শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জোহানেসবার্গ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শামীম শিকদার (৪০)। তিনি মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো. আনিছ শিকদারের ছেলে।
নিহতের পরিবার বলছে, প্রায় ১৪ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান শামীম শিকদার। আফ্রিকার জোহানেসবার্গ এলাকায় একটি মুদি দোকানের ব্যবসায় করেন তিনি। গত বছরের অক্টোবরে ছুটিতে দেশে এসেছিলেন। সোমবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা চাইতে আসে তাঁর ওই দোকানে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি গুলি করে সন্ত্রাসীরা। এ সময় গুরুতর আহত অবস্থায় শামীমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শামীম শিকদারের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রী সৈয়দা নাসিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সন্তানেরা এতিম হয়ে গেল। আমরা এখন কীভাবে বাঁচব। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী।’
শামীম শিকদারে বড় ছেলে আরিফ বলেন, ‘আমার আব্বাকে বিদেশে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। এখন আব্বার লাশ যেন দ্রুত দেশে আনা যায় এ জন্য সকলের সহযোগিতা চাই।’
নিহতের চাচাতো ভাই আব্দুল জলিল শিকদার বলেন, ‘প্রায় ১৪ বছর ধরে আফ্রিকায় থাকত শামীম। গতকাল রাতে চাঁদা নিতে এসে সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করেছে। ওর কাছে মোটা অঙ্কের টাকা চেয়েছিল। কিন্তু অত টাকা দিতে না চাওয়ার সঙ্গে সঙ্গেই গুলি করে সন্ত্রাসীরা।’
শামীমের বাবা আনিছ শিকদারের বলেন, ‘আমার মেজ ছেলে শামীম ছুটিতে বাড়ি আসছিল সাত মাস আগে। প্রায় দিনই ফোনে কথা হইতো। গতকাল রাতে শুনি আমার বাবায় আর নাই! এখন লাশ দ্রুত বাংলাদেশ ফিরায়ে আনতে সকলের সহযোগিতা কামনা চাই।’
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জোহানেসবার্গ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শামীম শিকদার (৪০)। তিনি মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো. আনিছ শিকদারের ছেলে।
নিহতের পরিবার বলছে, প্রায় ১৪ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান শামীম শিকদার। আফ্রিকার জোহানেসবার্গ এলাকায় একটি মুদি দোকানের ব্যবসায় করেন তিনি। গত বছরের অক্টোবরে ছুটিতে দেশে এসেছিলেন। সোমবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা চাইতে আসে তাঁর ওই দোকানে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি গুলি করে সন্ত্রাসীরা। এ সময় গুরুতর আহত অবস্থায় শামীমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শামীম শিকদারের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রী সৈয়দা নাসিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সন্তানেরা এতিম হয়ে গেল। আমরা এখন কীভাবে বাঁচব। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী।’
শামীম শিকদারে বড় ছেলে আরিফ বলেন, ‘আমার আব্বাকে বিদেশে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। এখন আব্বার লাশ যেন দ্রুত দেশে আনা যায় এ জন্য সকলের সহযোগিতা চাই।’
নিহতের চাচাতো ভাই আব্দুল জলিল শিকদার বলেন, ‘প্রায় ১৪ বছর ধরে আফ্রিকায় থাকত শামীম। গতকাল রাতে চাঁদা নিতে এসে সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করেছে। ওর কাছে মোটা অঙ্কের টাকা চেয়েছিল। কিন্তু অত টাকা দিতে না চাওয়ার সঙ্গে সঙ্গেই গুলি করে সন্ত্রাসীরা।’
শামীমের বাবা আনিছ শিকদারের বলেন, ‘আমার মেজ ছেলে শামীম ছুটিতে বাড়ি আসছিল সাত মাস আগে। প্রায় দিনই ফোনে কথা হইতো। গতকাল রাতে শুনি আমার বাবায় আর নাই! এখন লাশ দ্রুত বাংলাদেশ ফিরায়ে আনতে সকলের সহযোগিতা কামনা চাই।’
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে