মাগুরা প্রতিনিধি
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেল তো সোজা চলে, ধাক্কা লাগার কথা নয়। তাহলে কেন দুর্ঘটনা ঘটলে বারবার রেলের ওপরে দায় দেওয়া হয়? রেল কর্তৃপক্ষ কেন দায় নিতে যাবে। রেল আইন অনুসারে, রেললাইনের আশপাশে ১৪৪ ধারা জারি থাকে। তাহলে রেলের ওপরে এসে কীভাবে দুর্ঘটনা ঘটে?’
আজ মঙ্গলবার দুপুরে মাগুরা রেললাইনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, ‘রেল নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এটা নিরসনে আমরা কাজ করছি। রেলের ওপরে কেউ মোবাইলে কথা বলতে বলতে দুর্ঘটনায় পড়লে সে দায় কেন রেল কর্তৃপক্ষ নেবে? কোনো যান এসে পড়লে তার দায়ভারও কেন রেলের নিতে হবে? এই বিষয়গুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পৌরসভা, সড়ক বিভাগসহ রেললাইনের অঞ্চলগুলোর পাশে থাকা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে সমন্বয় করে নিতে পারি। এতে আমাদের সকলের জন্য ভালো হবে।’
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাগুরা মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর রেলমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, কয়েক বছর হতে চলল। মাগুরার মানুষ রেললাইনে উঠতে চায়। আশা করি, জমি অধিগ্রহণ দ্রুত শেষে করে রেললাইনের কাজ পুরোপুরি শুরু হবে।
প্রসঙ্গত, মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পে ১ হাজার ২০৪ কোটি টাকা ব্যয়ে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪ দশমিক ৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণকাজ চলমান।
এ ছাড়া মাগুরা ও কামারখালীতে দুটি নতুন স্টেশন ও দুটি প্ল্যাটফর্ম, দুটি শেড নির্মাণ, একটি আন্ডারপাস, গড়াই ও চন্দনায় দুটি মেজর রেলসেতু, ২৮ মাইনর ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এর পাশাপাশি সিগন্যালিং ও ইলেকট্রিক্যাল কাজ করা হবে। এ কাজের জন্য ১৩০ একর ভূমি অধিগ্রহণের কাজ তিন বছর হলো শেষ হয়নি বলে স্থানীয়রা নানা সময়ে ক্ষোভ প্রকাশ করে আসছে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেল তো সোজা চলে, ধাক্কা লাগার কথা নয়। তাহলে কেন দুর্ঘটনা ঘটলে বারবার রেলের ওপরে দায় দেওয়া হয়? রেল কর্তৃপক্ষ কেন দায় নিতে যাবে। রেল আইন অনুসারে, রেললাইনের আশপাশে ১৪৪ ধারা জারি থাকে। তাহলে রেলের ওপরে এসে কীভাবে দুর্ঘটনা ঘটে?’
আজ মঙ্গলবার দুপুরে মাগুরা রেললাইনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, ‘রেল নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এটা নিরসনে আমরা কাজ করছি। রেলের ওপরে কেউ মোবাইলে কথা বলতে বলতে দুর্ঘটনায় পড়লে সে দায় কেন রেল কর্তৃপক্ষ নেবে? কোনো যান এসে পড়লে তার দায়ভারও কেন রেলের নিতে হবে? এই বিষয়গুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পৌরসভা, সড়ক বিভাগসহ রেললাইনের অঞ্চলগুলোর পাশে থাকা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে সমন্বয় করে নিতে পারি। এতে আমাদের সকলের জন্য ভালো হবে।’
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাগুরা মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর রেলমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, কয়েক বছর হতে চলল। মাগুরার মানুষ রেললাইনে উঠতে চায়। আশা করি, জমি অধিগ্রহণ দ্রুত শেষে করে রেললাইনের কাজ পুরোপুরি শুরু হবে।
প্রসঙ্গত, মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পে ১ হাজার ২০৪ কোটি টাকা ব্যয়ে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪ দশমিক ৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণকাজ চলমান।
এ ছাড়া মাগুরা ও কামারখালীতে দুটি নতুন স্টেশন ও দুটি প্ল্যাটফর্ম, দুটি শেড নির্মাণ, একটি আন্ডারপাস, গড়াই ও চন্দনায় দুটি মেজর রেলসেতু, ২৮ মাইনর ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এর পাশাপাশি সিগন্যালিং ও ইলেকট্রিক্যাল কাজ করা হবে। এ কাজের জন্য ১৩০ একর ভূমি অধিগ্রহণের কাজ তিন বছর হলো শেষ হয়নি বলে স্থানীয়রা নানা সময়ে ক্ষোভ প্রকাশ করে আসছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে