Ajker Patrika

সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৮

প্রতিনিধি
সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৮

সিলেট: বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও চারজন। একই সময়ে কোভিড আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৮ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, করোনায় মারা যাওয়া চারজনের বাড়ি সিলেট জেলায়। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯২ জনে।

গত ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তরাসহ সিলেট বিভাগে কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৫৯ জন।

এদিকে সিলেট বিভাগে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন করোনা আক্রান্ত রোগী। আর বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২০২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে আরও ২ জন।

একই সময়ে সুস্থ হয়েছেন ৫২ জন কোভিড রোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত