সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই'শ টাকার বিনিময় শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি পরিবহন ও খাবার বাবদ প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে নেওয়া হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের টিকা মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। তবে টিকা রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০০ টাকা। সিঙ্গাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৮৪৫ জন শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য, ১২ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের বিনা মূল্যে করোনা ভাইরাসের টিকা দিচ্ছে সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, 'টিকা দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২ 'শ টাকা করে নিচ্ছেন শিক্ষকেরা। বিষয়টি জানাজানি হলে শিক্ষকেরা টাকা নেওয়া বন্ধ করে দেন। এ ছাড়া যেসব শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত নিতে এলাকায় মাইকিং করা হয়েছে।'
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, 'মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে টিকা দিতে হবে। তাই শিক্ষার্থীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও খাবার বাবদ দুই শত টাকা নেওয়া হয়েছিল। তবে আগামী কালের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, 'বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে টাকা ফেরত দিতে বলা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে শিক্ষার্থীরা টাকা ফেরত পেয়ে যাবে।'
মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই'শ টাকার বিনিময় শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি পরিবহন ও খাবার বাবদ প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে নেওয়া হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের টিকা মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। তবে টিকা রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০০ টাকা। সিঙ্গাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৮৪৫ জন শিক্ষার্থী রয়েছে।
উল্লেখ্য, ১২ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের বিনা মূল্যে করোনা ভাইরাসের টিকা দিচ্ছে সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, 'টিকা দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২ 'শ টাকা করে নিচ্ছেন শিক্ষকেরা। বিষয়টি জানাজানি হলে শিক্ষকেরা টাকা নেওয়া বন্ধ করে দেন। এ ছাড়া যেসব শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত নিতে এলাকায় মাইকিং করা হয়েছে।'
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, 'মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে টিকা দিতে হবে। তাই শিক্ষার্থীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও খাবার বাবদ দুই শত টাকা নেওয়া হয়েছিল। তবে আগামী কালের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, 'বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে টাকা ফেরত দিতে বলা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে শিক্ষার্থীরা টাকা ফেরত পেয়ে যাবে।'
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫