হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
কোরবানির ঈদকে কেন্দ্র করে গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। তবে যানবাহনের চাপ থাকলেও যাত্রীদের দুর্ভোগ নেই।
যাত্রীরা জানান, ঈদের আর মাত্র এক দিন বাকি থাকায় আজ সকাল থেকে যাত্রী ও দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। গত রাতে মহাসড়কে যানজট থাকায় সকালে গাড়ির চাপ ছিল অনেক বেশি। প্রচুর যাত্রী লোকাল বাসে ঘাটে আসছে আর লঞ্চ ও ফেরিতে পার হচ্ছে।
আজ শুক্রবার সকালে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়া পুলিশ কন্ট্রোলরুম এলাকা থেকে আরসিএল মোড় পার হয়ে চরেরডাঙ্গা পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকাজুড়ে ছিল গাড়ি। তবে সকাল ১০টার পর থেকে কোনো গাড়ি অপেক্ষায় থাকতে দেখা যায়নি।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, গত রাতে যাত্রী পারাপার করায় সকালে বড় গাড়ির চাপ বেড়েছে। প্রায় দেড় শ বড় গাড়ি সড়কে ছিল। তবে সাড়ে ৯টার দিকে সব স্বাভাবিক হয়ে গেছে। আজ ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
৫ নম্বর ফেরিঘাট এলাকায় দায়িত্বরত সার্জেন্ট শিবলু জানান, গাড়ির চাপ নেই। সকাল ৮টার দিকে প্রায় ১০০ ছোট গাড়ি ঘাট এলাকায় থাকলেও আধা ঘণ্টা পর থেকে ঘাটে আর কোনো ছোট গাড়ি অপেক্ষায় নেই।
সাতক্ষীরার শ্যামনগরগামী জয় পরিবহনের যাত্রী জামাল হোসেন জানান, মহাসড়কে যানজট বেশি। গতকাল সন্ধ্যা ৭টায় গাজীপুর থেকে বের হয়ে বেলা ১১ ঘণ্টায় পাটুরিয়া ঘাটে আসছি। ১ ঘণ্টা ধরে ঘাটে বসে আছি, এখনো ফেরিতে উঠতে পারিনি।
চুয়াডাঙ্গাগামী মামনি পরিবহনের যাত্রী মিরাজুল বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে গাড়ি ছাড়ার কথা থাকলেও দিবাগত রাত ১টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে গাড়ি ছাড়ে। ছয় ঘণ্টায় ঘাটে এলেও দেড় ঘণ্টা ধরে বসে আছি।’
জয় পরিবহনের ড্রাইভার তৌহিদ মিয়া বলেন, ‘সাভার-আশুলিয়া মহাসড়কে ব্যাপক যানজট। ঘাটেও দেড় ঘণ্টা ধরে বসে আছি।’
কোরবানির ঈদকে কেন্দ্র করে গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। তবে যানবাহনের চাপ থাকলেও যাত্রীদের দুর্ভোগ নেই।
যাত্রীরা জানান, ঈদের আর মাত্র এক দিন বাকি থাকায় আজ সকাল থেকে যাত্রী ও দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। গত রাতে মহাসড়কে যানজট থাকায় সকালে গাড়ির চাপ ছিল অনেক বেশি। প্রচুর যাত্রী লোকাল বাসে ঘাটে আসছে আর লঞ্চ ও ফেরিতে পার হচ্ছে।
আজ শুক্রবার সকালে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়া পুলিশ কন্ট্রোলরুম এলাকা থেকে আরসিএল মোড় পার হয়ে চরেরডাঙ্গা পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকাজুড়ে ছিল গাড়ি। তবে সকাল ১০টার পর থেকে কোনো গাড়ি অপেক্ষায় থাকতে দেখা যায়নি।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, গত রাতে যাত্রী পারাপার করায় সকালে বড় গাড়ির চাপ বেড়েছে। প্রায় দেড় শ বড় গাড়ি সড়কে ছিল। তবে সাড়ে ৯টার দিকে সব স্বাভাবিক হয়ে গেছে। আজ ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
৫ নম্বর ফেরিঘাট এলাকায় দায়িত্বরত সার্জেন্ট শিবলু জানান, গাড়ির চাপ নেই। সকাল ৮টার দিকে প্রায় ১০০ ছোট গাড়ি ঘাট এলাকায় থাকলেও আধা ঘণ্টা পর থেকে ঘাটে আর কোনো ছোট গাড়ি অপেক্ষায় নেই।
সাতক্ষীরার শ্যামনগরগামী জয় পরিবহনের যাত্রী জামাল হোসেন জানান, মহাসড়কে যানজট বেশি। গতকাল সন্ধ্যা ৭টায় গাজীপুর থেকে বের হয়ে বেলা ১১ ঘণ্টায় পাটুরিয়া ঘাটে আসছি। ১ ঘণ্টা ধরে ঘাটে বসে আছি, এখনো ফেরিতে উঠতে পারিনি।
চুয়াডাঙ্গাগামী মামনি পরিবহনের যাত্রী মিরাজুল বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে গাড়ি ছাড়ার কথা থাকলেও দিবাগত রাত ১টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে গাড়ি ছাড়ে। ছয় ঘণ্টায় ঘাটে এলেও দেড় ঘণ্টা ধরে বসে আছি।’
জয় পরিবহনের ড্রাইভার তৌহিদ মিয়া বলেন, ‘সাভার-আশুলিয়া মহাসড়কে ব্যাপক যানজট। ঘাটেও দেড় ঘণ্টা ধরে বসে আছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫