মাগুরা প্রতিনিধি
মাগুরায় আজ শনিবার সকাল ৮টায় দেশি পেঁয়াজের পাইকারি দাম ছিল ১২০ টাকা কেজি। দুপুরে ১৮০ হয়ে সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকা কেজি। গত ৮ ঘণ্টায় মাগুরা একতা কাঁচাবাজার ঘুরে এমন অস্থিতিশীল পরিস্থিতি দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, পাইকারি ২০০ টাকায় কিনে খুচরা বিক্রেতারা স্থানভেদে ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি করছেন। একই সঙ্গে আমদানি করা পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে দেশি ৮০ থেকে ১০০ টাকা।
দেশি পেঁয়াজের চড়া দামে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ ক্রেতারা। পুরোনো বাজারে বিকেলে পেঁয়াজ কিনতে আসা জালাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, ‘সকালে কিনেছি এক পোয়া (আড়াই শ গ্রাম) পেঁয়াজ ৩০ টাকা। এখন শুনছি একই পেঁয়াজ ৬০ টাকা পোয়া। মগের মুল্লুক নাকি। সকাল থেকে বিকেল হতেই ১০০ টাকা কেজিতে বাড়ে ক্যামনে।’
মাগুরা একতা পাইকারি বাজারের বিক্রেতা আবদুর রব জানান, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় পেঁয়াজ স্টকে ছিল। ১০০ টাকা করে বিক্রি করেছি, অথচ আজ শনিবার সন্ধ্যায় পাইকারি বাজারে কারও কাছে পেঁয়াজ নাই। কোথায় এত পেঁয়াজ গেছে বলতে পারছি না।’
পাইকারি বাজারের অপর বিক্রেতা স্বপন পাল বলেন, ‘শনিবার সকালে লাইন ধরে পেঁয়াজ বিক্রি করেছি। ১৮০ পর্যন্ত বিক্রি হয়েছে।’
কেন দাম বাড়ছে প্রশ্নে ব্যবসায়ীরা বলেন, ‘শুনেছি ভারত আগামী চার মাস পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখবে। তাই দেশি পেঁয়াজসহ সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। রোববারে পেঁয়াজ সেভাবে না-ও পাওয়া যেতে পারে। তবে দাম এখন লাগাম ছাড়া হয়ে যেতে পারে বলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন।’
এ বিষয়ে মাগুরা ভোক্তা-অধিকার সংরক্ষণ কর্মকর্তা মামুনুল হাসান আজ সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে বলেন, ‘রোববার আমরা বড় বাজারগুলোতে যাব। কেন দাম বাড়ছে, সেটা দেখে তার পর প্রয়োজনীয় পদক্ষেপ জানাতে পারব।’
মাগুরায় আজ শনিবার সকাল ৮টায় দেশি পেঁয়াজের পাইকারি দাম ছিল ১২০ টাকা কেজি। দুপুরে ১৮০ হয়ে সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকা কেজি। গত ৮ ঘণ্টায় মাগুরা একতা কাঁচাবাজার ঘুরে এমন অস্থিতিশীল পরিস্থিতি দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, পাইকারি ২০০ টাকায় কিনে খুচরা বিক্রেতারা স্থানভেদে ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি করছেন। একই সঙ্গে আমদানি করা পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে দেশি ৮০ থেকে ১০০ টাকা।
দেশি পেঁয়াজের চড়া দামে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ ক্রেতারা। পুরোনো বাজারে বিকেলে পেঁয়াজ কিনতে আসা জালাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, ‘সকালে কিনেছি এক পোয়া (আড়াই শ গ্রাম) পেঁয়াজ ৩০ টাকা। এখন শুনছি একই পেঁয়াজ ৬০ টাকা পোয়া। মগের মুল্লুক নাকি। সকাল থেকে বিকেল হতেই ১০০ টাকা কেজিতে বাড়ে ক্যামনে।’
মাগুরা একতা পাইকারি বাজারের বিক্রেতা আবদুর রব জানান, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় পেঁয়াজ স্টকে ছিল। ১০০ টাকা করে বিক্রি করেছি, অথচ আজ শনিবার সন্ধ্যায় পাইকারি বাজারে কারও কাছে পেঁয়াজ নাই। কোথায় এত পেঁয়াজ গেছে বলতে পারছি না।’
পাইকারি বাজারের অপর বিক্রেতা স্বপন পাল বলেন, ‘শনিবার সকালে লাইন ধরে পেঁয়াজ বিক্রি করেছি। ১৮০ পর্যন্ত বিক্রি হয়েছে।’
কেন দাম বাড়ছে প্রশ্নে ব্যবসায়ীরা বলেন, ‘শুনেছি ভারত আগামী চার মাস পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখবে। তাই দেশি পেঁয়াজসহ সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। রোববারে পেঁয়াজ সেভাবে না-ও পাওয়া যেতে পারে। তবে দাম এখন লাগাম ছাড়া হয়ে যেতে পারে বলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন।’
এ বিষয়ে মাগুরা ভোক্তা-অধিকার সংরক্ষণ কর্মকর্তা মামুনুল হাসান আজ সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে বলেন, ‘রোববার আমরা বড় বাজারগুলোতে যাব। কেন দাম বাড়ছে, সেটা দেখে তার পর প্রয়োজনীয় পদক্ষেপ জানাতে পারব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে