মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হোসনাবাদ চা-বাগানে মজুরির দাবিতে আন্দোলন করছেন চা-শ্রমিকেরা। আজ সোমবার তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যান শ্রমিকেরা। ফলে বন্ধ রয়েছে বাগানের সব কার্যক্রম।
চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সাপ্তাহিক মজুরি দেওয়ার দিনে চা-বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি দিতে পারেনি। গত শনিবার থেকে চা-বাগানে শ্রমিকদের এই কর্মবিরতি চলছে।
আজ হোসনাবাদ চা বাগানে গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা বাগানের কাজ বন্ধ রেখে ম্যানেজারের অফিসের সামনে জড়ো হয়ে আন্দোলন করছেন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নন্দরানী চা-বাগানের বট তলায় যান শ্রমিকেরা। সেখানে শ্রমিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, বালিশিরা ভ্যালির সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, উপদেষ্টা সুভাষ রবিদাশ প্রমুখ।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা জানান, মজুরি না পেয়ে অনেক কষ্টে চলছেন। দ্রুত সময়ের মধ্যে মজুরি দেওয়া না হলে শ্রমিকেরা কঠোর আন্দোলনে নামবেন বলে তাঁদের জানিয়েছেন। শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে চা-শ্রমিক ইউনিয়ন নেতারা অবশ্যই পাশে থাকবেন। হোসনাবাদ চা বাগানের এই ধরনের মজুরি আটকে রাখার ঘটনা আজ নতুন নয়। তাঁরা সরকারের কাছে দাবি জানান এই চা বাগানের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
হোসনাবাদ চা-বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক মালেক মিয়া বলেন, ‘আমরা এই বাগানে ভালো চিকিৎসা পাই না। রেশন পাই না। এখন কয়দিন পর পর মজুরির জন্য আন্দোলন করতে হয়। কয়েক মাস পর পর আমাদের মজুরি বন্ধ করে দেন বাগান মালিক। প্রতি বৃহস্পতিবারে আমাদের চা-বাগানে মজুরি দেওয়ার কথা থাকলেও অনেক সময় তা আটকে যায়। চা-শ্রমিকেরা এই মজুরি দিয়ে সারা সপ্তাহের বাজার করেন।
মালেক মিয়া আরও বলেন, ‘গত বৃহস্পতিবার আমাদের শ্রমিকদের মজুরি দেওয়া হয়নি। বলা হয়েছে পরে দেবেন। বৃহস্পতিবার গিয়ে আজ সোমবার এলেও এখন পর্যন্ত কেউ মজুরি পাইনি। এখন টাকা না থাকায় অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমাদের মজুরি না দিলে আমরা কঠোর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত আছি।’
হোসনাবাদ চা-বাগানের ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের চা-বাগানের মালিক বর্তমানে একটু অর্থনৈতিক সমস্যায় আছেন। এ কারণে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দেওয়া যাচ্ছে না। আমি এই চা-বাগানে দুই মাস হয় যুক্ত হয়েছি। এই দুই মাসের ভেতরে এমনটি হয়নি। প্রতি বৃহস্পতিবার আমাদের কাছে টাকা আসে। আমি স্টাফ এর মাধ্যমে টাকাগুলো মজুরি হিসেবে বিতরণ করি। আমি মালিকদের সঙ্গে কথা বলেছি। আশা করছি দ্রুতই শ্রমিকেরা মজুরি পাবেন।’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হোসনাবাদ চা-বাগানে মজুরির দাবিতে আন্দোলন করছেন চা-শ্রমিকেরা। আজ সোমবার তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যান শ্রমিকেরা। ফলে বন্ধ রয়েছে বাগানের সব কার্যক্রম।
চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সাপ্তাহিক মজুরি দেওয়ার দিনে চা-বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি দিতে পারেনি। গত শনিবার থেকে চা-বাগানে শ্রমিকদের এই কর্মবিরতি চলছে।
আজ হোসনাবাদ চা বাগানে গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা বাগানের কাজ বন্ধ রেখে ম্যানেজারের অফিসের সামনে জড়ো হয়ে আন্দোলন করছেন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নন্দরানী চা-বাগানের বট তলায় যান শ্রমিকেরা। সেখানে শ্রমিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, বালিশিরা ভ্যালির সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, উপদেষ্টা সুভাষ রবিদাশ প্রমুখ।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা জানান, মজুরি না পেয়ে অনেক কষ্টে চলছেন। দ্রুত সময়ের মধ্যে মজুরি দেওয়া না হলে শ্রমিকেরা কঠোর আন্দোলনে নামবেন বলে তাঁদের জানিয়েছেন। শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে চা-শ্রমিক ইউনিয়ন নেতারা অবশ্যই পাশে থাকবেন। হোসনাবাদ চা বাগানের এই ধরনের মজুরি আটকে রাখার ঘটনা আজ নতুন নয়। তাঁরা সরকারের কাছে দাবি জানান এই চা বাগানের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
হোসনাবাদ চা-বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক মালেক মিয়া বলেন, ‘আমরা এই বাগানে ভালো চিকিৎসা পাই না। রেশন পাই না। এখন কয়দিন পর পর মজুরির জন্য আন্দোলন করতে হয়। কয়েক মাস পর পর আমাদের মজুরি বন্ধ করে দেন বাগান মালিক। প্রতি বৃহস্পতিবারে আমাদের চা-বাগানে মজুরি দেওয়ার কথা থাকলেও অনেক সময় তা আটকে যায়। চা-শ্রমিকেরা এই মজুরি দিয়ে সারা সপ্তাহের বাজার করেন।
মালেক মিয়া আরও বলেন, ‘গত বৃহস্পতিবার আমাদের শ্রমিকদের মজুরি দেওয়া হয়নি। বলা হয়েছে পরে দেবেন। বৃহস্পতিবার গিয়ে আজ সোমবার এলেও এখন পর্যন্ত কেউ মজুরি পাইনি। এখন টাকা না থাকায় অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমাদের মজুরি না দিলে আমরা কঠোর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত আছি।’
হোসনাবাদ চা-বাগানের ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের চা-বাগানের মালিক বর্তমানে একটু অর্থনৈতিক সমস্যায় আছেন। এ কারণে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দেওয়া যাচ্ছে না। আমি এই চা-বাগানে দুই মাস হয় যুক্ত হয়েছি। এই দুই মাসের ভেতরে এমনটি হয়নি। প্রতি বৃহস্পতিবার আমাদের কাছে টাকা আসে। আমি স্টাফ এর মাধ্যমে টাকাগুলো মজুরি হিসেবে বিতরণ করি। আমি মালিকদের সঙ্গে কথা বলেছি। আশা করছি দ্রুতই শ্রমিকেরা মজুরি পাবেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে