মাগুরা প্রতিনিধি
সাকিব আল হাসান বলেছেন, ‘আমাদের প্রচেষ্টা থাকবে আমরা যেন ভোটকেন্দ্রে বেশি পরিমাণে ভোটার টানতে পারি। আমরা চেষ্টা করব আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার। সব ভোটার যেন ভোটকেন্দ্রে আসেন, সেটা সবাইকে চেষ্টা করতে হবে।’
আজ সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়ে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
সাকিব বলেন, ‘ভোটাররা যেন আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছা তাঁকে ভোট দিতে পারেন। আমাকেও আমি ভোট দিতে বলছি। ভোটাধিকার সবার গণতান্ত্রিক অধিকার। এই পাঁচ বছরে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাঁরা তাঁদের পছন্দসই প্রার্থীকে ভোট দিন। আমি চাই, তাঁরা তাঁদের ভোটের যে অধিকার, তা যেন দিতে পারে নির্বাচনের দিন।’
ক্রিকেটার থেকে মাগুরার একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন; মাগুরা নিয়ে তাঁর ভাবনা জানতে চাইলে সাংবাদিকদের সাকিব বলেন, ‘মাগুরা থেকে আমি অনেক কিছু পেয়েছি। মাগুরা থেকে আমার আর কিছু চাইবার নেই। বরং নিজ জেলা মাগুরাকে দিতে চাই এবার। মানুষের সেবা করতে চাই, একজন জনপ্রতিনিধি হয়ে যা করা সহজ হবে। আমি কিছু দিতে পারলে মাগুরার জন্য সেটা আমার জন্য খুব ভালো লাগবে। সবার পরামর্শ শুনব, কথা শুনব। এগিয়ে যাবে মাগুরা আশা করি।’
মাগুরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) আবু নাসের বেগের কাছ থেকে সাকিব নৌকা প্রতীক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতারা।
নৌকা প্রতীকের পাশাপাশি রিটার্নিং কার্যালয়ে থেকে প্রতীক পান বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক), জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সাইফিন সাইফ (লাঙ্গল প্রতীক), তৃণমূল বিএনপির প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি (সোনালি আঁশ) এবং বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতসিম বিল্লাহ (টেলিভিশন)।
জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানা গেছে, আজ দুপুর থেকে প্রার্থীরা প্রচার কাজ চালাতে পারবেন।
সাকিব আল হাসান বলেছেন, ‘আমাদের প্রচেষ্টা থাকবে আমরা যেন ভোটকেন্দ্রে বেশি পরিমাণে ভোটার টানতে পারি। আমরা চেষ্টা করব আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার। সব ভোটার যেন ভোটকেন্দ্রে আসেন, সেটা সবাইকে চেষ্টা করতে হবে।’
আজ সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়ে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
সাকিব বলেন, ‘ভোটাররা যেন আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছা তাঁকে ভোট দিতে পারেন। আমাকেও আমি ভোট দিতে বলছি। ভোটাধিকার সবার গণতান্ত্রিক অধিকার। এই পাঁচ বছরে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাঁরা তাঁদের পছন্দসই প্রার্থীকে ভোট দিন। আমি চাই, তাঁরা তাঁদের ভোটের যে অধিকার, তা যেন দিতে পারে নির্বাচনের দিন।’
ক্রিকেটার থেকে মাগুরার একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন; মাগুরা নিয়ে তাঁর ভাবনা জানতে চাইলে সাংবাদিকদের সাকিব বলেন, ‘মাগুরা থেকে আমি অনেক কিছু পেয়েছি। মাগুরা থেকে আমার আর কিছু চাইবার নেই। বরং নিজ জেলা মাগুরাকে দিতে চাই এবার। মানুষের সেবা করতে চাই, একজন জনপ্রতিনিধি হয়ে যা করা সহজ হবে। আমি কিছু দিতে পারলে মাগুরার জন্য সেটা আমার জন্য খুব ভালো লাগবে। সবার পরামর্শ শুনব, কথা শুনব। এগিয়ে যাবে মাগুরা আশা করি।’
মাগুরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) আবু নাসের বেগের কাছ থেকে সাকিব নৌকা প্রতীক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতারা।
নৌকা প্রতীকের পাশাপাশি রিটার্নিং কার্যালয়ে থেকে প্রতীক পান বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক), জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সাইফিন সাইফ (লাঙ্গল প্রতীক), তৃণমূল বিএনপির প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি (সোনালি আঁশ) এবং বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতসিম বিল্লাহ (টেলিভিশন)।
জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানা গেছে, আজ দুপুর থেকে প্রার্থীরা প্রচার কাজ চালাতে পারবেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে