শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি, লঞ্চ, কার্গো চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজ সোমবার সন্ধ্যায় পাটুরিয়া ঘাট ছেড়ে মহাসড়কের বিস্তৃত এলাকাজুড়ে পণ্যবাহী গাড়ির বিশাল জট দেখা যায়।
বিশেষ করে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় কাঙ্ক্ষিত যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছে না। এতে পাটুরিয়া ফেরিঘাটে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে।
যার মধ্যে এক কিলোমিটার এলাকায় দেখা গেছে যানবাহনের ডাবল লাইন।
জানা গেছে, বৃষ্টির কারণে পাটুরিয়া ঘাটের প্রতিটি পন্টুনের অ্যাপ্রোচ সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় ফেরিতে স্বাভাবিক যানবাহন লোড-আনলোড ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদীতে পানি কমে আসায় পন্টুনগুলো লো-লেভেলে চলে আসায় ফেরি থেকে যানবাহন আনলোডের পর তা স্বাভাবিক গতিতে ওপরে উঠতে না পারায় মাঝেমধ্যেই দু-একটি গাড়ি এক্সেল ভেঙে তাতে আটকে যাচ্ছে। এতে ফেরিতে যানবাহন লোড-আনলোডে বিপর্যস্ত হয়ে পড়ছে। এ ছাড়া পাটুরিয়া ফেরিঘাটের দুটি ট্রাক টার্মিনাল ভর্তি ছিল অপেক্ষমাণ পণ্যবাহী যানবাহন।
পাটুরিয়া ঘাটের অদূরে আরসিএল মোড় থেকে ঘাটমুখী লম্বা সিরিয়ালে অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকচালক মিজানুর রহমান বলেন, গত দুই দিনের টানা বৃষ্টি উপেক্ষা করে ঘাট এলাকায় এসে লাইনে আছি। ঘাটের যে অবস্থা, তাতে ফেরির নাগাল পেতে আরও কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা দায়। ঘাট এলাকায় দিনের পর দিন আটকে থাকা খুবই কষ্টকর।
ফেরি পারের জন্য অপেক্ষমাণ বাসযাত্রী নুরুল আমীন বলেন, ‘ঘাটে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করছি। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে নামারও কোনো উপায় নেই। যেকোনো অবস্থায় ফেরিতে গাড়ি উঠলেই হাঁফ ছেড়ে বাঁচতে পারি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ম্যানেজার মহীউদ্দিন রাসেল বলেন, ‘পাটুরিয়ায় বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে। কেরামত আলী ও রুহল আমীন নামে দুটি রো রো ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। সম্প্রতি এ রুটে ফেরি ডুবির পর থেকেই বাকি ফেরিগুলো বিশেষ সতর্কতার সঙ্গে চলাচল করছে। বিকল ফেরিগুলোর মেরামতের কাজ চলছে। এগুলো রুটে যুক্ত হলে ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছি।’
আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া রুটে ফেরি সংকটের পাশাপাশি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় স্বাভাবিক যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এ ছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আজ সকাল ৮টা থেকে বিকেল ৮টা পর্যন্ত সীমিত আকারে ফেরি চলাচল করায় ওই পথের অনেক যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ব্যবহার করছে। এতে এ রুটে যানবাহন চাপ বেড়েছে। দুর্ভোগ লাগবে যাত্রী বহনকারী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করায় সাধারণ পণ্যবাহী গাড়িগুলো ঘাটে আটকা থাকছে।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি, লঞ্চ, কার্গো চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজ সোমবার সন্ধ্যায় পাটুরিয়া ঘাট ছেড়ে মহাসড়কের বিস্তৃত এলাকাজুড়ে পণ্যবাহী গাড়ির বিশাল জট দেখা যায়।
বিশেষ করে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় কাঙ্ক্ষিত যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছে না। এতে পাটুরিয়া ফেরিঘাটে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে।
যার মধ্যে এক কিলোমিটার এলাকায় দেখা গেছে যানবাহনের ডাবল লাইন।
জানা গেছে, বৃষ্টির কারণে পাটুরিয়া ঘাটের প্রতিটি পন্টুনের অ্যাপ্রোচ সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় ফেরিতে স্বাভাবিক যানবাহন লোড-আনলোড ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদীতে পানি কমে আসায় পন্টুনগুলো লো-লেভেলে চলে আসায় ফেরি থেকে যানবাহন আনলোডের পর তা স্বাভাবিক গতিতে ওপরে উঠতে না পারায় মাঝেমধ্যেই দু-একটি গাড়ি এক্সেল ভেঙে তাতে আটকে যাচ্ছে। এতে ফেরিতে যানবাহন লোড-আনলোডে বিপর্যস্ত হয়ে পড়ছে। এ ছাড়া পাটুরিয়া ফেরিঘাটের দুটি ট্রাক টার্মিনাল ভর্তি ছিল অপেক্ষমাণ পণ্যবাহী যানবাহন।
পাটুরিয়া ঘাটের অদূরে আরসিএল মোড় থেকে ঘাটমুখী লম্বা সিরিয়ালে অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকচালক মিজানুর রহমান বলেন, গত দুই দিনের টানা বৃষ্টি উপেক্ষা করে ঘাট এলাকায় এসে লাইনে আছি। ঘাটের যে অবস্থা, তাতে ফেরির নাগাল পেতে আরও কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা দায়। ঘাট এলাকায় দিনের পর দিন আটকে থাকা খুবই কষ্টকর।
ফেরি পারের জন্য অপেক্ষমাণ বাসযাত্রী নুরুল আমীন বলেন, ‘ঘাটে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করছি। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে নামারও কোনো উপায় নেই। যেকোনো অবস্থায় ফেরিতে গাড়ি উঠলেই হাঁফ ছেড়ে বাঁচতে পারি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ম্যানেজার মহীউদ্দিন রাসেল বলেন, ‘পাটুরিয়ায় বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে। কেরামত আলী ও রুহল আমীন নামে দুটি রো রো ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। সম্প্রতি এ রুটে ফেরি ডুবির পর থেকেই বাকি ফেরিগুলো বিশেষ সতর্কতার সঙ্গে চলাচল করছে। বিকল ফেরিগুলোর মেরামতের কাজ চলছে। এগুলো রুটে যুক্ত হলে ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছি।’
আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া রুটে ফেরি সংকটের পাশাপাশি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় স্বাভাবিক যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এ ছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আজ সকাল ৮টা থেকে বিকেল ৮টা পর্যন্ত সীমিত আকারে ফেরি চলাচল করায় ওই পথের অনেক যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ব্যবহার করছে। এতে এ রুটে যানবাহন চাপ বেড়েছে। দুর্ভোগ লাগবে যাত্রী বহনকারী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করায় সাধারণ পণ্যবাহী গাড়িগুলো ঘাটে আটকা থাকছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে