মাগুরা প্রতিনিধি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরের একটি শহর চেঙ্গাং মাই। সেখান থেকে বাইসাইকেল চালিয়ে হজ করার উদ্দেশে ঘর ছেড়েছেন আব্দুস সালাম। কিন্তু ব্যাংকক থেকে মিয়ানমারের ঢোকার অনুমতি না পেয়ে বিমানে ঢাকায় নেমেছেন বাইসাইকেল নিয়ে।
ঢাকা থেকে গতকাল শনিবার রাতে মাগুরা জেলা শহরের পারনান্দুয়ালী পৌঁছান তিনি। এ সময় কথা হয় ৬৪ বছর বয়সী ধাই নাগরিক আব্দুস সালামের সঙ্গে।
কিছুটা ইংরেজিতে কথা বলতে পারেন আব্দুস সালাম। আজকের পত্রিকাকে তিনি জানান, ছোটবেলা থেকে তাঁর বাইসাইকেল চালানো শখ। নিজ দেশে তিনি বহুবার ঘুরে বেরিয়েছেন নানা জায়গাতে। গত তিন বছর আগে থেকে পরিকল্পনা করেন বাইসাইকেল চালিয়ে হজ করতে যাবেন। এরপর বাড়ি থেকে বের হন এ মাসের ১৫ জানুয়ারিতে। পরের দিন ব্যাংকক পৌঁছে জানলেন মিয়ানমারে নানা জটিলতায় ঢুকতে পারবেন না। তাই প্লেনে করে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। সেখানে থেকে বাইসাইকেল চালিয়ে পাটুরিয়ার ফেরি ঘাট হয়ে শনিবার পৌঁছান মাগুরা জেলায়। কিন্তু সন্ধ্যা নামায় শনিবার সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকার বেপারী পাড়া মসজিদে আসেন। এরপর স্থানীয়রা তাঁকে রাতে থাকার ব্যবস্থা করেন।
আব্দুস সালাম জানান, তিনি তাঁর এলাকায় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে অবসরপ্রাপ্ত হওয়ার পর বাইসাইকেল চালিয়ে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর স্ত্রীও শিক্ষক। কোনো সন্তান না থাকায় দুজনের জীবন অনেকটা নিজেদের মতো করে কাটাচ্ছেন তাঁরা।
থাই এই নাগরিক জানান, পথ চেনার জন্য তিনি গুগল ম্যাপকে কাজে লাগাচ্ছেন। মাগুরা থেকে যশোর গিয়ে তিনি বেনাপোল সীমান্ত বন্দরে যাবেন। সেখানে থেকে ভারতে ঢোকার অনুমতি পেলে রোববারেই ভারত থেকে দিল্লির দিকে যাবেন বাইসাইকেলে। তাঁর ইচ্ছা ভারত থেকে কাশ্মীর হয়ে পাকিস্তান যাবেন। এরপর ইয়েমেন থেকে ইরান সীমান্ত হয়ে সৌদি আরবে ঢুকবেন। সৌদি যেতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানান তিনি।
পারনান্দুয়ালী এলাকার ইমরান হোসেন জানান, আজ রোববার ফজরের নামাজ মসজিদে পড়েন এই থাই নাগরিক। এরপর বিদায় দিতে গ্রামের অনেকে জড়ো হন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরের একটি শহর চেঙ্গাং মাই। সেখান থেকে বাইসাইকেল চালিয়ে হজ করার উদ্দেশে ঘর ছেড়েছেন আব্দুস সালাম। কিন্তু ব্যাংকক থেকে মিয়ানমারের ঢোকার অনুমতি না পেয়ে বিমানে ঢাকায় নেমেছেন বাইসাইকেল নিয়ে।
ঢাকা থেকে গতকাল শনিবার রাতে মাগুরা জেলা শহরের পারনান্দুয়ালী পৌঁছান তিনি। এ সময় কথা হয় ৬৪ বছর বয়সী ধাই নাগরিক আব্দুস সালামের সঙ্গে।
কিছুটা ইংরেজিতে কথা বলতে পারেন আব্দুস সালাম। আজকের পত্রিকাকে তিনি জানান, ছোটবেলা থেকে তাঁর বাইসাইকেল চালানো শখ। নিজ দেশে তিনি বহুবার ঘুরে বেরিয়েছেন নানা জায়গাতে। গত তিন বছর আগে থেকে পরিকল্পনা করেন বাইসাইকেল চালিয়ে হজ করতে যাবেন। এরপর বাড়ি থেকে বের হন এ মাসের ১৫ জানুয়ারিতে। পরের দিন ব্যাংকক পৌঁছে জানলেন মিয়ানমারে নানা জটিলতায় ঢুকতে পারবেন না। তাই প্লেনে করে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। সেখানে থেকে বাইসাইকেল চালিয়ে পাটুরিয়ার ফেরি ঘাট হয়ে শনিবার পৌঁছান মাগুরা জেলায়। কিন্তু সন্ধ্যা নামায় শনিবার সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকার বেপারী পাড়া মসজিদে আসেন। এরপর স্থানীয়রা তাঁকে রাতে থাকার ব্যবস্থা করেন।
আব্দুস সালাম জানান, তিনি তাঁর এলাকায় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে অবসরপ্রাপ্ত হওয়ার পর বাইসাইকেল চালিয়ে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর স্ত্রীও শিক্ষক। কোনো সন্তান না থাকায় দুজনের জীবন অনেকটা নিজেদের মতো করে কাটাচ্ছেন তাঁরা।
থাই এই নাগরিক জানান, পথ চেনার জন্য তিনি গুগল ম্যাপকে কাজে লাগাচ্ছেন। মাগুরা থেকে যশোর গিয়ে তিনি বেনাপোল সীমান্ত বন্দরে যাবেন। সেখানে থেকে ভারতে ঢোকার অনুমতি পেলে রোববারেই ভারত থেকে দিল্লির দিকে যাবেন বাইসাইকেলে। তাঁর ইচ্ছা ভারত থেকে কাশ্মীর হয়ে পাকিস্তান যাবেন। এরপর ইয়েমেন থেকে ইরান সীমান্ত হয়ে সৌদি আরবে ঢুকবেন। সৌদি যেতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানান তিনি।
পারনান্দুয়ালী এলাকার ইমরান হোসেন জানান, আজ রোববার ফজরের নামাজ মসজিদে পড়েন এই থাই নাগরিক। এরপর বিদায় দিতে গ্রামের অনেকে জড়ো হন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫