মাগুরা প্রতিনিধি
ক্রিকেট ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার-প্রচারণা ব্যানারে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা গেলেও এবার রাজনৈতিক ব্যানারে দেখা যাচ্ছে তাঁকে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে সাঁটানো হয়েছে শুভেচ্ছা ব্যানার।
মাগুরা শহরের কেশব মোড়ের বাড়ির মূল ফটকসংলগ্ন দেয়ালে দেখা যায়, নৌকায় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতাসংবলিত সেসব ব্যানার।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই ব্যানারগুলো সাঁটানো হয়। এত দিন ক্রিকেটার হিসেবে দেখার পর এই প্রথম রাজনৈতিক ব্যানারে তাঁকে দেখতে পেয়ে অনেকেই দাঁড়িয়ে ব্যানার দেখছেন।
স্থানীয় বাসিন্দা বাবুল মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনা তাঁকে (সাকিব) নৌকা দিয়েছেন, এটা ভাবতেও পারিনি। কারণ, সে কখনো রাজনীতি করেনি। এখন রাজনীতিতে নাম লেখালেন, তাই বিষয়টি অন্য রকম লাগছে।’
সরেজমিন দেখা গেছে, মনোনয়ন পাওয়ার পর আজ সোমবার সকাল থেকে সাকিব আল হাসানের কেশব মোড়ের বাড়ির চেহারা উৎসব মুখর হয়ে উঠেছে। মানুষের বসার ব্যবস্থাসহ বাড়ির উত্তর পাশে ছোট্ট মাঠে ত্রিপল দিয়ে সাজানো হচ্ছে ছাউনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব ঢাকা থেকে আগামী মঙ্গলবার যেকোনো সময় মাগুরায় আসবেন।
নৌকা প্রতীকে সাকিবকে এবার বিপুল ভোটে নির্বাচিত করতে চান স্থানীয়রা। তাঁদের আশা, সাকিব আল হাসান এমপি নির্বাচিত হলে বিভিন্ন কাজের পাশাপাশি খেলাধুলাকে অন্য পর্যায়ে নিয়ে যাবেন। সেই সঙ্গে তিনি একজন স্পোর্টসম্যান হওয়ায় স্থানীয় খেলোয়াড়দের আরও বড় পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
মাগুরা-১ আসনটি সদর উপজেলার চারটি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে। এ আসনে বর্তমান সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।
ক্রিকেট ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার-প্রচারণা ব্যানারে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা গেলেও এবার রাজনৈতিক ব্যানারে দেখা যাচ্ছে তাঁকে। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে সাঁটানো হয়েছে শুভেচ্ছা ব্যানার।
মাগুরা শহরের কেশব মোড়ের বাড়ির মূল ফটকসংলগ্ন দেয়ালে দেখা যায়, নৌকায় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতাসংবলিত সেসব ব্যানার।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই ব্যানারগুলো সাঁটানো হয়। এত দিন ক্রিকেটার হিসেবে দেখার পর এই প্রথম রাজনৈতিক ব্যানারে তাঁকে দেখতে পেয়ে অনেকেই দাঁড়িয়ে ব্যানার দেখছেন।
স্থানীয় বাসিন্দা বাবুল মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনা তাঁকে (সাকিব) নৌকা দিয়েছেন, এটা ভাবতেও পারিনি। কারণ, সে কখনো রাজনীতি করেনি। এখন রাজনীতিতে নাম লেখালেন, তাই বিষয়টি অন্য রকম লাগছে।’
সরেজমিন দেখা গেছে, মনোনয়ন পাওয়ার পর আজ সোমবার সকাল থেকে সাকিব আল হাসানের কেশব মোড়ের বাড়ির চেহারা উৎসব মুখর হয়ে উঠেছে। মানুষের বসার ব্যবস্থাসহ বাড়ির উত্তর পাশে ছোট্ট মাঠে ত্রিপল দিয়ে সাজানো হচ্ছে ছাউনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব ঢাকা থেকে আগামী মঙ্গলবার যেকোনো সময় মাগুরায় আসবেন।
নৌকা প্রতীকে সাকিবকে এবার বিপুল ভোটে নির্বাচিত করতে চান স্থানীয়রা। তাঁদের আশা, সাকিব আল হাসান এমপি নির্বাচিত হলে বিভিন্ন কাজের পাশাপাশি খেলাধুলাকে অন্য পর্যায়ে নিয়ে যাবেন। সেই সঙ্গে তিনি একজন স্পোর্টসম্যান হওয়ায় স্থানীয় খেলোয়াড়দের আরও বড় পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
মাগুরা-১ আসনটি সদর উপজেলার চারটি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে। এ আসনে বর্তমান সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে