬৫), টাঙ্গাইলের মোমেনা (৬০), সখিপুরের আব্দুল হাকিম (৬০), নেত্রকোনা সদরের রিয়াসুল হক (৫৫)। 

ডা. মুন বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৯২ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৫৫ জন ও সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪৫ জন। 

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন পরীক্ষায় ৯২৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২০১ জন করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় জেলায় করোনায় একজনসহ মৃত্যু হয়েছে ১১৬ জনের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত