Ajker Patrika

মাদারীপুরে মাইক্রোবাস উল্টে যুবক নিহত, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২৩, ১৪: ১৬
মাদারীপুরে মাইক্রোবাস উল্টে যুবক নিহত, আহত ৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলায় নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস উল্টে জগৎ মৃধা (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার পান্থপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত জগৎ মৃধা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাউলটুরী এলাকার মৃত কিরণ মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বরিশাল থেকে ছয়জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশে রওনা হয়। মাদারীপুরের ডাসার উপজেলার পান্থপাড়া এলাকায় গেলে গাড়িটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী জগৎ মৃধা নিহত হন।

আহত পাঁচ যাত্রী হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার জিয়াউল হক, ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুর এলাকার রিয়াদ হোসেন, একই এলাকার পারভেজ খান, আমির হক ও চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার কবির হোসেন। তাঁদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। আরও পাঁছজন আহত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত