ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে অসময়ে শুষ্ক প্রায় পুরোনো ধলেশ্বরী নদীতে বড়শিতে ধরা পড়ছে বড় বড় বোয়াল, আইড় ও রুই মাছ। এ ছাড়া ঝাঁকি জালের টানে উঠছে ট্যাংরা, পুঁটি, বেলেসহ নানা ছোট মাছ। ফলে মাছ ধরার জন্য পাড়ে সকাল থেকেই শৌখিন মাছ শিকারিরা ভিড় করছেন।
স্থানীয় প্রবীণরা জানান, মাঘ মাস চলছে, নদী প্রায় শুকিয়ে গেছে। এই নদীর কয়েক স্থানে গভীর জলাশয় সৃষ্টি হয়েছে। এখানেই বড়শিতে ধরা পড়ছে বড় মাছ। আগে কখনো এত মাছ ধরা পড়ার ঘটনা দেখিনি।
আজ শুক্রবার বিকেলে নদীপাড়ে দেখা যায়, কেউ দাঁড়িয়ে বড়শির ছিপ হাতে, কেউবা নদীর মাঝে নৌকায় বসে আছেন স্থির। কখন টোপ গিলে মাছ সেই অপেক্ষায়। নদীর পাড় থেকে ঝাঁকি জাল, ঠেলা জাল দিয়েও মাছ ধরছেন কয়েকজন। উৎসুক জনতা দাঁড়িয়ে উপভোগ করছেন মাছ ধরার দৃশ্য।
শিশু থেকে শুরু করে যুবক এবং বয়স্ক ব্যক্তিরাও যোগ দিচ্ছেন মাছ ধরতে।
উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গরুহাঁটার পাশে, স্টিল ব্রিজের নিচে, ডিএন স্কুল ও কলেজের পেছনে, কুস্তা ভাঙা মোড়, বামনা ও পেঁচারকান্দা এলাকায় গত বছর বর্ষায় নদী ভাঙনের ফলে কুম (গভীরতা) পড়েছে। সেখানেই ধরা পড়ছে বড় বড় মাছ। মাছ শিকারিসহ স্থানীয় মানুষ মাছগুলো দেখে আনন্দিত।
স্থানীয়রা অনেকেই ১ কেজি থেকে শুরু করে ৭ কেজি ওজনের মাছ ধরেছেন। উপজেলা সদরের স্টিল ব্রিজের নিচ থেকে শুক্রবার বিকেলে ৭ কেজি ওজনের আইড় মাছ ধরা পড়ে। মাছটি শিকার করেন ঘিওর ইউনিয়নের মাইলাঘী গ্রামের বাসিন্দা কৃষক মো. ইসমাইল হোসেন। এ মাছ এক নজর দেখতে ভিড় করেন এলাকার মানুষ। উৎসুক অনেকেই মাছটি কেনার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকালেও ইসমাইল মাছটি বিক্রি করেননি।
শৌখিন মাছ শিকারি ইসমাইল হোসেন বলেন, ‘আমি মাঝে মাঝে ধলেশ্বরী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যাই। আজ দুপুর থেকে বড়শি নিয়ে বসেছিলাম। বিকেল পর্যন্ত বড়শিতে কোনো সাড়া নেই। ভাবলাম আর একটু সময় দেখে বাড়ি ফিরে যাব। এর কিছুক্ষণের মধ্যেই বড়শিতে সজোরে টান পড়ল। আধা ঘণ্টা নানা কৌশলে মাছটি ধরলাম। এত বড় আইড় মাছ দেখে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। খুব খুশি লাগছে। কয়েকজন ৮ থেকে ১০ হাজার টাকা দাম করলেও বাড়ির সবাই মিলে খাওয়ার জন্য আমি মাছটি বিক্রি করিনি।
গরুহাঁটার পাশে নদীর মাঝে নৌকায় বসে মাছ শিকার করছেন প্রবীণ ব্যক্তি আয়নাল মিয়া, রহিদাস বাকালী ও জব্বার প্রধানসহ আরও অনেকেই। আয়নাল মিয়া বলেন, ‘গত বুধবার সাড়ে ৪ কেজি ওজনের একটি বোয়াল ধরেছি। আজ একটি মাঝারি বাইম মাছ পেয়েছি।’
রহিদাস বাকালী বলেন, ‘আমি প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়শি দিয়ে মাছ ধরি। গত ১৫ দিনে আমি দুটি বোয়াল আর তিনটি কাতলা মাছ পেয়েছি।’
উপজেলার বামনা এলাকায় স্কুলছাত্র মিজানুর ও রিপন নদীর পাড় ঘেঁষে ঠেলা জাল দিয়ে কেজি খানেক বড় বড় ট্যাংরা, পুঁটি মাছ ধরেছে। তারা জানায়, এই সময় নদীতে পানি কম থাকে। পাড় ঘেঁষে ছোট মাছ ঘুরে। অন্যান্য দিনের চেয়ে আজ মাছ বেশি ধরা পড়ছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘ঘিওরে পুরোনো ধলেশ্বরী নদীতে বড় বড় বোয়াল, আইড়, রুই, কাতল মাছ ধরা পড়ে। এর আগে কয়েকটি বড় বোয়াল এবং আজ একটি বড় আইড় মাছ ধরা পড়েছে বলে শুনেছি। ধলেশ্বরী নদীর মাছ অন্যান্য নদীর মাছের তুলনায় সুস্বাদু এবং বাজারমূল্য অনেক বেশি।’
মানিকগঞ্জের ঘিওরে অসময়ে শুষ্ক প্রায় পুরোনো ধলেশ্বরী নদীতে বড়শিতে ধরা পড়ছে বড় বড় বোয়াল, আইড় ও রুই মাছ। এ ছাড়া ঝাঁকি জালের টানে উঠছে ট্যাংরা, পুঁটি, বেলেসহ নানা ছোট মাছ। ফলে মাছ ধরার জন্য পাড়ে সকাল থেকেই শৌখিন মাছ শিকারিরা ভিড় করছেন।
স্থানীয় প্রবীণরা জানান, মাঘ মাস চলছে, নদী প্রায় শুকিয়ে গেছে। এই নদীর কয়েক স্থানে গভীর জলাশয় সৃষ্টি হয়েছে। এখানেই বড়শিতে ধরা পড়ছে বড় মাছ। আগে কখনো এত মাছ ধরা পড়ার ঘটনা দেখিনি।
আজ শুক্রবার বিকেলে নদীপাড়ে দেখা যায়, কেউ দাঁড়িয়ে বড়শির ছিপ হাতে, কেউবা নদীর মাঝে নৌকায় বসে আছেন স্থির। কখন টোপ গিলে মাছ সেই অপেক্ষায়। নদীর পাড় থেকে ঝাঁকি জাল, ঠেলা জাল দিয়েও মাছ ধরছেন কয়েকজন। উৎসুক জনতা দাঁড়িয়ে উপভোগ করছেন মাছ ধরার দৃশ্য।
শিশু থেকে শুরু করে যুবক এবং বয়স্ক ব্যক্তিরাও যোগ দিচ্ছেন মাছ ধরতে।
উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গরুহাঁটার পাশে, স্টিল ব্রিজের নিচে, ডিএন স্কুল ও কলেজের পেছনে, কুস্তা ভাঙা মোড়, বামনা ও পেঁচারকান্দা এলাকায় গত বছর বর্ষায় নদী ভাঙনের ফলে কুম (গভীরতা) পড়েছে। সেখানেই ধরা পড়ছে বড় বড় মাছ। মাছ শিকারিসহ স্থানীয় মানুষ মাছগুলো দেখে আনন্দিত।
স্থানীয়রা অনেকেই ১ কেজি থেকে শুরু করে ৭ কেজি ওজনের মাছ ধরেছেন। উপজেলা সদরের স্টিল ব্রিজের নিচ থেকে শুক্রবার বিকেলে ৭ কেজি ওজনের আইড় মাছ ধরা পড়ে। মাছটি শিকার করেন ঘিওর ইউনিয়নের মাইলাঘী গ্রামের বাসিন্দা কৃষক মো. ইসমাইল হোসেন। এ মাছ এক নজর দেখতে ভিড় করেন এলাকার মানুষ। উৎসুক অনেকেই মাছটি কেনার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকালেও ইসমাইল মাছটি বিক্রি করেননি।
শৌখিন মাছ শিকারি ইসমাইল হোসেন বলেন, ‘আমি মাঝে মাঝে ধলেশ্বরী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যাই। আজ দুপুর থেকে বড়শি নিয়ে বসেছিলাম। বিকেল পর্যন্ত বড়শিতে কোনো সাড়া নেই। ভাবলাম আর একটু সময় দেখে বাড়ি ফিরে যাব। এর কিছুক্ষণের মধ্যেই বড়শিতে সজোরে টান পড়ল। আধা ঘণ্টা নানা কৌশলে মাছটি ধরলাম। এত বড় আইড় মাছ দেখে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। খুব খুশি লাগছে। কয়েকজন ৮ থেকে ১০ হাজার টাকা দাম করলেও বাড়ির সবাই মিলে খাওয়ার জন্য আমি মাছটি বিক্রি করিনি।
গরুহাঁটার পাশে নদীর মাঝে নৌকায় বসে মাছ শিকার করছেন প্রবীণ ব্যক্তি আয়নাল মিয়া, রহিদাস বাকালী ও জব্বার প্রধানসহ আরও অনেকেই। আয়নাল মিয়া বলেন, ‘গত বুধবার সাড়ে ৪ কেজি ওজনের একটি বোয়াল ধরেছি। আজ একটি মাঝারি বাইম মাছ পেয়েছি।’
রহিদাস বাকালী বলেন, ‘আমি প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়শি দিয়ে মাছ ধরি। গত ১৫ দিনে আমি দুটি বোয়াল আর তিনটি কাতলা মাছ পেয়েছি।’
উপজেলার বামনা এলাকায় স্কুলছাত্র মিজানুর ও রিপন নদীর পাড় ঘেঁষে ঠেলা জাল দিয়ে কেজি খানেক বড় বড় ট্যাংরা, পুঁটি মাছ ধরেছে। তারা জানায়, এই সময় নদীতে পানি কম থাকে। পাড় ঘেঁষে ছোট মাছ ঘুরে। অন্যান্য দিনের চেয়ে আজ মাছ বেশি ধরা পড়ছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘ঘিওরে পুরোনো ধলেশ্বরী নদীতে বড় বড় বোয়াল, আইড়, রুই, কাতল মাছ ধরা পড়ে। এর আগে কয়েকটি বড় বোয়াল এবং আজ একটি বড় আইড় মাছ ধরা পড়েছে বলে শুনেছি। ধলেশ্বরী নদীর মাছ অন্যান্য নদীর মাছের তুলনায় সুস্বাদু এবং বাজারমূল্য অনেক বেশি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে