প্রতিনিধি, মৌলভীবাজার
জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের মাধ্যমে স্কুলেই ছেলে-মেয়েরা শিখছে যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে স্কুলে ইতি মধ্যে মৌলভীবাজার জেলার ৪৪টি স্কুলের ২৪০ জনকে নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৫০টি স্কুলে ২৭২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়।
এরই অংশ হিসেবে ১৫ ও ১৬ সেপ্টেম্বর জেলা শহরের আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায়-২ নবম ব্যাচের যৌন হয়রানি প্রতিরোধ অভিযোগ কমিটির সদস্যদের এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন।
এতে ১০ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের নারী-পুরুষ সমতার ধারণা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং বয়ঃসন্ধিকালের সমস্যাগুলো মোকাবিলা করতে শেখানো হচ্ছে। প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, যৌন হয়রানির কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, যৌন হয়রানির শাস্তিযোগ্য অপরাধ-এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
বাংলাদেশ সরকারের উদ্যোগে এটি বাস্তবায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এতে সহযোগিতা করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। আয়োজন করে জেলা শিক্ষা অফিস, মৌলভীবাজার ও কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি)। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এই প্রকল্পে অর্থায়ন করছে।
আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতির আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মইনুল হক।
প্রশিক্ষণ পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার নাছিমা আক্তার নীপা, মনশ্রী দেব ও আব্দুল আহাদ। প্রকল্পের কার্যক্রম বিবরণী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের ফিল্ড ম্যানেজার মো. মিরাজুল ইসলাম। প্রশিক্ষণের বিভিন্ন ধাপে প্রশিক্ষণার্থীরা দলবদ্ধ কাজে অংশ নেন। এ ছাড়াও বিভিন্ন কেস স্টাডি উপস্থাপন করে পর্যালোচনা ও এর সমাধান কি উপায়ে করা সম্ভব তা আলোচনা করা হয়।
টেকনিক্যাল অফিসাররা জানান, দেশের ৫টি জেলার ২১০টি স্কুল ও ৪০টি মাদ্রাসায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। জেলাগুলো হচ্ছে, মৌলভীবাজার, জামালপুর, পটুয়াখালী, রাঙামাটি ও সিরাজগঞ্জ। মৌলভীবাজারে তিনটি উপজেলায় এ প্রকল্প কাজ করছে। সেগুলো হলো, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও রাজনগর। জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পটি এই ৫টি জেলায় ১০-১৯ বছর বয়সী ছেলেমেয়ে, বাবা-মা, শিক্ষক এবং সমাজের প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সরাসরি কাজ করবে।
প্রশিক্ষণে আরও জানানো হয়, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত সঠিক তথ্য, সচেতনতা, দক্ষতা এবং কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে এই প্রকল্পটি নির্ধারিত এলাকায় জেন্ডারভিত্তিক সহিংসতা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, মাতৃমৃত্যুহার হ্রাস এবং এইচআইভিসহ বিভিন্ন যৌনবাহিত রোগের সংক্রমণ কমাতে ভূমিকা রাখবে। রাস্তায় চলার সময় ইভটিজিংসহ বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়া, মেয়েদের ‘ব্যাড টাচ’ ও ‘গুড টাচ’ সম্পর্কে ধারণা দেওয়া এবং দ্বিধাহীনভাবে যে কোনো বিষয় মা, বাবা, ভাই, টিচারদের বলতে পারা।
জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের মাধ্যমে স্কুলেই ছেলে-মেয়েরা শিখছে যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে স্কুলে ইতি মধ্যে মৌলভীবাজার জেলার ৪৪টি স্কুলের ২৪০ জনকে নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৫০টি স্কুলে ২৭২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়।
এরই অংশ হিসেবে ১৫ ও ১৬ সেপ্টেম্বর জেলা শহরের আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায়-২ নবম ব্যাচের যৌন হয়রানি প্রতিরোধ অভিযোগ কমিটির সদস্যদের এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন।
এতে ১০ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের নারী-পুরুষ সমতার ধারণা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং বয়ঃসন্ধিকালের সমস্যাগুলো মোকাবিলা করতে শেখানো হচ্ছে। প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, যৌন হয়রানির কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, যৌন হয়রানির শাস্তিযোগ্য অপরাধ-এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
বাংলাদেশ সরকারের উদ্যোগে এটি বাস্তবায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এতে সহযোগিতা করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। আয়োজন করে জেলা শিক্ষা অফিস, মৌলভীবাজার ও কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি)। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এই প্রকল্পে অর্থায়ন করছে।
আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতির আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মইনুল হক।
প্রশিক্ষণ পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার নাছিমা আক্তার নীপা, মনশ্রী দেব ও আব্দুল আহাদ। প্রকল্পের কার্যক্রম বিবরণী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের ফিল্ড ম্যানেজার মো. মিরাজুল ইসলাম। প্রশিক্ষণের বিভিন্ন ধাপে প্রশিক্ষণার্থীরা দলবদ্ধ কাজে অংশ নেন। এ ছাড়াও বিভিন্ন কেস স্টাডি উপস্থাপন করে পর্যালোচনা ও এর সমাধান কি উপায়ে করা সম্ভব তা আলোচনা করা হয়।
টেকনিক্যাল অফিসাররা জানান, দেশের ৫টি জেলার ২১০টি স্কুল ও ৪০টি মাদ্রাসায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। জেলাগুলো হচ্ছে, মৌলভীবাজার, জামালপুর, পটুয়াখালী, রাঙামাটি ও সিরাজগঞ্জ। মৌলভীবাজারে তিনটি উপজেলায় এ প্রকল্প কাজ করছে। সেগুলো হলো, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও রাজনগর। জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পটি এই ৫টি জেলায় ১০-১৯ বছর বয়সী ছেলেমেয়ে, বাবা-মা, শিক্ষক এবং সমাজের প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সরাসরি কাজ করবে।
প্রশিক্ষণে আরও জানানো হয়, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত সঠিক তথ্য, সচেতনতা, দক্ষতা এবং কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে এই প্রকল্পটি নির্ধারিত এলাকায় জেন্ডারভিত্তিক সহিংসতা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, মাতৃমৃত্যুহার হ্রাস এবং এইচআইভিসহ বিভিন্ন যৌনবাহিত রোগের সংক্রমণ কমাতে ভূমিকা রাখবে। রাস্তায় চলার সময় ইভটিজিংসহ বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়া, মেয়েদের ‘ব্যাড টাচ’ ও ‘গুড টাচ’ সম্পর্কে ধারণা দেওয়া এবং দ্বিধাহীনভাবে যে কোনো বিষয় মা, বাবা, ভাই, টিচারদের বলতে পারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে