Ajker Patrika

হরিরামপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রতিনিধি, (হরিরামপুর) মানিকগঞ্জ
হরিরামপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

মানিকগঞ্জের হরিরামপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী।

গতকাল রোববার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে ছেলের বাড়িতে নিয়ে ওই ছাত্রীর বিয়ে দিচ্ছিলও তার বাবা। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন।

তিনি মুঠোফোনে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামের মোজাফফরের ছেলের সঙ্গে বাল্লা গ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হচ্ছে। রোববার বিকেলে তিনি পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। তাঁদের দেখে মেয়ের বাবা, বরসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান। তবে ছেলের বাবাকে আটক করে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, মেয়ের মা সৌদি আরবে থাকেন, বাবা জোর করে বিয়ে দিচ্ছিলও। তবে এ ঘটনার সঙ্গে একজন আইনজীবী এবং লোকাল হুজুর জড়িত রয়েছে। তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলেও তিনি জানান।

পরে ৩০ হাজার টাকা জরিমানা এবং ফের বাল্যবিবাহ আয়োজন করবেন না এমন মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ছেলের বাবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত