প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)
সাহিদা বেগম। মানসিক ভারসাম্যহীন এই নারী প্রায় দীর্ঘ ১২ বছর শিকলে বন্দী হয়ে আছেন। হরিরমপুর উপজেলার গালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গালা গ্রামের বাসিন্দা আমেরুদ্দিন মোল্লার স্ত্রী সাহিদা বেগম তিন সন্তানের মা।
সাহিদা বেগমের দুই ছেলে, এক মেয়ে। ছেলেরা মায়ের কোনো খোঁজ রাখে না। বিয়ের পর মেয়েও দূরে। আর টাকার অভাবে সঠিক চিকিৎসার ব্যবস্থা করার সামর্থ্য নেই তাঁর দিনমজুর স্বামী। তবে সম্প্রতি হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম আর্থিক সহায়তা করেছেন বলে জানিয়েছেন আমেরুদ্দিন। তবে শিকল থেকে মুক্তি মেলেনি।
সরেজমিনে দেখা যায়, শূন্য বাড়িতে ছোট এক ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সাহিদা বেগমকে। বাড়িতে কোনো লোকজন নেই। সন্তানদের মধ্যে বড় ছেলে স্বপন মোল্লা মানিকগঞ্জে একটি রেস্টুরেন্টে কাজ করেন এবং স্ত্রী–সন্তান নিয়ে সেখানেই থাকে। ছোট ছেলে সোহেল মোল্লা ঢাকায় ছাপাখানায় চাকরি করেন। সোহেলের স্ত্রী–সন্তান বাড়িতে থাকলেও বাবামায়ের কোনো খোঁজখবর রাখেন না। মেয়ের বিয়ে হয়েছে অনেক আগেই। ফলে অসুস্থ স্ত্রীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আমেরুদ্দিন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পনেরো বছর আগে হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সাহিদা। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। একসময় পাবনা মানসিক হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। সে সময় প্রায় ৩৫ হাজার টাকা খরচ করে দেড় মাস হাসপাতালে রাখা হয়। কিন্তু চিকিৎসা সম্পূর্ণ হওয়ার আগেই অর্থাভাবে চলে আসতে হয়। গত প্রায় দু বছর ধরে এমনকি ওষুধের খরচও চালাতে পারছে না আমেরুদ্দিন।
আমেরুদ্দিন মোল্লা বলেন, দিনমজুরের কাজ করে অনেক টাকা খরচ করে স্ত্রীর চিকিৎসা করিয়েও কোনো উপকার হয়নি। প্রতি মাসে এক হাজার টাকার ওপরে ওষুধ কিনতে হয়। পরের বাড়ি কাজ করে তাঁর পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। দুই ছেলে বিয়ে করে নিজেদের মতো আলাদা আছে; কোনো খোঁজখবর রাখে না। স্ত্রীর দেখাশোনা, রান্না নিজেই করেন। সব মিলিয়ে তাঁর সংসার জীবনটাই এলোমেলো হয়ে গেছে।
সাহিদা বেগমের ভাইয়ের স্ত্রী বিলকিস জানান, অসুস্থতার আগে মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতেন। সবসময় পরিষ্কার–পরিচ্ছন্ন থাকতেন।
গালা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শেখ বারেক বলেন, ‘সাহিদা বেগম সঠিক চিকিৎসার অভাবেই এখনও মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। রোগীর যে অবস্থা, তাতে সঠিক চিকিৎসা করতে পারলে হয়তো ভালো হতো। সমাজের কেউ যদি দায়িত্ব নিয়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা করে দিতেন, তাহলে হয়তো পরিবারটি স্বাভাবিক জীবন ফিরে পেত।’
সাহিদা বেগম। মানসিক ভারসাম্যহীন এই নারী প্রায় দীর্ঘ ১২ বছর শিকলে বন্দী হয়ে আছেন। হরিরমপুর উপজেলার গালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গালা গ্রামের বাসিন্দা আমেরুদ্দিন মোল্লার স্ত্রী সাহিদা বেগম তিন সন্তানের মা।
সাহিদা বেগমের দুই ছেলে, এক মেয়ে। ছেলেরা মায়ের কোনো খোঁজ রাখে না। বিয়ের পর মেয়েও দূরে। আর টাকার অভাবে সঠিক চিকিৎসার ব্যবস্থা করার সামর্থ্য নেই তাঁর দিনমজুর স্বামী। তবে সম্প্রতি হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম আর্থিক সহায়তা করেছেন বলে জানিয়েছেন আমেরুদ্দিন। তবে শিকল থেকে মুক্তি মেলেনি।
সরেজমিনে দেখা যায়, শূন্য বাড়িতে ছোট এক ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সাহিদা বেগমকে। বাড়িতে কোনো লোকজন নেই। সন্তানদের মধ্যে বড় ছেলে স্বপন মোল্লা মানিকগঞ্জে একটি রেস্টুরেন্টে কাজ করেন এবং স্ত্রী–সন্তান নিয়ে সেখানেই থাকে। ছোট ছেলে সোহেল মোল্লা ঢাকায় ছাপাখানায় চাকরি করেন। সোহেলের স্ত্রী–সন্তান বাড়িতে থাকলেও বাবামায়ের কোনো খোঁজখবর রাখেন না। মেয়ের বিয়ে হয়েছে অনেক আগেই। ফলে অসুস্থ স্ত্রীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আমেরুদ্দিন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পনেরো বছর আগে হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সাহিদা। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। একসময় পাবনা মানসিক হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। সে সময় প্রায় ৩৫ হাজার টাকা খরচ করে দেড় মাস হাসপাতালে রাখা হয়। কিন্তু চিকিৎসা সম্পূর্ণ হওয়ার আগেই অর্থাভাবে চলে আসতে হয়। গত প্রায় দু বছর ধরে এমনকি ওষুধের খরচও চালাতে পারছে না আমেরুদ্দিন।
আমেরুদ্দিন মোল্লা বলেন, দিনমজুরের কাজ করে অনেক টাকা খরচ করে স্ত্রীর চিকিৎসা করিয়েও কোনো উপকার হয়নি। প্রতি মাসে এক হাজার টাকার ওপরে ওষুধ কিনতে হয়। পরের বাড়ি কাজ করে তাঁর পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। দুই ছেলে বিয়ে করে নিজেদের মতো আলাদা আছে; কোনো খোঁজখবর রাখে না। স্ত্রীর দেখাশোনা, রান্না নিজেই করেন। সব মিলিয়ে তাঁর সংসার জীবনটাই এলোমেলো হয়ে গেছে।
সাহিদা বেগমের ভাইয়ের স্ত্রী বিলকিস জানান, অসুস্থতার আগে মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতেন। সবসময় পরিষ্কার–পরিচ্ছন্ন থাকতেন।
গালা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শেখ বারেক বলেন, ‘সাহিদা বেগম সঠিক চিকিৎসার অভাবেই এখনও মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। রোগীর যে অবস্থা, তাতে সঠিক চিকিৎসা করতে পারলে হয়তো ভালো হতো। সমাজের কেউ যদি দায়িত্ব নিয়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা করে দিতেন, তাহলে হয়তো পরিবারটি স্বাভাবিক জীবন ফিরে পেত।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫