Ajker Patrika

মাগুরায় দরজা ভেঙে ঘরে ঢুকে শাবলের আঘাতে স্ত্রীকে হত্যা

মাগুরা প্রতিনিধি 
মাগুরার শালিখায় নিহতের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা
মাগুরার শালিখায় নিহতের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মাগুরার শালিখায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে নিজ ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সোনালী বেগম (৩৮) হরিশপুরের মিজানুর মোল্যার স্ত্রী। ঘটনার পর থেকে মিজানুর পলাতক আছেন।

প্রতিবেশী জুয়েল জানান, ভোরে মিজানুরকে ঘরের সিঁড়ির ওপর বসে থাকতে দেখা যায়। তিনি ঘরে ঢুকতে চাইলে ভেতর থেকে স্ত্রী দরজা খুলছিলেন না। কিছুক্ষণ পর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে মিজানুরের মেয়ে মদিনা (১১) জানায়, তার মাকে বাবা হত্যা করেছে।

প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, মিজানুর চট্টগ্রামে শ্রমিকের কাজ করেন। আজ ভোরে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে দরজা খুলতে বলেন। কিন্তু পারিবারিক কলহের কারণে স্ত্রী তাতে রাজি না হয়ে আগে তাঁর মাকে খবর দিতে বলেন। পরে মিজানুর শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রীর মাথায় আঘাত করলে তিনি মারা যান।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর শিশুকন্যার সামনে স্ত্রীকে হত্যা করে। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত