Ajker Patrika

সিলেটে সর্বোচ্চসংখ্যক করোনা শনাক্ত, দুজনের মৃত্যু

প্রতিনিধি, সিলেট
আপডেট : ০২ জুলাই ২০২১, ১৫: ৪৮
সিলেটে সর্বোচ্চসংখ্যক করোনা শনাক্ত, দুজনের মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও দুজন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সুলতানা রাজিয়া জানান, গত ২৪ ঘণ্টায় এক দিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ৩০২ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৌলভীবাজারে ৫২ জন। এ ছাড়া সুনামগঞ্জে ১০, হবিগঞ্জে ২৫ এবং সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৮৩। এর মধ্যে সিলেটে ১৭ হাজার ৪০৯, সুনামগঞ্জে ৩ হাজার ১৬, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ এবং মৌলভীবাজারে ৩ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৮২, সুনামগঞ্জের ২ ও মৌলভীবাজারের ২১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই সিলেটের বাসিন্দা। এখন পর্যন্ত বিভাগের চার জেলায় করোনায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৯৩, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত