মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দুই অভিভাবক সদস্যকে মারধরের ঘটনার এক দিন পার হলেও এখনো মামলা হয়নি। চিকিৎসাধীন ভুক্তভোগীরা আতঙ্কে আছেন।
মারধরের শিকার দুই অভিভাবক সদস্য মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের হাত-পা ও মুখসহ শরীরের বিভিন্ন অংশে মারধরের দাগ রয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) একেএম রাসেল জানিয়েছেন, ভর্তি হওয়া দুই অভিভাবক সদস্য শঙ্কামুক্ত রয়েছেন। তবে তাঁদের আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।
সোমবার সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯২৬ সালে স্থাপিত হরিরামপুর উপজেলার ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়টি শুরু থেকে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়া তিনতলা বিশিষ্ট একটি পাকা ভবন ও পাকা ওয়ালে গড়া ওই বিদ্যালয়ের রয়েছে একটি পুকুর ও ঝিটকা বাজারের ভেতর অর্ধশতাধিক দোকান। এগুলো থেকে বছরে লাখ লাখ টাকা আয় হয়ে থাকে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা সেলিম মোল্লা চার বছর আগে দল ও নিজের প্রভাব খাঁটিয়ে বিদ্যালয়ের সভাপতির পদ বাগিয়ে নেন। কিন্তু দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের দোকান বরাদ্দে আর্থিক অনিয়ম-দুর্নীতি ও তাঁর আচরণে বিরক্ত হয়ে ওঠেন বিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীদের অভিভাবকেরা। পরে তাঁর দায়িত্ব পালন শেষে একটি অ্যাডহক কমিটি করে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়রা জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির নয় সদস্যের ভেতর গত ১৮ জুলাই অভিভাবক সদস্য পদে ভোটের মাধ্যমে চারজন নির্বাচিত হন। বাকি পাঁচজনের ভেতর রয়েছেন তিনজন শিক্ষক প্রতিনিধি, একজন দাতা সদস্য এবং একজন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য।
এই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পদে শুরু থেকে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা সেলিম মোল্লা আলোচনায় থাকলেও সংসদ সদস্য মমতাজ বেগম আলোচনায় ছিলেন না। পরে দেওয়ান সাইদুরের কাছে হেরে যাওয়ার ভয়ে তাঁর অনুসারী হিসেবে পরিচিত সেলিম মোল্লা ও আজিম খান সংসদ সদস্য মমতাজ বেগমের নাম ঘোষণা করেন। এরপর থেকে ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচনকে ঘিরে দেওয়ান সাইদুর রহমানের সমর্থকদের সঙ্গে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
গতকাল রোববার ছিল ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সকাল ১০টার পর থেকে বিদ্যালয়ে প্রবেশ করতে থাকেন দেওয়ান সায়েদুর রহমান ও মমতাজ বেগমের অনুসারীরা।
এরপর বেলা ৩টার দিকে নয় সদস্যের মধ্যে সাত সদস্যের উপস্থিতিতে উপজেলা শিক্ষা অফিসের সুপারভাইজার নির্বাচনের প্রিসাইডিং অফিসার কামরুল ইসলাম সভা শুরু করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অভিভাবক সদস্য মহিউদ্দিন মঞ্জু ও মিজানুর রহমানকে বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে নিচতলার সভাকক্ষে নিয়ে আসছিলেন। তাঁরা দুজনেই দেওয়ান সাইদুর রহমানের সমর্থক।
ওই সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী প্রতিপক্ষকে বিএনপি-জামায়াতের লোক বলে স্লোগান দিয়ে দুই অভিভাবক সদস্যকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ছিনিয়ে নিয়ে টেনে হিঁচড়ে মাঠে বের করে মারধর করে। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে বিদ্যালয়ের একটি কক্ষে রাখে।
বিকেল সাড়ে ৩টার দিকে হরিরামপুর উপজেলা ভূমি কর্মকর্তা তপসী রাবেয়া বিদ্যালয়ে এসে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছাত্রলীগের নেতাকর্মীসহ বহিরাগতদের বাইরে বের করে দিয়ে নির্বাচনী সভা শুরু করেন। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা।
ম্যানেজিং কমিটির ভুক্তভোগী অভিভাবক সদস্য মিজানুর রহমান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে বেধড়ক মারধর করা হয়েছে। আমি এখনো হাসপাতালে স্যালাইন নিচ্ছি। আমি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আমার মুরব্বিদের সঙ্গে আলোচনা করে মামলা করব।’
ঘটনার পর থেকে তিনি ও আরেক ভুক্তভোগী অভিভাবক সদস্য মহিউদ্দিন মঞ্জু হাসপাতালের ভেতর চাপা আতঙ্ক নিয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান মিজানুর রহমান।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। যদি অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুজন অভিভাবক সদস্যকে মারধরের ঘটনা দুঃখজনক। আমরা ঘটনা পুরো বিবরণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’ এই ঘটনায় ভুক্তভোগীরা মামলা করতে পারেন বলে জানান তিনি।
মানিকগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দুই অভিভাবক সদস্যকে মারধরের ঘটনার এক দিন পার হলেও এখনো মামলা হয়নি। চিকিৎসাধীন ভুক্তভোগীরা আতঙ্কে আছেন।
মারধরের শিকার দুই অভিভাবক সদস্য মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের হাত-পা ও মুখসহ শরীরের বিভিন্ন অংশে মারধরের দাগ রয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) একেএম রাসেল জানিয়েছেন, ভর্তি হওয়া দুই অভিভাবক সদস্য শঙ্কামুক্ত রয়েছেন। তবে তাঁদের আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।
সোমবার সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯২৬ সালে স্থাপিত হরিরামপুর উপজেলার ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়টি শুরু থেকে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়া তিনতলা বিশিষ্ট একটি পাকা ভবন ও পাকা ওয়ালে গড়া ওই বিদ্যালয়ের রয়েছে একটি পুকুর ও ঝিটকা বাজারের ভেতর অর্ধশতাধিক দোকান। এগুলো থেকে বছরে লাখ লাখ টাকা আয় হয়ে থাকে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা সেলিম মোল্লা চার বছর আগে দল ও নিজের প্রভাব খাঁটিয়ে বিদ্যালয়ের সভাপতির পদ বাগিয়ে নেন। কিন্তু দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের দোকান বরাদ্দে আর্থিক অনিয়ম-দুর্নীতি ও তাঁর আচরণে বিরক্ত হয়ে ওঠেন বিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীদের অভিভাবকেরা। পরে তাঁর দায়িত্ব পালন শেষে একটি অ্যাডহক কমিটি করে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়রা জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির নয় সদস্যের ভেতর গত ১৮ জুলাই অভিভাবক সদস্য পদে ভোটের মাধ্যমে চারজন নির্বাচিত হন। বাকি পাঁচজনের ভেতর রয়েছেন তিনজন শিক্ষক প্রতিনিধি, একজন দাতা সদস্য এবং একজন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য।
এই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পদে শুরু থেকে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা সেলিম মোল্লা আলোচনায় থাকলেও সংসদ সদস্য মমতাজ বেগম আলোচনায় ছিলেন না। পরে দেওয়ান সাইদুরের কাছে হেরে যাওয়ার ভয়ে তাঁর অনুসারী হিসেবে পরিচিত সেলিম মোল্লা ও আজিম খান সংসদ সদস্য মমতাজ বেগমের নাম ঘোষণা করেন। এরপর থেকে ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচনকে ঘিরে দেওয়ান সাইদুর রহমানের সমর্থকদের সঙ্গে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
গতকাল রোববার ছিল ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সকাল ১০টার পর থেকে বিদ্যালয়ে প্রবেশ করতে থাকেন দেওয়ান সায়েদুর রহমান ও মমতাজ বেগমের অনুসারীরা।
এরপর বেলা ৩টার দিকে নয় সদস্যের মধ্যে সাত সদস্যের উপস্থিতিতে উপজেলা শিক্ষা অফিসের সুপারভাইজার নির্বাচনের প্রিসাইডিং অফিসার কামরুল ইসলাম সভা শুরু করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অভিভাবক সদস্য মহিউদ্দিন মঞ্জু ও মিজানুর রহমানকে বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে নিচতলার সভাকক্ষে নিয়ে আসছিলেন। তাঁরা দুজনেই দেওয়ান সাইদুর রহমানের সমর্থক।
ওই সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী প্রতিপক্ষকে বিএনপি-জামায়াতের লোক বলে স্লোগান দিয়ে দুই অভিভাবক সদস্যকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ছিনিয়ে নিয়ে টেনে হিঁচড়ে মাঠে বের করে মারধর করে। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে বিদ্যালয়ের একটি কক্ষে রাখে।
বিকেল সাড়ে ৩টার দিকে হরিরামপুর উপজেলা ভূমি কর্মকর্তা তপসী রাবেয়া বিদ্যালয়ে এসে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছাত্রলীগের নেতাকর্মীসহ বহিরাগতদের বাইরে বের করে দিয়ে নির্বাচনী সভা শুরু করেন। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা।
ম্যানেজিং কমিটির ভুক্তভোগী অভিভাবক সদস্য মিজানুর রহমান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে বেধড়ক মারধর করা হয়েছে। আমি এখনো হাসপাতালে স্যালাইন নিচ্ছি। আমি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আমার মুরব্বিদের সঙ্গে আলোচনা করে মামলা করব।’
ঘটনার পর থেকে তিনি ও আরেক ভুক্তভোগী অভিভাবক সদস্য মহিউদ্দিন মঞ্জু হাসপাতালের ভেতর চাপা আতঙ্ক নিয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান মিজানুর রহমান।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। যদি অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুজন অভিভাবক সদস্যকে মারধরের ঘটনা দুঃখজনক। আমরা ঘটনা পুরো বিবরণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’ এই ঘটনায় ভুক্তভোগীরা মামলা করতে পারেন বলে জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫