মানিকগঞ্জ প্রতিনিধি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে দেশে ৬৭ জন মৃত্যুবরণ করেছে। ১২ হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত প্রায় আড়াই হাজার লোক বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আজ রোববার দুপুরে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়নের চান্দহর গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ বছর ডেঙ্গু রোগের প্রকোপ বেশি। এর কারণ, এখন মশা বেড়েছে। বৃষ্টি হচ্ছে, তাতে বিভিন্ন স্থানে পানি আটকে আছে। সেসব স্থানে মশা জন্ম নিচ্ছে, লার্ভা হচ্ছে। এটা কমানোর একমাত্র উপায় মশা কমানো। মশা কম হলে কামড়াবে কম। এতে ডেঙ্গুতে কম আক্রান্ত হবে।
মন্ত্রী বলেন, দেশের প্রায় সব জেলায়ই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৫৭টি জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী আছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি। যতজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তার ৬০ ভাগই ঢাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রোগী আছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সিটি করপোরেশন ও পৌরসভাকে মশা নিধনে বেশি বেশি স্প্রে (ওষুধ ছিটানো) করার আহ্বান জানিয়েছি। যেখানে পানি জমে থাকে, সেই পানি সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে বাড়িঘরের আঙিনায় পানি জমে থাকলে। আরেকটি দিক হলো, বহুতল ভবনেই ডেঙ্গু বেশি দেখা দিচ্ছে। নির্মাণাধীন ভবনে পানি জমে থাকে। সেখান থেকেই ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ও লার্ভা জন্ম নিচ্ছে।’
জাহিদ মালেক বলেন, শুধু সরকার ডেঙ্গু মোকাবিলা করতে পারবে না। সকলকেই যার যার আঙিনা পরিষ্কার করতে হবে। যেখানে যেখানে এডিস মশা ও লার্ভা তৈরি হচ্ছে, সেখানে বেশি বেশি ওষুধ স্প্রে করতে হবে। লার্ভাগুলোকে ধ্বংস করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছর ডেঙ্গু পরিস্থিতি অনেক ভালো ছিল। এ বছর ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। সামনে দুই-তিন মাস ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই না, একটি লোকও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করুক। যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, দ্বিতীয়বার আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। কাজেই এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। দেশের সব হাসপাতালে ডেঙ্গু ইউনিট করা হয়েছে। আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে দেশে ৬৭ জন মৃত্যুবরণ করেছে। ১২ হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত প্রায় আড়াই হাজার লোক বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আজ রোববার দুপুরে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়নের চান্দহর গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ বছর ডেঙ্গু রোগের প্রকোপ বেশি। এর কারণ, এখন মশা বেড়েছে। বৃষ্টি হচ্ছে, তাতে বিভিন্ন স্থানে পানি আটকে আছে। সেসব স্থানে মশা জন্ম নিচ্ছে, লার্ভা হচ্ছে। এটা কমানোর একমাত্র উপায় মশা কমানো। মশা কম হলে কামড়াবে কম। এতে ডেঙ্গুতে কম আক্রান্ত হবে।
মন্ত্রী বলেন, দেশের প্রায় সব জেলায়ই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৫৭টি জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী আছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি। যতজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তার ৬০ ভাগই ঢাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রোগী আছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সিটি করপোরেশন ও পৌরসভাকে মশা নিধনে বেশি বেশি স্প্রে (ওষুধ ছিটানো) করার আহ্বান জানিয়েছি। যেখানে পানি জমে থাকে, সেই পানি সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে বাড়িঘরের আঙিনায় পানি জমে থাকলে। আরেকটি দিক হলো, বহুতল ভবনেই ডেঙ্গু বেশি দেখা দিচ্ছে। নির্মাণাধীন ভবনে পানি জমে থাকে। সেখান থেকেই ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ও লার্ভা জন্ম নিচ্ছে।’
জাহিদ মালেক বলেন, শুধু সরকার ডেঙ্গু মোকাবিলা করতে পারবে না। সকলকেই যার যার আঙিনা পরিষ্কার করতে হবে। যেখানে যেখানে এডিস মশা ও লার্ভা তৈরি হচ্ছে, সেখানে বেশি বেশি ওষুধ স্প্রে করতে হবে। লার্ভাগুলোকে ধ্বংস করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছর ডেঙ্গু পরিস্থিতি অনেক ভালো ছিল। এ বছর ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। সামনে দুই-তিন মাস ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই না, একটি লোকও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করুক। যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, দ্বিতীয়বার আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। কাজেই এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। দেশের সব হাসপাতালে ডেঙ্গু ইউনিট করা হয়েছে। আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে