মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার)
মৌলভীবাজারের বিভিন্ন শহর ও বাজার এলাকায় সড়কের জায়গা দখল করে বসানো হয়েছে দোকান। গড়ে তোলা হয়েছে যানবাহনের স্ট্যান্ড। এতে করে চলাচলের পথ সরু হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।
মৌলভীবাজার পৌর শহর, শমশেরনগর, মুন্সিবাজার, আদমপুর, শ্রীমঙ্গল শহর, রবিরবাজার, ব্রাহ্মণবাজার, কুলাউড়া, টেংরাবাজার ও রাজনগর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। অনেক জায়গায় সড়কের অর্ধেক অংশ সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের স্ট্যান্ডের দখলে চলে গেছে। এ ছাড়া সড়কের ওপর গাড়ি পার্ক করে রাখা হয়।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের ভেতর দিয়ে গেছে চাতলাপুর চেকপোস্ট সড়ক। এখানে সড়কে অটোরিকশা, পিকআপ, মাইক্রোবাস ও ইজিবাইকের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এ ছাড়া সড়কের জায়গা দখল করে বিভিন্ন দোকান গড়ে তোলা হয়েছে। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই। এ জন্য বেশির ভাগ সময় যানজট লেগেই থাকে। ফলে বাজারের ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।
কুলাউড়া ও রাজনগর উপজেলার কয়েকটি বাজারের ব্যবসায়ীরা জানান, এখানকার সড়কে অনেক দিন ধরে সড়ক ও জনপথ বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হয় না। এ কারণে যে যাঁর মতো বাজারের ভেতর গাড়ি পার্ক করে রাখেন। দোকানের সামনে গাড়ি পার্ক করে রাখলে ব্যবসায়ীদের লোকসান হয়।
স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ, নাজমুল ইসলামসহ কয়েকজন বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করলে হয়তো সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমে আসত।
জেলা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন বাজার এলাকায় সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য চিঠি পাঠানো হবে। যদি তাঁরা নিজ ইচ্ছায় সরে না যান, তাহলে জেলা প্রশাসকের সহযোগিতায় তাঁদের উচ্ছেদ করা হবে।
এ বিষয়ে কথা হলে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা অবৈধভাবে সড়কের জায়গা দখল করে আছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব।’
যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সড়ক বিভাগ যদি আমাদের সহযোগিতা চায় তাহলে সহযোগিতা করব। যাঁরা সড়কের জায়গা দখল করে গাড়ি পার্ক করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মৌলভীবাজারের বিভিন্ন শহর ও বাজার এলাকায় সড়কের জায়গা দখল করে বসানো হয়েছে দোকান। গড়ে তোলা হয়েছে যানবাহনের স্ট্যান্ড। এতে করে চলাচলের পথ সরু হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।
মৌলভীবাজার পৌর শহর, শমশেরনগর, মুন্সিবাজার, আদমপুর, শ্রীমঙ্গল শহর, রবিরবাজার, ব্রাহ্মণবাজার, কুলাউড়া, টেংরাবাজার ও রাজনগর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। অনেক জায়গায় সড়কের অর্ধেক অংশ সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের স্ট্যান্ডের দখলে চলে গেছে। এ ছাড়া সড়কের ওপর গাড়ি পার্ক করে রাখা হয়।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের ভেতর দিয়ে গেছে চাতলাপুর চেকপোস্ট সড়ক। এখানে সড়কে অটোরিকশা, পিকআপ, মাইক্রোবাস ও ইজিবাইকের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এ ছাড়া সড়কের জায়গা দখল করে বিভিন্ন দোকান গড়ে তোলা হয়েছে। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই। এ জন্য বেশির ভাগ সময় যানজট লেগেই থাকে। ফলে বাজারের ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।
কুলাউড়া ও রাজনগর উপজেলার কয়েকটি বাজারের ব্যবসায়ীরা জানান, এখানকার সড়কে অনেক দিন ধরে সড়ক ও জনপথ বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হয় না। এ কারণে যে যাঁর মতো বাজারের ভেতর গাড়ি পার্ক করে রাখেন। দোকানের সামনে গাড়ি পার্ক করে রাখলে ব্যবসায়ীদের লোকসান হয়।
স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ, নাজমুল ইসলামসহ কয়েকজন বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করলে হয়তো সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমে আসত।
জেলা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন বাজার এলাকায় সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য চিঠি পাঠানো হবে। যদি তাঁরা নিজ ইচ্ছায় সরে না যান, তাহলে জেলা প্রশাসকের সহযোগিতায় তাঁদের উচ্ছেদ করা হবে।
এ বিষয়ে কথা হলে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা অবৈধভাবে সড়কের জায়গা দখল করে আছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব।’
যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সড়ক বিভাগ যদি আমাদের সহযোগিতা চায় তাহলে সহযোগিতা করব। যাঁরা সড়কের জায়গা দখল করে গাড়ি পার্ক করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে