মানিকগঞ্জ প্রতিনিধি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আগামীকাল থেকে ঢাকার মহাখালী উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে (বিসিপিএস) কেন্দ্রে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। উদ্বোধনী দিনে শতাধিক মানুষকে বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে। এদের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইন ওয়ার্কার, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও গণমাধ্যম কর্মীরা থাকবে।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রথমে ফাইজার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। এর কারণ হচ্ছে ডব্লিউএইচও এটির অনুমোদন দিয়েছে। যারা প্রথম দিকে টিকা পেয়েছেন তাঁরাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি চালু হবে। যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বয়স ৯ মাসের ওপরে হয়েছে তাঁদের বুস্টার ডোজের আওতায় আনা হবে।
জাহিদ মালেক বলেন, আমাদের টিকার কোন সংকট নেই। সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। তাই টিকার কোন সংকট হবে না।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ওমিক্রন খুবই সংক্রামক। ওমিক্রন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে। ওমিক্রন মোকাবিলায় যা যা করণীয় আছে তা আমরা করেছি। জেলা প্রশাসনগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশ থেকে যারা আসবে তাঁদের যেন কোয়ারেন্টিনে রাখা হয়। যারা বিদেশ থেকে আসবে তাঁদের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে।
জাহিদ মালেক বলেন, ভারত থেকে সীমান্ত দিয়ে যারা আসবে তাঁদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারপরও সবাইকে সতর্ক থাকতে হবে। টিকা নিলে যেকোনো ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। কাজেই টিকাটা নিয়ে নেবেন। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আলোচনা সভা শেষে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার ৭২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, ৯২ পরিবারকে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং দুই উপজেলার প্রায় ৫ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আগামীকাল থেকে ঢাকার মহাখালী উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে (বিসিপিএস) কেন্দ্রে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। উদ্বোধনী দিনে শতাধিক মানুষকে বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে। এদের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইন ওয়ার্কার, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও গণমাধ্যম কর্মীরা থাকবে।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রথমে ফাইজার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। এর কারণ হচ্ছে ডব্লিউএইচও এটির অনুমোদন দিয়েছে। যারা প্রথম দিকে টিকা পেয়েছেন তাঁরাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি চালু হবে। যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বয়স ৯ মাসের ওপরে হয়েছে তাঁদের বুস্টার ডোজের আওতায় আনা হবে।
জাহিদ মালেক বলেন, আমাদের টিকার কোন সংকট নেই। সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। তাই টিকার কোন সংকট হবে না।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ওমিক্রন খুবই সংক্রামক। ওমিক্রন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে। ওমিক্রন মোকাবিলায় যা যা করণীয় আছে তা আমরা করেছি। জেলা প্রশাসনগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশ থেকে যারা আসবে তাঁদের যেন কোয়ারেন্টিনে রাখা হয়। যারা বিদেশ থেকে আসবে তাঁদের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে।
জাহিদ মালেক বলেন, ভারত থেকে সীমান্ত দিয়ে যারা আসবে তাঁদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারপরও সবাইকে সতর্ক থাকতে হবে। টিকা নিলে যেকোনো ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। কাজেই টিকাটা নিয়ে নেবেন। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আলোচনা সভা শেষে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার ৭২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, ৯২ পরিবারকে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং দুই উপজেলার প্রায় ৫ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫