মাদারীপুর প্রতিনিধি
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাই। কারণ, মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই পাওয়ার কথা ছিল, তা মেলেনি। হাসপাতালে ১০ শয্যার আইসিইউ থাকলেও তা আমাদের কাজে আসছে না।’ কথাগুলো মাদারীপুর শহরের ১ নম্বর শকুনি এলাকার তানমিরা জেবুর।
শুধু জেবু নয়; আরও অনেকেই মাদারীপুর সদর হাসপাতালের আইসিইউ সেবা না পেয়ে দুর্ভোগে পড়েন। সাইম নামের এক ব্যক্তি বলেন, ‘আমার মা পরপর দুবার হার্টের সমস্যার জন্য অসুস্থ হয়ে পড়েন। তাঁকে জরুরিভাবে ঢাকায় নেওয়া হয়। কিন্তু এখানে আইসিইউ চালু থাকলে হয়তো ঢাকায় নেওয়ার প্রয়োজন হতো না। অনেক গরিব রোগী আছে, যাদের আইসিইউর প্রয়োজন হলে তাদের পক্ষে ঢাকা বা ফরিদপুরে নিয়ে চিকিৎসা করানো সম্ভব হয় না। বিনা চিকিৎসায় অনেকেরই মৃত্যু হয়। এ জন্য এই মাদারীপুরে জরুরিভাবে আইসিইউ চালু দরকার বলে মনে করি।’
হাসপাতালের সূত্র বলেছে, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটির উদ্বোধন করা হয়। এরপর ৩ কোটি টাকার আইসিইউসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়। ২০২৩ সালের নভেম্বরে উদ্বোধনও করা হয় আইসিইউ।
তবে জনবলসংকটে চালু করা যায়নি আইসিইউ। এতে আইসিইউর সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার মানুষ।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম বলেন, ১০ শয্যার আইসিইউ চালু করার জন্য চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে ৬৪ জনবল দরকার। ৬৪ জনের একটা তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তবে শুরুর দিকে ৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিছুদিন পর আবার বদলি করে নেওয়া হয়েছে। তবে ২০ জন হলেও কষ্ট করে আইসিইউ চালানো সম্ভব ছিল। কিন্তু তা-ও পাচ্ছি না। তাই আইসিইউ চালু করা সম্ভব হচ্ছে না।
শুধু আইসিইউ-ই নয়; জনবলের ঘাটতির কারণে হাসপাতালের অনেক সেবা চালু করা সম্ভব হচ্ছে না। সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের ২৬৭ পদের ১০২টি খালি আছে।
মাদারীপুরের ইতিহাস গবেষক সুবল বিশ্বাস বলেন, ‘মানুষ যখন অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চলে যায় এবং বেঁচে থাকার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলে, তখন তার জন্য আইসিইউ প্রয়োজন হয়। সেই অসুস্থ রোগীকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়। সেই মহামূল্যবান যন্ত্র মাদারীপুরে থাকলেও রোগীদের কোনো কাজেই আসছে না।
রোগী ও তাঁদের স্বজনেরা জানান, এখানে ১০ বেডের আইসিইউ থাকলেও চালুর অভাবে আমরা সেবা পাচ্ছি না। তাহলে কোটি কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে যন্ত্রপাতি কেনার দরকার ছিল না। আমরা দ্রুত আইসিইউ সেবা চালুর দাবি জানাচ্ছি। আইসিইউ সেবা চালু হলে রোগীরা উন্নত সেবা পাবে, এতে মৃত্যুর ঝুঁকিও কমবে। তা ছাড়া সামান্য একটু সমস্যা দেখা দিলেই হাসপাতাল থেকে রোগীদের ফরিদপুর বা ঢাকায় পাঠানো হয়। আইসিইউ চালু থাকলে এই প্রবণতাও কিছুটা কমে যাবে।’
নিরাপদ চিকিৎসা চাইয়ের মাদারীপুরের সভাপতি মশিউর রহমান পারভেজ বলেন, ‘জনগণের টাকায় নির্মিত হাসপাতাল, অথচ জনগণ এর কোনো পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে না। কোটি কোটি টাকা ব্যয়ে আইসিইউ সেবার জন্য যন্ত্রপাতি কেনা হলেও সেবা দেওয়ার কোনো অগ্রগতি নেই। তাই জনগণের সেবার কথা চিন্তা করে দ্রুত আইসিইউ চালুর দাবি জানাই।’
মাদারীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন শামীম আকতার বলেন, জনবলের ঘাটতি পূরণ হলেই আইসিইউসহ সব ধরনের সেবা পাবেন রোগীরা।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাই। কারণ, মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই পাওয়ার কথা ছিল, তা মেলেনি। হাসপাতালে ১০ শয্যার আইসিইউ থাকলেও তা আমাদের কাজে আসছে না।’ কথাগুলো মাদারীপুর শহরের ১ নম্বর শকুনি এলাকার তানমিরা জেবুর।
শুধু জেবু নয়; আরও অনেকেই মাদারীপুর সদর হাসপাতালের আইসিইউ সেবা না পেয়ে দুর্ভোগে পড়েন। সাইম নামের এক ব্যক্তি বলেন, ‘আমার মা পরপর দুবার হার্টের সমস্যার জন্য অসুস্থ হয়ে পড়েন। তাঁকে জরুরিভাবে ঢাকায় নেওয়া হয়। কিন্তু এখানে আইসিইউ চালু থাকলে হয়তো ঢাকায় নেওয়ার প্রয়োজন হতো না। অনেক গরিব রোগী আছে, যাদের আইসিইউর প্রয়োজন হলে তাদের পক্ষে ঢাকা বা ফরিদপুরে নিয়ে চিকিৎসা করানো সম্ভব হয় না। বিনা চিকিৎসায় অনেকেরই মৃত্যু হয়। এ জন্য এই মাদারীপুরে জরুরিভাবে আইসিইউ চালু দরকার বলে মনে করি।’
হাসপাতালের সূত্র বলেছে, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটির উদ্বোধন করা হয়। এরপর ৩ কোটি টাকার আইসিইউসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়। ২০২৩ সালের নভেম্বরে উদ্বোধনও করা হয় আইসিইউ।
তবে জনবলসংকটে চালু করা যায়নি আইসিইউ। এতে আইসিইউর সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার মানুষ।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম বলেন, ১০ শয্যার আইসিইউ চালু করার জন্য চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে ৬৪ জনবল দরকার। ৬৪ জনের একটা তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তবে শুরুর দিকে ৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিছুদিন পর আবার বদলি করে নেওয়া হয়েছে। তবে ২০ জন হলেও কষ্ট করে আইসিইউ চালানো সম্ভব ছিল। কিন্তু তা-ও পাচ্ছি না। তাই আইসিইউ চালু করা সম্ভব হচ্ছে না।
শুধু আইসিইউ-ই নয়; জনবলের ঘাটতির কারণে হাসপাতালের অনেক সেবা চালু করা সম্ভব হচ্ছে না। সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের ২৬৭ পদের ১০২টি খালি আছে।
মাদারীপুরের ইতিহাস গবেষক সুবল বিশ্বাস বলেন, ‘মানুষ যখন অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চলে যায় এবং বেঁচে থাকার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলে, তখন তার জন্য আইসিইউ প্রয়োজন হয়। সেই অসুস্থ রোগীকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়। সেই মহামূল্যবান যন্ত্র মাদারীপুরে থাকলেও রোগীদের কোনো কাজেই আসছে না।
রোগী ও তাঁদের স্বজনেরা জানান, এখানে ১০ বেডের আইসিইউ থাকলেও চালুর অভাবে আমরা সেবা পাচ্ছি না। তাহলে কোটি কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে যন্ত্রপাতি কেনার দরকার ছিল না। আমরা দ্রুত আইসিইউ সেবা চালুর দাবি জানাচ্ছি। আইসিইউ সেবা চালু হলে রোগীরা উন্নত সেবা পাবে, এতে মৃত্যুর ঝুঁকিও কমবে। তা ছাড়া সামান্য একটু সমস্যা দেখা দিলেই হাসপাতাল থেকে রোগীদের ফরিদপুর বা ঢাকায় পাঠানো হয়। আইসিইউ চালু থাকলে এই প্রবণতাও কিছুটা কমে যাবে।’
নিরাপদ চিকিৎসা চাইয়ের মাদারীপুরের সভাপতি মশিউর রহমান পারভেজ বলেন, ‘জনগণের টাকায় নির্মিত হাসপাতাল, অথচ জনগণ এর কোনো পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে না। কোটি কোটি টাকা ব্যয়ে আইসিইউ সেবার জন্য যন্ত্রপাতি কেনা হলেও সেবা দেওয়ার কোনো অগ্রগতি নেই। তাই জনগণের সেবার কথা চিন্তা করে দ্রুত আইসিইউ চালুর দাবি জানাই।’
মাদারীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন শামীম আকতার বলেন, জনবলের ঘাটতি পূরণ হলেই আইসিইউসহ সব ধরনের সেবা পাবেন রোগীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে