Ajker Patrika

মৌলভীবাজারে নতুন ৩০ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, মৌলভীবাজার
আপডেট : ১২ জুলাই ২০২১, ১৩: ৪৯
মৌলভীবাজারে নতুন ৩০ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টিনে ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৮১ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ শতাংশ। গতকাল এই হার ৫৩ শতাংশ ছিল, সেই তুলনায় সংক্রমণ কমেছে। ২৪ ঘণ্টায় ২৪ জন সুস্থ হলেও কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১৩, রাজনগরে ২, কমলগঞ্জে ৫, বড়লেখায় ১ ও জুড়ীতে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৬৯১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে সুস্থ হওয়া ২৪ জনের মধ্যে ১১ শ্রীমঙ্গলের ও মৌলভীবাজার সদর হাসপাতালের ১৩ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৩২। 

এ ছাড়া জেলায় এখন পর্যন্ত ৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে রাজনগরে চার, কুলাউড়ায় দুই, বড়লেখায় দুই, কমলগঞ্জে দুই, শ্রীমঙ্গলে ছয়, জুড়ীতে তিন ও সদর হাসপাতালের ২১ জন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত